ETV Bharat / bharat

বিয়ের এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু উত্তরপ্রদেশের স্কুল শিক্ষিকার - কোভিড

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল উত্তরপ্রদেশের এক স্কুল শিক্ষিকার ৷ তাও তাঁর বিয়ের এক সপ্তাহ আগে ৷ গত 23 এপ্রিল মেরঠের হাসপাতালে মৃত্যু হয় স্বাতী গুপ্তা ৷ তিনি উত্তরপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনের ভোটের দায়িত্বে ছিলেন ৷ তার আগে ট্রেনিংয়ে গিয়ে কোভিড আক্রান্ত হন তিনি ৷

teacher-on-poll-duty-dies-of-covid-days-before-her-wedding in uttar pradesh
বিয়ের এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু উত্তর প্রদেশের স্কুল শিক্ষিকার
author img

By

Published : May 2, 2021, 1:18 PM IST

জৌনপুর (উত্তর প্রদেশ), 2 মে : বিয়ের এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুল শিক্ষিকার ৷ উত্তরপ্রদেশের জৌনপুর জেলার ওই শিক্ষিকা কয়েকদিন আগেই পঞ্চায়েত নির্বাচনে ভোটের দায়িত্বে ছিলেন ৷ স্বাতী গুপ্তা নামে ওই স্কুল শিক্ষিকা জৌনপুরের মুঙ্গরা বাদশাপুরের বাসিন্দা ৷ তিনি বুলন্দশহরে কর্মরত ছিলেন ৷

জানা গিয়েছে, গত 30 এপ্রিল স্বাতী গুপ্তার বিয়ের তারিখ ঠিক হয়েছিল ৷ কিন্তু, তার সাতদিন আগে 23 এপ্রিল মেরঠের হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ বুলন্দশহরে পঞ্চায়েত ভোটের আগে ট্রেনিংয়ে অংশ নেন তিনি ৷ সেখানেই সংক্রমিত হন তিনি ৷ গত 15 এপ্রিল পঞ্চায়েত ভোটের আগের দিন জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে তাঁর সংক্রমিত হওয়ার খবর জানিয়ে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যহতি চান ৷

আরও পড়ুন : অন্ধ্রপ্রদেশে অক্সিজেনের অভাবে 14 করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ

তার কয়েকদিনের মধ্যেই ওই স্কুল শিক্ষিকাকে মেরঠের হাসপাতালে ভর্তি করানো হয় ৷ এমনকি তাঁর মা ও ভাই মেরঠে চলে আসেন স্বাতী গুপ্তার পাশে থাকার জন্য ৷ কিন্তু, গত 23 এপ্রিল তিনি প্রাণ হারান ৷

জৌনপুর (উত্তর প্রদেশ), 2 মে : বিয়ের এক সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এক স্কুল শিক্ষিকার ৷ উত্তরপ্রদেশের জৌনপুর জেলার ওই শিক্ষিকা কয়েকদিন আগেই পঞ্চায়েত নির্বাচনে ভোটের দায়িত্বে ছিলেন ৷ স্বাতী গুপ্তা নামে ওই স্কুল শিক্ষিকা জৌনপুরের মুঙ্গরা বাদশাপুরের বাসিন্দা ৷ তিনি বুলন্দশহরে কর্মরত ছিলেন ৷

জানা গিয়েছে, গত 30 এপ্রিল স্বাতী গুপ্তার বিয়ের তারিখ ঠিক হয়েছিল ৷ কিন্তু, তার সাতদিন আগে 23 এপ্রিল মেরঠের হাসপাতালে মৃত্যু হয় তাঁর ৷ বুলন্দশহরে পঞ্চায়েত ভোটের আগে ট্রেনিংয়ে অংশ নেন তিনি ৷ সেখানেই সংক্রমিত হন তিনি ৷ গত 15 এপ্রিল পঞ্চায়েত ভোটের আগের দিন জেলা নির্বাচন আধিকারিককে চিঠি দিয়ে তাঁর সংক্রমিত হওয়ার খবর জানিয়ে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যহতি চান ৷

আরও পড়ুন : অন্ধ্রপ্রদেশে অক্সিজেনের অভাবে 14 করোনা আক্রান্তের মৃত্যুর অভিযোগ

তার কয়েকদিনের মধ্যেই ওই স্কুল শিক্ষিকাকে মেরঠের হাসপাতালে ভর্তি করানো হয় ৷ এমনকি তাঁর মা ও ভাই মেরঠে চলে আসেন স্বাতী গুপ্তার পাশে থাকার জন্য ৷ কিন্তু, গত 23 এপ্রিল তিনি প্রাণ হারান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.