ETV Bharat / bharat

Hoax Bomb Threat to TCS: পুনরায় চাকরিতে যোগদানের প্রস্তাব নাকচ, প্রাক্তন কর্মচারীর হুমকি ফোনে টিসিএসে বোমাতঙ্ক - টিসিএস

TCS gets hoax bomb threat call: ফের চাকরিতে না নেওয়ায় টিসিএসকে বোমা রাখার ভুয়ো ফোন প্রাক্তন মহিলা কর্মচারীর ৷ তাঁকে গ্রেফতার করতে বেঙ্গালুরু থেকে বেলগাঁও আসছে পুলিশের দল ৷

Hoax Bomb Threat to TCS
টিসিএস ভুয়ো হুমকি ফোন
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 7:19 PM IST

বেঙ্গালুরু, 14 নভেম্বর: বেঙ্গালুরুর টাটা কলসালটেন্সি সার্ভিসে বোমাতঙ্ক ৷ অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি দিলেন এক প্রাক্তন মহিলা কর্মচারী ৷ জানা গিয়েছে, পুনরায় কোম্পানিতে যোগদানে ইচ্ছুক ছিলেন অভিযুক্ত ৷ কিন্তু তাঁকে ফের কাজে নিতে চায়নি সংশ্লিষ্ট কোম্পানি ৷ তাই মঙ্গলবার অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি ফোন করেন তিনি ৷ তবে বোমার খবরে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে উদ্যাননগরীর টিসিএস অফিসে ৷

সূত্রের খবর, এদিন সকালে টিসিএস কোম্পানির বি ব্লকে বোমা রাখার হুমকি ফোন আসে। সেই ফোন পেয়ে প্রতিষ্ঠানের কর্মীরা ভবন থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন। স্বভাবতই কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর দেওয়া হয় পরপ্পানা অগ্রহারা থানায় । খবর পেয়ে পুলিশ বম্ব স্কোয়াড নিয়ে এসে অফিসে তল্লাশি চালায় । ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের তল্লাশির পর বোঝা যায়, এটি পুরোটা হুমকি ফোন ছিল। পরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত করে, ওই সংস্থার প্রাক্তন কর্মী বোমার হুমকি ফোন করেছিলেন। বলা হয়, হুবলির বাসিন্দা অভিযুক্ত প্রাক্তন মহিলা কর্মচারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে এই কাজটি করেছেন।

অভিযুক্ত প্রাক্তন মহিলা কর্মীর খোঁজে পুলিশের একটি দল বেঙ্গালুরু থেকে বেলগাঁও রওনা দিয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, বেলগাঁওয়ের বাসিন্দা ওই প্রাক্তন মহিলা কর্মচারী আগে কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ তবে তিনি উচ্চশিক্ষার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন । মহিলা স্নাতক শেষ করার পরে পুনরায় কোম্পানিতে যোগদানের জন্য অনুরোধ করেছিলেন । তবে কোম্পানি তাঁর অনুরোধ নাকচ করে দেয় । এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই মহিলা এবং কোম্পানির প্রতি বিদ্বেষ থেকে ভুয়ো বোমা রাখার হুমকি দেন তিনি । ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের তল্লাশির পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি একটি ভুয়া কল।

আরও পড়ুন:

  1. কেরালার সচিবালয়ে বোমাতঙ্ক, চলছে তল্লাশি অভিযান
  2. বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ

বেঙ্গালুরু, 14 নভেম্বর: বেঙ্গালুরুর টাটা কলসালটেন্সি সার্ভিসে বোমাতঙ্ক ৷ অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি দিলেন এক প্রাক্তন মহিলা কর্মচারী ৷ জানা গিয়েছে, পুনরায় কোম্পানিতে যোগদানে ইচ্ছুক ছিলেন অভিযুক্ত ৷ কিন্তু তাঁকে ফের কাজে নিতে চায়নি সংশ্লিষ্ট কোম্পানি ৷ তাই মঙ্গলবার অফিসে বোমা রাখার ভুয়ো হুমকি ফোন করেন তিনি ৷ তবে বোমার খবরে সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে উদ্যাননগরীর টিসিএস অফিসে ৷

সূত্রের খবর, এদিন সকালে টিসিএস কোম্পানির বি ব্লকে বোমা রাখার হুমকি ফোন আসে। সেই ফোন পেয়ে প্রতিষ্ঠানের কর্মীরা ভবন থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন। স্বভাবতই কর্মচারীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ খবর দেওয়া হয় পরপ্পানা অগ্রহারা থানায় । খবর পেয়ে পুলিশ বম্ব স্কোয়াড নিয়ে এসে অফিসে তল্লাশি চালায় । ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের তল্লাশির পর বোঝা যায়, এটি পুরোটা হুমকি ফোন ছিল। পরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে নিশ্চিত করে, ওই সংস্থার প্রাক্তন কর্মী বোমার হুমকি ফোন করেছিলেন। বলা হয়, হুবলির বাসিন্দা অভিযুক্ত প্রাক্তন মহিলা কর্মচারী সংস্থার বিরুদ্ধে ক্ষোভ থেকে এই কাজটি করেছেন।

অভিযুক্ত প্রাক্তন মহিলা কর্মীর খোঁজে পুলিশের একটি দল বেঙ্গালুরু থেকে বেলগাঁও রওনা দিয়েছে। তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন, বেলগাঁওয়ের বাসিন্দা ওই প্রাক্তন মহিলা কর্মচারী আগে কোম্পানিতে কর্মরত ছিলেন ৷ তবে তিনি উচ্চশিক্ষার জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন । মহিলা স্নাতক শেষ করার পরে পুনরায় কোম্পানিতে যোগদানের জন্য অনুরোধ করেছিলেন । তবে কোম্পানি তাঁর অনুরোধ নাকচ করে দেয় । এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে ওই মহিলা এবং কোম্পানির প্রতি বিদ্বেষ থেকে ভুয়ো বোমা রাখার হুমকি দেন তিনি । ডগ স্কোয়াড ও বম্ব স্কোয়াডের তল্লাশির পর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এটি একটি ভুয়া কল।

আরও পড়ুন:

  1. কেরালার সচিবালয়ে বোমাতঙ্ক, চলছে তল্লাশি অভিযান
  2. বোমাতঙ্কের জেরে বেনারস বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.