ETV Bharat / bharat

Coimbatore Blast: কোয়েম্বাটোর গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তভার নিল এনআইএ - Jamesha Mubin

কোয়েম্বাটোর গাড়ি বিস্ফোরণ (Coimbatore Blast) মামলার তদন্ত এবার এনআইএ’র হাতে (Coimbatore Car Blast Case to NIA) ৷ শনিবার এই মামলার সংক্রান্ত সমস্ত তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিয়েছে তামিলনাড়ু পুলিশ ৷

Tamil Nadu Police Hand Over Coimbatore Car Blast Case to NIA
Tamil Nadu Police Hand Over Coimbatore Car Blast Case to NIA
author img

By

Published : Oct 30, 2022, 3:15 PM IST

কোয়েম্বাটোর, 30 অক্টোবর: কোয়েম্বাটোরে গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তভার গ্রহণ করল জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ (Coimbatore Car Blast Case to NIA) ৷ তামিলনাড়ু পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে এই বিস্ফোরণ সংক্রান্ত মামলার সমস্ত নথি তারা কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিয়েছে ৷ প্রসঙ্গত, মন্দিরে গাড়ি বোমা বিস্ফোরণে জামিশা মুবিন (Jamesha Mubin) নামে একজনের ৷ এই ঘটনায় গেই জঙ্গিযোগের একটা সম্ভাবনা উঠে আসছিল ৷ আর এবার এই ঘটনায় তদন্তভার এনআইএ গ্রহণ করায় তা আরও প্রকট হয়েছে ৷

প্রসঙ্গত, তামিলনাড়ুর কোয়েম্বাটোরের উক্কাডামের কোট্টাই ঈশ্বরণ মন্দিরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে (Coimbatore Blast) ৷ প্রথমে বলা হয়, গাড়িতে রাখা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে ৷ কিন্তু, তদন্তে নেমে এই ঘটনায় জঙ্গিযোগ থাকার তথ্য পাওয়া যায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে মার্বেল গুলির টুকরো ও পেরেকের চূর্ণ পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি, পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল, অ্যালুমিনিয়াম পাউডার-সহ বিস্ফোরক তৈরির নানান সামগ্রীর নমুনা সেখান থেকে পায় ফরেনসিক ৷ এরপরেই জঙ্গিযোগের একটা সম্ভাবনা দেখা দেয় ৷

আরও পড়ুন: কোথায় বিস্ফোরণ হবে, ঘটনাস্থল আগেই দেখে রেখেছিল অভিযুক্ত, অনুমান কোয়েম্বাটুর পুলিশের

শুধু তাই নয়, ঘটনায় মৃত জামিশা মুবিনের বিরুদ্ধে আগে থেকে জঙ্গি যোগের সন্দেহ ছিল ৷ তাকে এনআইএ জিজ্ঞাসাবাদও করেছিল ৷ জানা গিয়েছে, তার সঙ্গে আইসিস ও অন্যান্য মৌলবাদী সংগঠনের সরাসরি যোগ ছিল ৷ ফলে এই বিস্ফোরণ আচমকাই হয়নি বলে অনুমান তদন্তকারীদের ৷ পাশাপাশি, 23 অক্টোবরের ওই বিস্ফোরণের আগে জামিশার মুবিনের দুই আত্মীয় আজহারউদ্দিন ও আফসার খানকে কোয়েম্বাটোরের বেশ কয়েকটি মন্দিরে দেখা গিয়েছিল ৷ সেই তালিকায় কোট্টাইমেড়ু কোনিয়াম্মান মন্দির ছিল বলে জানা গিয়েছে ৷ পুরো বিষয়গুলি সামনে আসার পরেই গতকাল এই মামলায় পুলিশের পাওয়া তথ্যপ্রমাণ-সহ সমস্ত নথি এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে ৷

কোয়েম্বাটোর, 30 অক্টোবর: কোয়েম্বাটোরে গাড়ি বিস্ফোরণ মামলার তদন্তভার গ্রহণ করল জাতীয় নিরাপত্তা সংস্থা এনআইএ (Coimbatore Car Blast Case to NIA) ৷ তামিলনাড়ু পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে এই বিস্ফোরণ সংক্রান্ত মামলার সমস্ত নথি তারা কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দিয়েছে ৷ প্রসঙ্গত, মন্দিরে গাড়ি বোমা বিস্ফোরণে জামিশা মুবিন (Jamesha Mubin) নামে একজনের ৷ এই ঘটনায় গেই জঙ্গিযোগের একটা সম্ভাবনা উঠে আসছিল ৷ আর এবার এই ঘটনায় তদন্তভার এনআইএ গ্রহণ করায় তা আরও প্রকট হয়েছে ৷

প্রসঙ্গত, তামিলনাড়ুর কোয়েম্বাটোরের উক্কাডামের কোট্টাই ঈশ্বরণ মন্দিরের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে (Coimbatore Blast) ৷ প্রথমে বলা হয়, গাড়িতে রাখা সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়েছে ৷ কিন্তু, তদন্তে নেমে এই ঘটনায় জঙ্গিযোগ থাকার তথ্য পাওয়া যায় ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে মার্বেল গুলির টুকরো ও পেরেকের চূর্ণ পাওয়া গিয়েছে ৷ পাশাপাশি, পটাশিয়াম নাইট্রেট, সালফার, চারকোল, অ্যালুমিনিয়াম পাউডার-সহ বিস্ফোরক তৈরির নানান সামগ্রীর নমুনা সেখান থেকে পায় ফরেনসিক ৷ এরপরেই জঙ্গিযোগের একটা সম্ভাবনা দেখা দেয় ৷

আরও পড়ুন: কোথায় বিস্ফোরণ হবে, ঘটনাস্থল আগেই দেখে রেখেছিল অভিযুক্ত, অনুমান কোয়েম্বাটুর পুলিশের

শুধু তাই নয়, ঘটনায় মৃত জামিশা মুবিনের বিরুদ্ধে আগে থেকে জঙ্গি যোগের সন্দেহ ছিল ৷ তাকে এনআইএ জিজ্ঞাসাবাদও করেছিল ৷ জানা গিয়েছে, তার সঙ্গে আইসিস ও অন্যান্য মৌলবাদী সংগঠনের সরাসরি যোগ ছিল ৷ ফলে এই বিস্ফোরণ আচমকাই হয়নি বলে অনুমান তদন্তকারীদের ৷ পাশাপাশি, 23 অক্টোবরের ওই বিস্ফোরণের আগে জামিশার মুবিনের দুই আত্মীয় আজহারউদ্দিন ও আফসার খানকে কোয়েম্বাটোরের বেশ কয়েকটি মন্দিরে দেখা গিয়েছিল ৷ সেই তালিকায় কোট্টাইমেড়ু কোনিয়াম্মান মন্দির ছিল বলে জানা গিয়েছে ৷ পুরো বিষয়গুলি সামনে আসার পরেই গতকাল এই মামলায় পুলিশের পাওয়া তথ্যপ্রমাণ-সহ সমস্ত নথি এনআইএ-র হাতে তুলে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.