ETV Bharat / bharat

Union Budget 2023: আয়করে ছাড় ! আর কী রয়েছে নয়া ঘোষণায় ? জানুন বিস্তারিত - Tax exemption rules

একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) । আয়করে ছাড় থেকে কর কাঠামোয় পরিবর্তন । আর কী রয়েছে নয়া ঘোষণায় ? জানুন বিস্তারিত (Tax slabs explained) ।

Etv Bharat
Union Budget
author img

By

Published : Feb 1, 2023, 9:22 PM IST

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি: বুধের বাজেটে বছরে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের (Income rebate limit increased to Rs 7 lakh) ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) । অর্থাৎ, 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না । প্রসঙ্গত, এর আগে আয়কর ছাড়ের সীমা ছিল সাড়ে 5 লক্ষ টাকা । সেই সীমা এবার বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে ।

এই ঘোষণাটি রিবেটের সীমা নিয়ে করদাতাদের উদ্বিগ্ন করে তুলেছে । নিজের দায়বদ্ধতার চেয়ে বেশি কর প্রদানকারী ব্যক্তিরা একটি পরিমাণ ফেরত পায় । ধারা 87A-এর অধীনে ছাড়টি বাড়ানো হয়েছে । অন্যদিকে, যদি কারও আয় 7 লক্ষ টাকার বেশি হয়, তবে ব্যক্তিকে সেই নির্দিষ্ট বছরে যে স্ল্যাব হারে পড়ে সেই অনুযায়ী কর দিতে হবে।

Union Budget
একনজরে নয়া ব্যক্তিগত কর ব্যবস্থা

ব্যক্তিগত আয়করের জন্য, পুরনো ছ'টির পরিবর্তে 2023-24 অর্থবর্ষে 5টি আয়কর স্ল্যাব থাকবে । মৌলিক কর ছাড়ের সীমা 3 লক্ষ টাকায় বাড়ানো হয়েছে, যা গত অর্থবর্ষে 2.5 লক্ষ নির্ধারণ করা হয়েছিল । প্রথম স্ল্যাবটির অর্থ, 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়-সহ করদাতারা, কোন কাঁটছাট ছাড়াই, সম্পূর্ণভাবে কর প্রদান থেকে অব্যাহতি পাবেন ৷

বুধের এই বাজেটে মধ্যবিত্তের জন্য বরাদ্দ বেড়েছে (Union Budget 2023) । নয়া কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার 37% থেকে কমিয়ে 25% করা হয়েছে । ফলে সর্বোচ্চ করের হার 39% এ হ্রাস পাবে । এই নতুন কর ব্যবস্থাটি সাধারণ কর ব্যবস্থায় পরিণত হবে । যদিও করদাতারা তাদের জন্য আরও উপযুক্ত হলে পুরনো আয়কর ব্যবস্থা অনুযায়ী কর দিতে পারেন । যদিও কোনও করদাতা যদি পুরনো স্ল্যাব অনুযায়ী কর দেন, তারা কিছু ব্যতিক্রম ছাড়া কোনও ছাড়ের জন্য যোগ্য হবেন না । অন্যদিকে, নয়া কর ব্যবস্থার অধীনে, একজন করদাতা 70টি কাটছাঁট পাবে । যার মধ্যে এইচআরএ কর ছাড়, এলটিএ কর ছাড়, ধারা 80C এবং অন্যান্য প্রাসঙ্গিক বিভাগগুলির অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ।

Union Budget
আয়করে ছাড় থেকে কর কাঠামোয় পরিবর্তন

আরও পড়ুন: মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একগুচ্ছ ঘোষণা, মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা নির্মলার

নয়া স্ল্যাবে করদাতাদের জন্য 50,000 টাকা ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী (Standard deduction allowed under new Tax Regime) । 2020-21 সালে প্রবর্তিত রেয়াতি কর ব্যবস্থাও বদলেছেন অর্থমন্ত্রী (Tax slabs under new tax regime) । কর ছাড়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে 3 লাখ টাকা এবং স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 করা হয়েছে । অর্থমন্ত্রী বলেন, "আমি স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 এবং কর ছাড়ের সীমা বাড়িয়ে 3 লক্ষ টাকা করে কর কাঠামো পরিবর্তন করার প্রস্তাব করছি । সংশোধিত কর ব্যবস্থার অধীনে, 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর ধার্য করা হবে না । 3-6 লক্ষ টাকার মধ্যে আয় 5 শতাংশ হারে কর দিতে হবে । 6-9 লক্ষ টাকায় 10 শতাংশ, 9-12 লক্ষ টাকায় 15 শতাংশ, 12-15 লক্ষ টাকা আয়ে 20 শতাংশ এবং 15 লক্ষ বা তার বেশি আয়ের উপর 30 শতাংশ কর দিতে হবে ।

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি: বুধের বাজেটে বছরে 7 লক্ষ টাকা পর্যন্ত আয়করে ছাড়ের (Income rebate limit increased to Rs 7 lakh) ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) । অর্থাৎ, 7 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না । প্রসঙ্গত, এর আগে আয়কর ছাড়ের সীমা ছিল সাড়ে 5 লক্ষ টাকা । সেই সীমা এবার বাড়িয়ে 7 লক্ষ টাকা করা হয়েছে ।

এই ঘোষণাটি রিবেটের সীমা নিয়ে করদাতাদের উদ্বিগ্ন করে তুলেছে । নিজের দায়বদ্ধতার চেয়ে বেশি কর প্রদানকারী ব্যক্তিরা একটি পরিমাণ ফেরত পায় । ধারা 87A-এর অধীনে ছাড়টি বাড়ানো হয়েছে । অন্যদিকে, যদি কারও আয় 7 লক্ষ টাকার বেশি হয়, তবে ব্যক্তিকে সেই নির্দিষ্ট বছরে যে স্ল্যাব হারে পড়ে সেই অনুযায়ী কর দিতে হবে।

Union Budget
একনজরে নয়া ব্যক্তিগত কর ব্যবস্থা

ব্যক্তিগত আয়করের জন্য, পুরনো ছ'টির পরিবর্তে 2023-24 অর্থবর্ষে 5টি আয়কর স্ল্যাব থাকবে । মৌলিক কর ছাড়ের সীমা 3 লক্ষ টাকায় বাড়ানো হয়েছে, যা গত অর্থবর্ষে 2.5 লক্ষ নির্ধারণ করা হয়েছিল । প্রথম স্ল্যাবটির অর্থ, 3 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক আয়-সহ করদাতারা, কোন কাঁটছাট ছাড়াই, সম্পূর্ণভাবে কর প্রদান থেকে অব্যাহতি পাবেন ৷

বুধের এই বাজেটে মধ্যবিত্তের জন্য বরাদ্দ বেড়েছে (Union Budget 2023) । নয়া কর ব্যবস্থায় সর্বোচ্চ সারচার্জের হার 37% থেকে কমিয়ে 25% করা হয়েছে । ফলে সর্বোচ্চ করের হার 39% এ হ্রাস পাবে । এই নতুন কর ব্যবস্থাটি সাধারণ কর ব্যবস্থায় পরিণত হবে । যদিও করদাতারা তাদের জন্য আরও উপযুক্ত হলে পুরনো আয়কর ব্যবস্থা অনুযায়ী কর দিতে পারেন । যদিও কোনও করদাতা যদি পুরনো স্ল্যাব অনুযায়ী কর দেন, তারা কিছু ব্যতিক্রম ছাড়া কোনও ছাড়ের জন্য যোগ্য হবেন না । অন্যদিকে, নয়া কর ব্যবস্থার অধীনে, একজন করদাতা 70টি কাটছাঁট পাবে । যার মধ্যে এইচআরএ কর ছাড়, এলটিএ কর ছাড়, ধারা 80C এবং অন্যান্য প্রাসঙ্গিক বিভাগগুলির অধীনে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ।

Union Budget
আয়করে ছাড় থেকে কর কাঠামোয় পরিবর্তন

আরও পড়ুন: মহিলা ও সিনিয়র সিটিজেনদের জন্য একগুচ্ছ ঘোষণা, মধ্যবিত্তের মন ছোঁয়ার চেষ্টা নির্মলার

নয়া স্ল্যাবে করদাতাদের জন্য 50,000 টাকা ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী (Standard deduction allowed under new Tax Regime) । 2020-21 সালে প্রবর্তিত রেয়াতি কর ব্যবস্থাও বদলেছেন অর্থমন্ত্রী (Tax slabs under new tax regime) । কর ছাড়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে 3 লাখ টাকা এবং স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 করা হয়েছে । অর্থমন্ত্রী বলেন, "আমি স্ল্যাবের সংখ্যা কমিয়ে 5 এবং কর ছাড়ের সীমা বাড়িয়ে 3 লক্ষ টাকা করে কর কাঠামো পরিবর্তন করার প্রস্তাব করছি । সংশোধিত কর ব্যবস্থার অধীনে, 3 লক্ষ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর ধার্য করা হবে না । 3-6 লক্ষ টাকার মধ্যে আয় 5 শতাংশ হারে কর দিতে হবে । 6-9 লক্ষ টাকায় 10 শতাংশ, 9-12 লক্ষ টাকায় 15 শতাংশ, 12-15 লক্ষ টাকা আয়ে 20 শতাংশ এবং 15 লক্ষ বা তার বেশি আয়ের উপর 30 শতাংশ কর দিতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.