ETV Bharat / bharat

youth paid Rs 2.6 lakh with Re 1 coins: জমানো এক টাকার কয়েনে স্বপ্নপূরণ, 2.6 লাখের বাইক কিনলেন যুবক - এক টাকার কয়েনে স্বপ্নপূরণ

তিন বছর ধরে জমানো এক টাকার কয়েনে স্বপ্নপূরণ করলেন তামিলনাড়ুর যুবক (Tamil nadu youth collects re 1 coins years buy dream bike) ৷ কিনে ফেললেন 2.6 লাখের বাইক ৷

tamil-nadu-youth-paid-rs-2-dot-6-lakh-to-buy-a-bike-with-re-1-coins-he-collected-in-three-years
জমানো এক টাকার কয়েনে স্বপ্নপূরণ, 2.6 লাখের বাইক কিনলেন যুবক
author img

By

Published : Mar 28, 2022, 4:28 PM IST

সালেম, 28 মার্চ: বহুদিনের প্রচেষ্টায় হল স্বপ্নপূরণ ৷ সাধের বাইক কিনলেন তামিলনাড়ুর সালেমের যুবক ৷ তবে বাইক কেনার 2.6 লাখ (Tamil Nadu youth paid Rs 2 dot 6 lakh to buy a bike) টাকা তিনি জমিয়েছেন তিন বছর ধরে ৷ রোজ জমিয়েছেন এক টাকার কয়েন ৷ সেই বস্তাবোঝাই কয়েনই শোরুমে নিয়ে গিয়ে তিনি কিনেছেন স্বপ্নের কেতাদুরস্ত বাইক (Tamil nadu youth collects re 1 coins years buy dream bike)৷

এ যেন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরির গল্প (youth paid Rs 2.6 lakh with Re 1 coins) ৷ সালেমের ভি বুবাথির বহু দিনের শখ একটি ভাল বাইক কেনার ৷ কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছিল না ৷ তাই তিনি ঠিক করেন, এক টাকা করেই জমাবেন বাইক কেনার অর্থ ৷ এ ভাবে টানা তিন বছর ধরে নিজের সঞ্চিত এক টাকার কয়েন দিয়ে 2.6 লাখ টাকার ঝাঁ চকচকে বাজাজ ডোমিনার কিনে ফেললেন তিনি ৷ শোরুমে সেই কয়েনের বস্তা টেনে নিয়ে যান বুবাথি ৷

আরও পড়ুন: Oscars leave out Lata And Dilip : অস্কারের ইন মেমোরিয়াম বিভাগে বাদ লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমার, ক্ষুব্ধ অনুরাগীরা

ভারত এজেন্সির ম্যানেজার মহাবিক্রান্ত বলেন, "বুবাথির তিন বছরের সঞ্চিত অর্থ গুনতে শোরুমের কর্মীদের 10 ঘণ্টা সময় লেগেছে ৷"

বুবাথি বিসিএ স্নাতক ৷ চার বছর আগে ইউ টিউব চ্যানেল খুলেছিলেন ৷ এরপর তিনি একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটরের কাজ পান ৷ সেখান থেকে উপার্জিত অর্থই একটু একটু করে বাঁচাতেন এই যুবক ৷ কারণ তাঁর যে বাইকটি কেনার সাধ হয়েছিল, সেটি কিনতে সামর্থ ছিল না তাঁর ৷ তাই একটু একটু করে পয়সা জমিয়েই নিজের স্বপ্নপূরণ করলেন বুবাথি ৷

সালেম, 28 মার্চ: বহুদিনের প্রচেষ্টায় হল স্বপ্নপূরণ ৷ সাধের বাইক কিনলেন তামিলনাড়ুর সালেমের যুবক ৷ তবে বাইক কেনার 2.6 লাখ (Tamil Nadu youth paid Rs 2 dot 6 lakh to buy a bike) টাকা তিনি জমিয়েছেন তিন বছর ধরে ৷ রোজ জমিয়েছেন এক টাকার কয়েন ৷ সেই বস্তাবোঝাই কয়েনই শোরুমে নিয়ে গিয়ে তিনি কিনেছেন স্বপ্নের কেতাদুরস্ত বাইক (Tamil nadu youth collects re 1 coins years buy dream bike)৷

এ যেন বিন্দু বিন্দুতে সিন্ধু তৈরির গল্প (youth paid Rs 2.6 lakh with Re 1 coins) ৷ সালেমের ভি বুবাথির বহু দিনের শখ একটি ভাল বাইক কেনার ৷ কিন্তু সাধ থাকলেও সাধ্যে কুলোচ্ছিল না ৷ তাই তিনি ঠিক করেন, এক টাকা করেই জমাবেন বাইক কেনার অর্থ ৷ এ ভাবে টানা তিন বছর ধরে নিজের সঞ্চিত এক টাকার কয়েন দিয়ে 2.6 লাখ টাকার ঝাঁ চকচকে বাজাজ ডোমিনার কিনে ফেললেন তিনি ৷ শোরুমে সেই কয়েনের বস্তা টেনে নিয়ে যান বুবাথি ৷

আরও পড়ুন: Oscars leave out Lata And Dilip : অস্কারের ইন মেমোরিয়াম বিভাগে বাদ লতা মঙ্গেশকর এবং দিলীপ কুমার, ক্ষুব্ধ অনুরাগীরা

ভারত এজেন্সির ম্যানেজার মহাবিক্রান্ত বলেন, "বুবাথির তিন বছরের সঞ্চিত অর্থ গুনতে শোরুমের কর্মীদের 10 ঘণ্টা সময় লেগেছে ৷"

বুবাথি বিসিএ স্নাতক ৷ চার বছর আগে ইউ টিউব চ্যানেল খুলেছিলেন ৷ এরপর তিনি একটি বেসরকারি কোম্পানিতে কম্পিউটার অপারেটরের কাজ পান ৷ সেখান থেকে উপার্জিত অর্থই একটু একটু করে বাঁচাতেন এই যুবক ৷ কারণ তাঁর যে বাইকটি কেনার সাধ হয়েছিল, সেটি কিনতে সামর্থ ছিল না তাঁর ৷ তাই একটু একটু করে পয়সা জমিয়েই নিজের স্বপ্নপূরণ করলেন বুবাথি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.