ETV Bharat / bharat

TN Govt Decision on CBI: সিবিআই তদন্তে সাধারণ সম্মতি প্রত্যাহার তামিলনাড়ু সরকারের - তামিলনাড়ু সরকার

সিবিআই তদন্তে সাধারণ সম্মতি প্রত্যাহার করে নিল তামিলনাড়ু সরকার ৷ আর্থিক দুর্নীতি নিয়ে শোরগোলের মাঝেই এই সিদ্ধান্ত নেওয়া হল ৷

TN Govt Decision on CBI
TN Govt Decision on CBI
author img

By

Published : Jun 15, 2023, 1:28 PM IST

চেন্নাই, 15 জুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (সিবিআই) রাজ্যে তদন্তের জন্য দেওয়া সাধারণ সম্মতি প্রত্যাহার করে নিল তামিলনাড়ু সরকার । দক্ষিণের এই রাজ্য ছাড়াও দেশের 9টি রাজ্য সিবিআই তদন্তের বিষয়ে জেনারেল কনসেন্ট অর্থাৎ সাধারণ সম্মতি প্রত্যাহার করেছে ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও ৷

বিরোধী নেতাদের চুপ করানোর জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপির নেতৃত্বাধীন সরকার অপব্যবহার করছে । দুর্নীতি নিয়ে রাজ্যে ইডির তৎপরতা বৃদ্ধির পর কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করেছিল তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে ৷ এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ জেনারেল কনসেন্ট প্রত্যাহারের ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন ওই রাজ্যে কোনও তদন্ত করার আগে তামিলনাড়ু সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ।

তামিলনাড়ু দশম ভারতীয় রাজ্য, যারা রাজ্যে সিবিআই তদন্তের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করল ৷ এই তালিকায় থাকা বাকি নয়টি রাজ্য, যারা কোনও মামলার সিবিআই তদন্তের জন্য তাদের সাধারণ সম্মতি প্রত্যাহার করেছে তারা হল, ছত্তীশগড়, ঝাড়খণ্ড, কেরল, মেঘালয়, মিজোরাম, পঞ্জাব, রাজস্থান, তেলাঙ্গানা এবং পশ্চিমবঙ্গ ।

সিবিআই দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট (DPSEA) দ্বারা নিয়ন্ত্রিত হয় । এই আইন সিবিআইকে দিল্লি পুলিশের একটি বিশেষ শাখায় পরিণত করে এবং তার ফলে এর মূল এক্তিয়ার দিল্লিতে সীমাবদ্ধ । অন্যান্য বিষয়গুলির জন্য, যে রাজ্য সরকারের আঞ্চলিক ক্ষেত্রের এক্তিয়ারে তদন্ত করতে হবে, সংশ্লিষ্ট সেই সরকারের সম্মতি প্রয়োজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷

আরও পড়ুন: মন্ত্রীর গ্রেফতারিতে আইনের অপপ্রয়োগ হয়েছে, মাদ্রাজ হাইকোর্টে মামলা সেন্থিল বালাজির স্ত্রী'র

ডিপিএসই আইন অনুসারে, কেন্দ্রীয় সরকার একটি রাজ্যে কোনও মামলার তদন্ত করার জন্য সিবিআই-কে ক্ষমতা দিতে পারে ৷ তবে তা কেন্দ্র দিতে পারে শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতিতে । তবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে কোনও রাজ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে সেই রাজ্য সরকারের সম্মতি ছাড়াই ।

তবে তামিলনাড়ু সরকার সাধারণ সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও, রাজ্য সরকার বিশেষভাবে সম্মতি ফিরিয়ে না নেওয়া পর্যন্ত সিবিআই পুরনো মামলাগুলির তদন্ত চালিয়ে যেতে পারে । এ ছাড়াও আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে মামলাগুলির তদন্তভার দেওয়া হয়েছিল, সেগুলিরও তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই ।

দুর্নীতি প্রশ্নে বর্তমানে সরগরম দক্ষিণের এই রাজ্য ৷ গতকাল 18 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হন সে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি ৷ তবে গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি । তাঁর মেডিক্যাল চেকআপ করা হলে দেখা যায় যে, তাঁর হৃদযন্ত্রের বেশ সমস্যা রয়েছে ৷ যত দ্রুত সম্ভব তাঁকে বাইপাস সার্জারি করতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

চেন্নাই, 15 জুন: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (সিবিআই) রাজ্যে তদন্তের জন্য দেওয়া সাধারণ সম্মতি প্রত্যাহার করে নিল তামিলনাড়ু সরকার । দক্ষিণের এই রাজ্য ছাড়াও দেশের 9টি রাজ্য সিবিআই তদন্তের বিষয়ে জেনারেল কনসেন্ট অর্থাৎ সাধারণ সম্মতি প্রত্যাহার করেছে ৷ সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও ৷

বিরোধী নেতাদের চুপ করানোর জন্য কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপির নেতৃত্বাধীন সরকার অপব্যবহার করছে । দুর্নীতি নিয়ে রাজ্যে ইডির তৎপরতা বৃদ্ধির পর কেন্দ্রের বিরুদ্ধে এই অভিযোগ করেছিল তামিলনাড়ুতে ক্ষমতাসীন ডিএমকে ৷ এরই মধ্যে সরকারের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ জেনারেল কনসেন্ট প্রত্যাহারের ফলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এখন ওই রাজ্যে কোনও তদন্ত করার আগে তামিলনাড়ু সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে ।

তামিলনাড়ু দশম ভারতীয় রাজ্য, যারা রাজ্যে সিবিআই তদন্তের জন্য সাধারণ সম্মতি প্রত্যাহার করল ৷ এই তালিকায় থাকা বাকি নয়টি রাজ্য, যারা কোনও মামলার সিবিআই তদন্তের জন্য তাদের সাধারণ সম্মতি প্রত্যাহার করেছে তারা হল, ছত্তীশগড়, ঝাড়খণ্ড, কেরল, মেঘালয়, মিজোরাম, পঞ্জাব, রাজস্থান, তেলাঙ্গানা এবং পশ্চিমবঙ্গ ।

সিবিআই দিল্লি স্পেশাল পুলিশ এস্টাব্লিশমেন্ট অ্যাক্ট (DPSEA) দ্বারা নিয়ন্ত্রিত হয় । এই আইন সিবিআইকে দিল্লি পুলিশের একটি বিশেষ শাখায় পরিণত করে এবং তার ফলে এর মূল এক্তিয়ার দিল্লিতে সীমাবদ্ধ । অন্যান্য বিষয়গুলির জন্য, যে রাজ্য সরকারের আঞ্চলিক ক্ষেত্রের এক্তিয়ারে তদন্ত করতে হবে, সংশ্লিষ্ট সেই সরকারের সম্মতি প্রয়োজন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷

আরও পড়ুন: মন্ত্রীর গ্রেফতারিতে আইনের অপপ্রয়োগ হয়েছে, মাদ্রাজ হাইকোর্টে মামলা সেন্থিল বালাজির স্ত্রী'র

ডিপিএসই আইন অনুসারে, কেন্দ্রীয় সরকার একটি রাজ্যে কোনও মামলার তদন্ত করার জন্য সিবিআই-কে ক্ষমতা দিতে পারে ৷ তবে তা কেন্দ্র দিতে পারে শুধুমাত্র সংশ্লিষ্ট রাজ্য সরকারের সম্মতিতে । তবে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে কোনও রাজ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিতে পারে সেই রাজ্য সরকারের সম্মতি ছাড়াই ।

তবে তামিলনাড়ু সরকার সাধারণ সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও, রাজ্য সরকার বিশেষভাবে সম্মতি ফিরিয়ে না নেওয়া পর্যন্ত সিবিআই পুরনো মামলাগুলির তদন্ত চালিয়ে যেতে পারে । এ ছাড়াও আদালতের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে যে মামলাগুলির তদন্তভার দেওয়া হয়েছিল, সেগুলিরও তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই ।

দুর্নীতি প্রশ্নে বর্তমানে সরগরম দক্ষিণের এই রাজ্য ৷ গতকাল 18 ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আর্থিক দুর্নীতির মামলায় গ্রেফতার হন সে রাজ্যের বিদ্যুৎমন্ত্রী ভি সেন্থিল বালাজি ৷ তবে গ্রেফতার হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি । তাঁর মেডিক্যাল চেকআপ করা হলে দেখা যায় যে, তাঁর হৃদযন্ত্রের বেশ সমস্যা রয়েছে ৷ যত দ্রুত সম্ভব তাঁকে বাইপাস সার্জারি করতে হবে বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.