ETV Bharat / bharat

Three Youths Killed: পুণ্যার্জনে গিয়ে মর্মান্তিক পরিণতি, তামিলনাড়ুতে ঘুমন্ত অবস্থায় ট্রেনে কাটা পড়ে মৃত 3 ! - তিন যুবক

ক্লান্ত হয়ে ঘুড়িয়ে পড়েছিল রেললাইনে ৷ পিষে দিয়ে চলে গেল ট্রেন ৷ ঘটনায় মৃত্যু তিন যুবকের ৷ ঘটনাটি তামিলনাড়ুর তিরুভারুরের ৷

train rammed Three Youths
তিন যুবকের মর্মান্তিক মৃত্যু তামিলনাড়ুতে
author img

By

Published : Apr 25, 2023, 6:18 PM IST

তিরুভারুর (তামিলনাড়ু), 25 এপ্রিল: তাম্বারাম সেনগোট্টাই এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল তিন যুবকের ৷ তিরুভারুরের কাছে রেলওয়ে ট্র্যাকে ঘুমিয়ে ছিলেন ওই তিনজন ৷ সেসময় তাদের উপর দিয়ে ট্রেন চলে যায় ৷ জানা গিয়েছে, তিরুভারুর জেলার মুথুপেটে রয়েছে বিখ্যাত মরিয়ম্মান মন্দির ৷ বছরের এই সময়ে সেখানে চিথিরাই উৎসব হয় । চলতি বছর 14 তারিখ থেকে শুরু হয়েছে সেই উৎসব ।

এই উৎসবের দশম দিনে অর্থাৎ সোমবার রাতে কাভাদি আতম শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । সেখানে হাজারো ভক্ত অংশগ্রহণ করে দেবতার দর্শন পেতে । মৃত তিন যুবক আপপুর মেইন রোডের আরুল মুরুগাদোস (17), গোপালসামুত্রম এলাকার ভারতকুমার (17), নাগাপট্টিনম জেলার থানিকোট্টগাম গ্রামের মুরুগাপান্ডিয়ান (24) ওই উৎসবেই যোগ দিয়েছিলেন। এরপর তাঁরা ক্লান্তির কারণে মন্দিরের কাছে রেলওয়ে ট্র্য়াকে শুয়ে ঘুমিয়ে পড়েন ।

ভোর তিনটের দিকে তাম্বারাম সেনগোট্টাই এক্সপ্রেস ট্রেনটি যুবকদের পিষে দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আরুল মুরুগাদোসের ৷ মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে মুরুগাপান্ডিয়ানের ৷ সেও ঘটনাস্থলেই মারা যায় । এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ভারতকুমারকে ৷ অ্যাম্বুলেন্সে তাঁকে তিরুভারুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

মুথুপেটের ডিএসপি বিবেকানন্দন এবং সাব ইন্সপেক্টর বালাসুব্রহ্মনিয়ান ঘটনাস্থলে যান ৷ পুলিশের তরফে একটি মামলা রুজু করা হয়েছে ৷ রেল পুলিশ ঘটনার তদন্ত করছে । নিহত যুবকদের পরিবারের লোকেরা দুর্ঘটনার কারণ হিসেবে রাতের বেলা এই রুটে ট্রেন চলাচলের বিষয়ে সচেতনতার অভাবের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন । উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 8 এপ্রিল 2023 সালে চেন্নাইয়ের তাম্বারাম এবং সেনগোট্টাইয়ের মধ্যে সাপ্তাহিক ট্রেন পরিষেবার উদ্বোধন করেছিলেন ।

আরও পড়ুন: প্রবীণ চিকিৎসকের হাত-পা বাঁধা দেহ উদ্ধার নলহাটিতে, বিজেপি'র হয়ে নির্বাচনে লড়েছিলেন দু‘বার

তিরুভারুর (তামিলনাড়ু), 25 এপ্রিল: তাম্বারাম সেনগোট্টাই এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু হল তিন যুবকের ৷ তিরুভারুরের কাছে রেলওয়ে ট্র্যাকে ঘুমিয়ে ছিলেন ওই তিনজন ৷ সেসময় তাদের উপর দিয়ে ট্রেন চলে যায় ৷ জানা গিয়েছে, তিরুভারুর জেলার মুথুপেটে রয়েছে বিখ্যাত মরিয়ম্মান মন্দির ৷ বছরের এই সময়ে সেখানে চিথিরাই উৎসব হয় । চলতি বছর 14 তারিখ থেকে শুরু হয়েছে সেই উৎসব ।

এই উৎসবের দশম দিনে অর্থাৎ সোমবার রাতে কাভাদি আতম শোভাযাত্রা অনুষ্ঠিত হয় । সেখানে হাজারো ভক্ত অংশগ্রহণ করে দেবতার দর্শন পেতে । মৃত তিন যুবক আপপুর মেইন রোডের আরুল মুরুগাদোস (17), গোপালসামুত্রম এলাকার ভারতকুমার (17), নাগাপট্টিনম জেলার থানিকোট্টগাম গ্রামের মুরুগাপান্ডিয়ান (24) ওই উৎসবেই যোগ দিয়েছিলেন। এরপর তাঁরা ক্লান্তির কারণে মন্দিরের কাছে রেলওয়ে ট্র্য়াকে শুয়ে ঘুমিয়ে পড়েন ।

ভোর তিনটের দিকে তাম্বারাম সেনগোট্টাই এক্সপ্রেস ট্রেনটি যুবকদের পিষে দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আরুল মুরুগাদোসের ৷ মাথায় ও পায়ে গুরুতর আঘাত লাগে মুরুগাপান্ডিয়ানের ৷ সেও ঘটনাস্থলেই মারা যায় । এছাড়াও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ভারতকুমারকে ৷ অ্যাম্বুলেন্সে তাঁকে তিরুভারুর সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

মুথুপেটের ডিএসপি বিবেকানন্দন এবং সাব ইন্সপেক্টর বালাসুব্রহ্মনিয়ান ঘটনাস্থলে যান ৷ পুলিশের তরফে একটি মামলা রুজু করা হয়েছে ৷ রেল পুলিশ ঘটনার তদন্ত করছে । নিহত যুবকদের পরিবারের লোকেরা দুর্ঘটনার কারণ হিসেবে রাতের বেলা এই রুটে ট্রেন চলাচলের বিষয়ে সচেতনতার অভাবের জন্য ক্ষোভ প্রকাশ করেছেন । উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 8 এপ্রিল 2023 সালে চেন্নাইয়ের তাম্বারাম এবং সেনগোট্টাইয়ের মধ্যে সাপ্তাহিক ট্রেন পরিষেবার উদ্বোধন করেছিলেন ।

আরও পড়ুন: প্রবীণ চিকিৎসকের হাত-পা বাঁধা দেহ উদ্ধার নলহাটিতে, বিজেপি'র হয়ে নির্বাচনে লড়েছিলেন দু‘বার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.