ETV Bharat / bharat

বহুতল আবাসনের 33 তলা থেকে পড়ে মৃত্যু তথ্য-প্রযুক্তি কর্মীর - Dies

Techie falls off high rise building: বহুতল আবাসনের 33 তলা থেকে আচমকা পড়ে মৃত্যু হল এক তথ্য-প্রযুক্তি কর্মীর ৷

ETV Bharat
বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল তথ্য ও প্রযুক্তি কর্মীর
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 7:35 PM IST

বেঙ্গালুরু, 30 ডিসেম্বর: বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক তথ্য ও প্রযুক্তি কর্মীর ৷ শুক্রবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৷ মৃত ওই কর্মীর নাম দীপাংশু শর্মা (27) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর কেআর পূরম থানা এলাকায় এক তথ্য প্রযুক্তি কর্মীর মৃত্যু হয়েছে ৷ দীপাংশু শর্মা নামে ওই কর্মীর বাবা অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক ৷ দীপাংশু উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার কর্মী হিসেবে কাজ করছিলেন ৷ তিনি একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকছিলেন ৷ তবে দুর্ঘটনার দিন দীপাংশু তাঁর এক বন্ধুর অ্যাপার্টমেন্টে ছিলেন ৷

পুলিশের অনুমান, দীপাংশু 33 তলা থেকে পড়ে যান ৷ এটি নিছকই দুর্ঘটনা ৷ ভোর 6.45 মিনিট নাগাদ দীপাংশ ওই অ্যাপার্টমেন্টের বারান্দার কাছে গিয়েছিলেন ৷ সেখান থেকে কোনওভাবে নীচে পড়ে যান ৷ খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে ৷ পরে ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ তবে দীপাংশুর বাবা কে আর পূরম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ ৷

এর আগে অক্টোবর মাসে পঞ্জাবের একটি মেলায় নাগরদোলা ভেঙে গিয়ে দুই নাবালকের মৃত্যুর ঘটনা ঘটে ৷ ঘটনাটি ঘটে পঞ্জাবের দুলচিকে গ্রামে ৷ তিন নাবালক ওই নাগরদোলায় চড়েছিল ৷ জানা গিয়েছে, দু'জনের গলায় দড়ি আটকে দুর্ঘটনা ঘটে ৷ ডিসেম্বরের শেষে উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি ইটভাটার দেওয়াল ধসে মৃত্যু হয় 6 শ্রমিকের ৷ মৃত্যু হয়েছে গবাদি পশুরও ৷ সেদিন সকালে শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন ৷ আর ইটভাটার কাছে বেশ কিছু গবাদি পশুও ঘুরে বেড়াচ্ছিল ৷ তখন আচমকাই দেওয়াল ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে ৷

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত 2, আশঙ্কাজনক 6; দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ
  2. জোড়াবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  3. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার

বেঙ্গালুরু, 30 ডিসেম্বর: বহুতল আবাসন থেকে পড়ে মৃত্যু হল এক তথ্য ও প্রযুক্তি কর্মীর ৷ শুক্রবার সকাল 7টা নাগাদ ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরুতে ৷ মৃত ওই কর্মীর নাম দীপাংশু শর্মা (27) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেঙ্গালুরুর কেআর পূরম থানা এলাকায় এক তথ্য প্রযুক্তি কর্মীর মৃত্যু হয়েছে ৷ দীপাংশু শর্মা নামে ওই কর্মীর বাবা অবসরপ্রাপ্ত বায়ুসেনা আধিকারিক ৷ দীপাংশু উত্তরপ্রদেশের বাসিন্দা ৷ তিনি বেঙ্গালুরুর একটি বেসরকারি সংস্থায় সফটওয়্যার কর্মী হিসেবে কাজ করছিলেন ৷ তিনি একটি বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকছিলেন ৷ তবে দুর্ঘটনার দিন দীপাংশু তাঁর এক বন্ধুর অ্যাপার্টমেন্টে ছিলেন ৷

পুলিশের অনুমান, দীপাংশু 33 তলা থেকে পড়ে যান ৷ এটি নিছকই দুর্ঘটনা ৷ ভোর 6.45 মিনিট নাগাদ দীপাংশ ওই অ্যাপার্টমেন্টের বারান্দার কাছে গিয়েছিলেন ৷ সেখান থেকে কোনওভাবে নীচে পড়ে যান ৷ খবর পাওয়া মাত্র পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তদন্ত শুরু করে ৷ পরে ওই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ৷ তবে দীপাংশুর বাবা কে আর পূরম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ ৷

এর আগে অক্টোবর মাসে পঞ্জাবের একটি মেলায় নাগরদোলা ভেঙে গিয়ে দুই নাবালকের মৃত্যুর ঘটনা ঘটে ৷ ঘটনাটি ঘটে পঞ্জাবের দুলচিকে গ্রামে ৷ তিন নাবালক ওই নাগরদোলায় চড়েছিল ৷ জানা গিয়েছে, দু'জনের গলায় দড়ি আটকে দুর্ঘটনা ঘটে ৷ ডিসেম্বরের শেষে উত্তরাখণ্ডের হরিদ্বারে একটি ইটভাটার দেওয়াল ধসে মৃত্যু হয় 6 শ্রমিকের ৷ মৃত্যু হয়েছে গবাদি পশুরও ৷ সেদিন সকালে শ্রমিকরা কাজে ব্যস্ত ছিলেন ৷ আর ইটভাটার কাছে বেশ কিছু গবাদি পশুও ঘুরে বেড়াচ্ছিল ৷ তখন আচমকাই দেওয়াল ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে ৷

আরও পড়ুন:

  1. দুর্গাপুরে মিষ্টির দোকানে দমবন্ধ হয়ে মৃত 2, আশঙ্কাজনক 6; দুর্ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ
  2. জোড়াবাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
  3. চাকরির প্রলোভনে দুবাই গিয়ে নিখোঁজ যুবতী, ওমানের নম্বর থেকে ভয়েস মেসেজ পেয়ে আতঙ্কে পরিবার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.