ETV Bharat / bharat

তিরুপতি বিমানবন্দরে আটক চন্দ্রবাবু নাইডু

author img

By

Published : Mar 1, 2021, 12:01 PM IST

Updated : Mar 1, 2021, 6:19 PM IST

আজ সকালে চন্দ্রবাবু নাইডু চিত্তুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছিলেন । সেই সময়েই রেনিগুন্টায় তিরুপতি বিমানবন্দরে তাঁকে আটক করা হয় ।

আটক চন্দ্রবাবু নাইডু
আটক চন্দ্রবাবু নাইডু

তিরুপতি, 1 মার্চ : তেলুগু দেসম পার্টির নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে আটক করল পুলিশ । আজ সকালে তিনি চিত্তুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছিলেন । সেই সময়েই রেনিগুন্টায় তিরুপতি বিমানবন্দরে তাঁকে আটক করা হয় । আটক করার প্রতিবাদে চন্দ্রবাবু নাইডু বিমানবন্দরের মেঝেতেই বসে পড়েন ।

চিত্তুর ও তিরুপতিতে আজ চন্দ্রবাবু নাইডুর প্রতিবাদ কর্মসূচি ছিল । রেনিগুন্টা পুলিশের তরফে একটি নোটিস জারি করে বলা হয়, টিডিপি নেতার কর্মসূচিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে । পাশাপাশি, করোনার সংক্রমণ বৃদ্ধি এবং জনজীবন ব্যাহত হওয়ারও আশঙ্কার কথা বলা হয় নোটিসে । সেই কারণেই তাঁকে বিমানবন্দর থেকে বেরোতে বাধা দেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয় ।

আটক করার সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন চন্দ্রবাবু নাইডু । জানতে চান, গণতান্ত্রিক উপায়ে মানুষের কাছে যাওয়ায় কোনও ভুল আছে কি না । কেন তাঁকে বাধা দেওয়া হচ্ছে, তা তিনি সরাসরি কর্তৃপক্ষের থেকে জানার ইচ্ছাপ্রকাশ করেন । তিনি বিষয়টি নিয়ে চিত্তুর ডিস্ট্রিক্ট কালেক্টর এবং চিত্তুর ও তিরুপতির পুলিশ সুপারদের সঙ্গেও দেখা করবেন বলে জানান ।

আটক করার পর বিমানবন্দরের মেঝেতেই বসে প্রতিবাদ শুরু করেন চন্দ্রবাবু নাইডু

আরও পড়ুন : তেলুগু ভূমি কি ভিএসপি-র বেসরকারিকরণ মেনে নেবে?

এদিকে পুলিশকর্মীরাও তাঁকে বারবার অনুরোধ করতে থাকেন, যাতে তিনি বিমানবন্দর থেকে ফিরে যান । কিন্তু চন্দ্রবাবু কিছুতেই মানতে চাইছিলেন না । তাঁর দাবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা হওয়ার সুবাদে কালেক্টর ও পুলিশ সুপারদের সঙ্গে দেখা করার অধিকার তাঁর রয়েছে । বারবার অনুরোধ করার পরেও চন্দ্রবাবু পুলিশকর্মীদের কথা না শোনায়, পুলিশ তাঁর আপ্তসহায়ক ও মেডিকেল অফিসারের ফোন বাজেয়াপ্ত করে নেয় ।

এরপর চন্দ্রবাবু নাইডু ক্ষোভ উগরে দিয়ে টুইট করে । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই জগনমোহন রেড্ডির উদ্দেশে তিনি লেখেন, "আমাদের থামিয়ে রাখা যাবে না । আমরা চুপ করে থাকব না । আপনার ভয় দেখিয়ে, রাজ্য সরকারের মদতপুষ্ট প্রতিশোধস্পৃহা আমাকে আমার লোকদেরে কাছে পৌঁছাতে বাধা দিতে পারবে না ।"

তিরুপতি, 1 মার্চ : তেলুগু দেসম পার্টির নেতা তথা অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে আটক করল পুলিশ । আজ সকালে তিনি চিত্তুর জেলায় নির্বাচনী কর্মসূচিতে যাচ্ছিলেন । সেই সময়েই রেনিগুন্টায় তিরুপতি বিমানবন্দরে তাঁকে আটক করা হয় । আটক করার প্রতিবাদে চন্দ্রবাবু নাইডু বিমানবন্দরের মেঝেতেই বসে পড়েন ।

চিত্তুর ও তিরুপতিতে আজ চন্দ্রবাবু নাইডুর প্রতিবাদ কর্মসূচি ছিল । রেনিগুন্টা পুলিশের তরফে একটি নোটিস জারি করে বলা হয়, টিডিপি নেতার কর্মসূচিতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে । পাশাপাশি, করোনার সংক্রমণ বৃদ্ধি এবং জনজীবন ব্যাহত হওয়ারও আশঙ্কার কথা বলা হয় নোটিসে । সেই কারণেই তাঁকে বিমানবন্দর থেকে বেরোতে বাধা দেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয় ।

আটক করার সঙ্গে সঙ্গে প্রশ্ন করেন চন্দ্রবাবু নাইডু । জানতে চান, গণতান্ত্রিক উপায়ে মানুষের কাছে যাওয়ায় কোনও ভুল আছে কি না । কেন তাঁকে বাধা দেওয়া হচ্ছে, তা তিনি সরাসরি কর্তৃপক্ষের থেকে জানার ইচ্ছাপ্রকাশ করেন । তিনি বিষয়টি নিয়ে চিত্তুর ডিস্ট্রিক্ট কালেক্টর এবং চিত্তুর ও তিরুপতির পুলিশ সুপারদের সঙ্গেও দেখা করবেন বলে জানান ।

আটক করার পর বিমানবন্দরের মেঝেতেই বসে প্রতিবাদ শুরু করেন চন্দ্রবাবু নাইডু

আরও পড়ুন : তেলুগু ভূমি কি ভিএসপি-র বেসরকারিকরণ মেনে নেবে?

এদিকে পুলিশকর্মীরাও তাঁকে বারবার অনুরোধ করতে থাকেন, যাতে তিনি বিমানবন্দর থেকে ফিরে যান । কিন্তু চন্দ্রবাবু কিছুতেই মানতে চাইছিলেন না । তাঁর দাবি, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা হওয়ার সুবাদে কালেক্টর ও পুলিশ সুপারদের সঙ্গে দেখা করার অধিকার তাঁর রয়েছে । বারবার অনুরোধ করার পরেও চন্দ্রবাবু পুলিশকর্মীদের কথা না শোনায়, পুলিশ তাঁর আপ্তসহায়ক ও মেডিকেল অফিসারের ফোন বাজেয়াপ্ত করে নেয় ।

এরপর চন্দ্রবাবু নাইডু ক্ষোভ উগরে দিয়ে টুইট করে । অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই জগনমোহন রেড্ডির উদ্দেশে তিনি লেখেন, "আমাদের থামিয়ে রাখা যাবে না । আমরা চুপ করে থাকব না । আপনার ভয় দেখিয়ে, রাজ্য সরকারের মদতপুষ্ট প্রতিশোধস্পৃহা আমাকে আমার লোকদেরে কাছে পৌঁছাতে বাধা দিতে পারবে না ।"

Last Updated : Mar 1, 2021, 6:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.