ETV Bharat / bharat

Coimbatore Explosion: কোয়েম্বাটুরে গাড়ি বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক তামিলনাড়ু পুলিশ

শনিবার তামিলনাড়ুর (Tamil Nadu) উক্কাডামে একটি মন্দিরের কাছে গাড়িতে বিস্ফোরণ হয় (Coimbatore Explosion) ৷ এই ঘটনার পর ওই রাজ্যের পুলিশ আরও সতর্কতা অবলম্বন করেছে নিরাপত্তার জন্য ৷

Tamil Nadu Police on high alert after Coimbatore car bomb explosion
Coimbatore Explosion: কোয়েম্বাটুরে গাড়ি বিস্ফোরণের পর নিরাপত্তা নিয়ে আরও সতর্ক তামিলনাড়ু পুলিশ
author img

By

Published : Oct 24, 2022, 3:02 PM IST

কোয়েম্বাটুর (তামিলনাড়ু), 24 অক্টোবর: গাড়ি বিস্ফোরণে (Coimbatore Explosion) 25 বছরের যুবকের মৃত্যুর পর তামিলনাড়ু (Tamil Nadu) পুলিশ আরও সতর্ক হয়ে গিয়েছে ৷ ওই রাজ্যের উক্কাডামে (Ukkadam) শনিবার এই গাড়ি বিস্ফোরণটি হয় ৷

ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে জসীম মুবিন নামে এক যুবকের ৷ উক্কাডামের কোট্টাই ঈশ্বরণ মন্দিরের (Kottai Easwaran Temple) কাছে বিস্ফোরণ ঘটে ৷ গাড়িতে রাখা সিলিন্ডার থেকেই বিস্ফোরণ বলে জানা গিয়েছে ৷ বিস্ফোরণের আগুনে সম্পূর্ণ পুড়ে যায় জসীমের দেহ ৷ পরে পুলিশ অন্য উপায়ে দেহ সনাক্ত করে ৷

এর পরই কোয়েম্বাটুর পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ৷ তামিলনাড়ু পুলিশের ডিজি সি শৈলেন্দ্র বাবু (Tamil Nadu DGP C Sylendra Babu) রবিবারই কোয়েম্বাটুর পৌঁছান ৷ সেখানে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন ৷ স্পেশাল সেলের ছ’জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে তদন্তের জন্য ৷ ডিজি জানিয়েছেন, পুলিশের চেক পোস্ট এড়িয়ে তাড়াহুড়ো করে যেতে গিয়েই বিস্ফোরণ হয়েছে ৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এনআইএ (NIA) ওই যুবককে আগে জিজ্ঞাসাবাদ করেছিল ৷ তাঁর সঙ্গে আইসিস (ISIS) ও অন্যান্য মৌলবাদী সংগঠনের যোগ ছিল ৷ তবে বিস্ফোরণ আচমকাই হয়, নাকি পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে, তা নিয়ে পুলিশ এখনও কিছু জানায়নি ৷

যদিও ঘটনাস্থল থেকে মারবেল গুলি ও পেরেকের টুকরো পাওয়া গিয়েছে ৷ তা দেখে এই ঘটনাকে পরিকল্পনামাফিক বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছে গোয়েন্দাদের একাংশ ৷ পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিস্ফোরণে পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, সালফার ও চারকোল ব্যবহার করা হয়েছে ৷ সেই কারণেই পরিকল্পনামাফিক বিস্ফোরণের বিষয়টি পুলিশ উড়িয়ে দিচ্ছে না ৷

আরও পড়ুন: উধমপুরে উদ্ধার 60 কোটির মাদক, ধৃত ট্রাকচালক

কোয়েম্বাটুর (তামিলনাড়ু), 24 অক্টোবর: গাড়ি বিস্ফোরণে (Coimbatore Explosion) 25 বছরের যুবকের মৃত্যুর পর তামিলনাড়ু (Tamil Nadu) পুলিশ আরও সতর্ক হয়ে গিয়েছে ৷ ওই রাজ্যের উক্কাডামে (Ukkadam) শনিবার এই গাড়ি বিস্ফোরণটি হয় ৷

ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে জসীম মুবিন নামে এক যুবকের ৷ উক্কাডামের কোট্টাই ঈশ্বরণ মন্দিরের (Kottai Easwaran Temple) কাছে বিস্ফোরণ ঘটে ৷ গাড়িতে রাখা সিলিন্ডার থেকেই বিস্ফোরণ বলে জানা গিয়েছে ৷ বিস্ফোরণের আগুনে সম্পূর্ণ পুড়ে যায় জসীমের দেহ ৷ পরে পুলিশ অন্য উপায়ে দেহ সনাক্ত করে ৷

এর পরই কোয়েম্বাটুর পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ৷ তামিলনাড়ু পুলিশের ডিজি সি শৈলেন্দ্র বাবু (Tamil Nadu DGP C Sylendra Babu) রবিবারই কোয়েম্বাটুর পৌঁছান ৷ সেখানে নিরাপত্তা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন ৷ স্পেশাল সেলের ছ’জন আধিকারিককে নিয়োগ করা হয়েছে তদন্তের জন্য ৷ ডিজি জানিয়েছেন, পুলিশের চেক পোস্ট এড়িয়ে তাড়াহুড়ো করে যেতে গিয়েই বিস্ফোরণ হয়েছে ৷

পুলিশের একটি সূত্র থেকে জানা গিয়েছে, এনআইএ (NIA) ওই যুবককে আগে জিজ্ঞাসাবাদ করেছিল ৷ তাঁর সঙ্গে আইসিস (ISIS) ও অন্যান্য মৌলবাদী সংগঠনের যোগ ছিল ৷ তবে বিস্ফোরণ আচমকাই হয়, নাকি পরিকল্পনামাফিক ঘটানো হয়েছে, তা নিয়ে পুলিশ এখনও কিছু জানায়নি ৷

যদিও ঘটনাস্থল থেকে মারবেল গুলি ও পেরেকের টুকরো পাওয়া গিয়েছে ৷ তা দেখে এই ঘটনাকে পরিকল্পনামাফিক বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মনে করছে গোয়েন্দাদের একাংশ ৷ পুলিশের একটি সূত্র মারফত জানা গিয়েছে, বিস্ফোরণে পটাশিয়াম নাইট্রেট, অ্যালুমিনিয়াম পাউডার, সালফার ও চারকোল ব্যবহার করা হয়েছে ৷ সেই কারণেই পরিকল্পনামাফিক বিস্ফোরণের বিষয়টি পুলিশ উড়িয়ে দিচ্ছে না ৷

আরও পড়ুন: উধমপুরে উদ্ধার 60 কোটির মাদক, ধৃত ট্রাকচালক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.