দিল্লি, 7 ফেব্রুয়ারি : তিকরি সীমানায় এবার আত্মঘাতী হলেন এক কৃষক। বিক্ষোভস্থলের কাছেই একটি বাসস্ট্যান্ডের সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মিলল তাঁর দেহ। তাঁর কাছ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ।
দিল্লির কৃষক বিক্ষোভকে আরও উসকে দিল বিক্ষোভরত কৃষকের আত্মহত্যার ঘটনা। 52 বছরের কৃষক কর্মবীর একটি প্লাস্টিকের দড়ি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছেন। তাঁর দেহ নজরে আসার পর পুলিশকে খবর দেন স্থানীয়রা। অন্য়ান্য কৃষকরা জানিয়েছেন, তিনটি কন্যা কর্মবীরের।
পুলিশ জানিয়েছে, ''কৃষক কর্মবীর সিং জিন্দের বাসিন্দা। একটি পার্কের একটি গাছে তাঁর ঝুলন্ত দেহ মিলেছে। তিকরি সীমানার দুকিলোমিটারের মধ্যেই রয়েছে ওই পার্ক।''
আরও পড়ুন: কৃষক-বিক্ষোভের অশান্তির আশঙ্কায় দিল্লির সীমানায় নিরাপত্তা বৃদ্ধি পুলিশের
পুলিশ একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে বলে জানিয়েছে। ভারতীয় কিষান ইউনিয়নের সদস্য ওই কৃষক সুইসাইড নোটে লিখেছেন, ''ভারতীয় কিষান ইউনিয়ন জিন্দাবাদ। সরকার তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছে। কালা কানুন কবে বাতিল হবে তার কোনও ঠিক ঠিকানা নেই।''
ওই কৃষকের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিবার এলে তবেই ময়নাতদন্ত হবে বলে জানিয়েছে পুলিশ।