ETV Bharat / bharat

Tamil Nadu Budget 2023: মাসে হাজার টাকা পাবেন গৃহকর্ত্রী, তামিলনাড়ুতেও এবার 'লক্ষ্মীর ভাণ্ডার'!

লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো প্রকল্প ঘোষণা করল তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government) ৷ নাম 'মাগালির উরিমাই' (Magalir Urimai) ৷ এই প্রকল্পের আওতায় মাসে 1 হাজার টাকা করে হাতে পাবেন পরিবারের কর্ত্রীরা ৷

Tamil Nadu Government announce Magalir Urimai scheme during Budget 2023
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 20, 2023, 8:37 PM IST

চেন্নাই, 20 মার্চ: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) আদলে নয়া প্রকল্প শুরু করছে তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government) ৷ যার নাম দেওয়া হয়েছে 'মাগালির উরিমাই' (Magalir Urimai) ৷ বাংলায় তর্জমা করলে হয় 'নারী অধিকার প্রকল্প' ৷ এর আওতায় প্রত্যেক মাসে গৃকর্ত্রীরা পাবেন 1 হাজার টাকা ৷ সোমবার রাজ্য়ের অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগা রাজন এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ 2023-24 অর্থবর্ষের জন্য ঘোষিত বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে (এদিনই রাজ্য বাজেট পেশ করা হয় ৷) ৷ যা কার্যকর হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে ৷ সরকার পক্ষের বক্তব্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্য়ের অসংখ্য মহিলা উপকৃত হবেন ৷ এই খাতে খরচের জন্য 2023-24 অর্থবর্ষের বাজেটে 7 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

ওয়াকিবহাল মহল বলছে, ভোট ব্য়াংকের কথা মাথায় রেখেই এই জনমোহিনী প্রকল্প শুরু করছে এম কে স্ট্যালিনের সরকার ৷ দক্ষিণী এই রাজ্য়ে মোট ভোটারের অর্ধেকের বেশিই মহিলা ৷ অঙ্কের হিসাবে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা হল, যথাক্রমে- 3 কোটি 4 লক্ষ 89 হাজার 866 এবং 3 কোটি 15 লক্ষ 43 হাজার 286 ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প চালু হলে মহিলা ভোটারের একটা বড় অংশই ডিএমকের দিকে ঝুঁকে যাবে ৷ ফলে শাসকের ভোটব্যাংক আরও পোক্ত হবে ৷

একুশের বিধানসভা নির্বাচনের ইস্তাহারে এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিল ডিএমকে ৷ অবশেষে সেই প্রতিশ্রুতি পালনের পথে পদক্ষেপ করল তারা ৷ এত দিন এর জন্য প্রধান প্রতিপক্ষ এআইএডিএমকের কাছে অনেক খোঁচা খেতে হয়েছে সরকার পক্ষকে ৷ এবার বিরোধীদের সেই অস্ত্রও ভোঁতা হয়ে গেল ৷ প্রসঙ্গত, 15 সেপ্টেম্বরই জন্মগ্রহণ করেছিলেন রাজ্য়ের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকের প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাই ৷ তাঁর প্রতি তামিল মানুষের ভাবাবেগ প্রচণ্ড ৷ সেই কারণেই এমন একটি দিনকে সংশ্লিষ্ট প্রকল্প শুরুর দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে ৷ এতে ডিএমকের প্রতি আমজনতার সহানুভূতি ও নির্ভরযোগ্যতা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: স্কচ পুরস্কার পেল লক্ষ্মীর ভাণ্ডার, সাধের প্রকল্প স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত মমতা

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তথ্যাভিজ্ঞ মহলের একাংশের দাবি, এই এক চালেই শেষবেলায় বাজিমাত করেছিলেন মমতা ৷ রাজ্যজুড়ে প্রবল গেরুয়া হাওয়ার মধ্যেও তৃতীয়বারের জন্য ফিরেছিলেন ক্ষমতায় ৷

চেন্নাই, 20 মার্চ: বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) আদলে নয়া প্রকল্প শুরু করছে তামিলনাড়ু সরকার (Tamil Nadu Government) ৷ যার নাম দেওয়া হয়েছে 'মাগালির উরিমাই' (Magalir Urimai) ৷ বাংলায় তর্জমা করলে হয় 'নারী অধিকার প্রকল্প' ৷ এর আওতায় প্রত্যেক মাসে গৃকর্ত্রীরা পাবেন 1 হাজার টাকা ৷ সোমবার রাজ্য়ের অর্থমন্ত্রী পালানিভেল থিয়াগা রাজন এই নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন ৷ 2023-24 অর্থবর্ষের জন্য ঘোষিত বাজেটে এই প্রকল্পের কথা উল্লেখ করা হয়েছে (এদিনই রাজ্য বাজেট পেশ করা হয় ৷) ৷ যা কার্যকর হবে আগামী 15 সেপ্টেম্বর থেকে ৷ সরকার পক্ষের বক্তব্য, এই প্রকল্পের মাধ্যমে রাজ্য়ের অসংখ্য মহিলা উপকৃত হবেন ৷ এই খাতে খরচের জন্য 2023-24 অর্থবর্ষের বাজেটে 7 হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷

ওয়াকিবহাল মহল বলছে, ভোট ব্য়াংকের কথা মাথায় রেখেই এই জনমোহিনী প্রকল্প শুরু করছে এম কে স্ট্যালিনের সরকার ৷ দক্ষিণী এই রাজ্য়ে মোট ভোটারের অর্ধেকের বেশিই মহিলা ৷ অঙ্কের হিসাবে পুরুষ ও মহিলা ভোটারের সংখ্যা হল, যথাক্রমে- 3 কোটি 4 লক্ষ 89 হাজার 866 এবং 3 কোটি 15 লক্ষ 43 হাজার 286 ৷ রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্প চালু হলে মহিলা ভোটারের একটা বড় অংশই ডিএমকের দিকে ঝুঁকে যাবে ৷ ফলে শাসকের ভোটব্যাংক আরও পোক্ত হবে ৷

একুশের বিধানসভা নির্বাচনের ইস্তাহারে এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছিল ডিএমকে ৷ অবশেষে সেই প্রতিশ্রুতি পালনের পথে পদক্ষেপ করল তারা ৷ এত দিন এর জন্য প্রধান প্রতিপক্ষ এআইএডিএমকের কাছে অনেক খোঁচা খেতে হয়েছে সরকার পক্ষকে ৷ এবার বিরোধীদের সেই অস্ত্রও ভোঁতা হয়ে গেল ৷ প্রসঙ্গত, 15 সেপ্টেম্বরই জন্মগ্রহণ করেছিলেন রাজ্য়ের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডিএমকের প্রতিষ্ঠাতা সিএন আন্নাদুরাই ৷ তাঁর প্রতি তামিল মানুষের ভাবাবেগ প্রচণ্ড ৷ সেই কারণেই এমন একটি দিনকে সংশ্লিষ্ট প্রকল্প শুরুর দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে ৷ এতে ডিএমকের প্রতি আমজনতার সহানুভূতি ও নির্ভরযোগ্যতা বাড়বে বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: স্কচ পুরস্কার পেল লক্ষ্মীর ভাণ্ডার, সাধের প্রকল্প স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত মমতা

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তথ্যাভিজ্ঞ মহলের একাংশের দাবি, এই এক চালেই শেষবেলায় বাজিমাত করেছিলেন মমতা ৷ রাজ্যজুড়ে প্রবল গেরুয়া হাওয়ার মধ্যেও তৃতীয়বারের জন্য ফিরেছিলেন ক্ষমতায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.