ETV Bharat / bharat

Non Bailable Warrants : পঞ্জাবের স্পিকার, ডেপুটি স্পিকার ও দুই মন্ত্রীর বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য পরোয়ানা - করোনা অতিমারি

2020 সালে পঞ্জাবে নকল মদ খেয়ে 100 জনের মৃত্যু হয় ৷ তার প্রতিবাদে ধরনা দিয়েছিল আপ (Aam Aadmi Party) নেতারা ৷ পুলিশ সেই সময় অভিযোগ দায়ের করে বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে ৷ তাঁদের মধ্যে যাঁরা আদালতে অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (Non Bailable Warrants) করল আদালত ৷

tarn-taran-district-court-issues-non-bailable-warrants-against-punjab-speaker-and-8-other
Non Bailable Warrants পঞ্জাবের স্পিকার, ডেপুটি স্পিকার ও দুই মন্ত্রীর বিরুদ্ধে জারি হল জামিন অযোগ্য পরোয়ানা
author img

By

Published : Aug 31, 2022, 1:55 PM IST

Updated : Aug 31, 2022, 2:49 PM IST

তরণ তারণ (পঞ্জাব), 31 অগস্ট : পঞ্জাব বিধানসভার (Punjab Assembly) স্পিকার, ডেপুটি স্পিকার, একাধিক মন্ত্রী-সহ 9 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (Non Bailable Warrants) জারি হল ৷ এই পরোয়ানা জারি করে করেছে পঞ্জাবের তরণ তারণ জেলা আদালত (Tarn Taran District Court) ৷ জাতীয় সড়ক অবরোধ সংক্রান্ত একটি মামলায় এই পরোয়ানা জারি হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ৷

আদালত থেকে আরও জানা গিয়েছে যে এদিন পঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান, ডেপুটি স্পিকার জয় কৃষ্ণ রোড়ি, ক্যাবিনেট মন্ত্রী ললিত সিং ভুল্লার, হরভজন সিং ইটিও, গুরমিত সিং মিত হেয়ার, বিধায়ক দলবীর সিং টং, বিধায়ক মনজিত সিং বিলাসপুরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে ৷ এছাড়া 9 জনের মধ্যে এক বিধায়ক কুলওয়ান্ত সিং ও একজন কর্মী রয়েছেন ৷

সূত্র মারফত জানা গিয়েছে যে জেলা আদালতের এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে আম আদমি পার্টির ওই নেতারা হাইকোর্টে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছেন ৷ এই মামলায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) আইনজীবী ছিলেন বুটা সিং ৷ তিনি গত 26 অগস্ট জানিয়েছিলেন যে আদালত নির্দেশ দেয় যে এই মন্ত্রী ও অন্য যাঁরা অনুপস্থিত ছিলেন, তাঁদের আবেদন যেন গ্রহণ না করা হয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালের 20 অগস্ট পঞ্জাবে নকল মদ খেয়ে 100 জনের মৃত্যু হয় ৷ তার প্রতিবাদে আম আদমি পার্টির তরফে স্থানীয় জেলা প্রশাসনের দফতরের সামনে ধরনা দেওয়া হয় ৷ সেই ঘটনাতে পঞ্জাব বিধানসভার বর্তমান স্পিকার ও তৎকালীন আম আদমি পার্টির নেতা কুলতার সিং সান্ধওয়ান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর পুলিশের তরফে একাধিক ধারায় মামলা দায়ের করা হয় ৷ তাছাড়া বিপর্যয় মোকাবিলা আইনেও (Disaster Management Act) অভিযোগ দায়ের হয় ৷ কারণ, সেই সময় করোনা অতিমারি (Covid Pandemic) চলছিল ৷ তখন ওই আইন বলবৎ করা ছিল ৷ আদালত সূত্রে খবর, এই মামলায় যে অভিযুক্তরা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয় মঙ্গলবার ৷

আরও পড়ুন : আপ বিধায়কদের লাই ডিটেক্টর টেস্ট করানোর দাবি তুলল বিজেপি

তরণ তারণ (পঞ্জাব), 31 অগস্ট : পঞ্জাব বিধানসভার (Punjab Assembly) স্পিকার, ডেপুটি স্পিকার, একাধিক মন্ত্রী-সহ 9 জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা (Non Bailable Warrants) জারি হল ৷ এই পরোয়ানা জারি করে করেছে পঞ্জাবের তরণ তারণ জেলা আদালত (Tarn Taran District Court) ৷ জাতীয় সড়ক অবরোধ সংক্রান্ত একটি মামলায় এই পরোয়ানা জারি হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে ৷

আদালত থেকে আরও জানা গিয়েছে যে এদিন পঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান, ডেপুটি স্পিকার জয় কৃষ্ণ রোড়ি, ক্যাবিনেট মন্ত্রী ললিত সিং ভুল্লার, হরভজন সিং ইটিও, গুরমিত সিং মিত হেয়ার, বিধায়ক দলবীর সিং টং, বিধায়ক মনজিত সিং বিলাসপুরের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে ৷ এছাড়া 9 জনের মধ্যে এক বিধায়ক কুলওয়ান্ত সিং ও একজন কর্মী রয়েছেন ৷

সূত্র মারফত জানা গিয়েছে যে জেলা আদালতের এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যে আম আদমি পার্টির ওই নেতারা হাইকোর্টে আবেদন করার প্রক্রিয়া শুরু করেছেন ৷ এই মামলায় আম আদমি পার্টির (Aam Aadmi Party) আইনজীবী ছিলেন বুটা সিং ৷ তিনি গত 26 অগস্ট জানিয়েছিলেন যে আদালত নির্দেশ দেয় যে এই মন্ত্রী ও অন্য যাঁরা অনুপস্থিত ছিলেন, তাঁদের আবেদন যেন গ্রহণ না করা হয় ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2020 সালের 20 অগস্ট পঞ্জাবে নকল মদ খেয়ে 100 জনের মৃত্যু হয় ৷ তার প্রতিবাদে আম আদমি পার্টির তরফে স্থানীয় জেলা প্রশাসনের দফতরের সামনে ধরনা দেওয়া হয় ৷ সেই ঘটনাতে পঞ্জাব বিধানসভার বর্তমান স্পিকার ও তৎকালীন আম আদমি পার্টির নেতা কুলতার সিং সান্ধওয়ান-সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর পুলিশের তরফে একাধিক ধারায় মামলা দায়ের করা হয় ৷ তাছাড়া বিপর্যয় মোকাবিলা আইনেও (Disaster Management Act) অভিযোগ দায়ের হয় ৷ কারণ, সেই সময় করোনা অতিমারি (Covid Pandemic) চলছিল ৷ তখন ওই আইন বলবৎ করা ছিল ৷ আদালত সূত্রে খবর, এই মামলায় যে অভিযুক্তরা অনুপস্থিত ছিলেন, তাঁদের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয় মঙ্গলবার ৷

আরও পড়ুন : আপ বিধায়কদের লাই ডিটেক্টর টেস্ট করানোর দাবি তুলল বিজেপি

Last Updated : Aug 31, 2022, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.