ETV Bharat / bharat

Tigress T-1 Dies: 13 সন্তান রেখে চিরঘুমে টি-1, 14 বছর আগে প্রথম বাঘ হিসেবে এসেছিল পান্না ব্যাঘ্র প্রকল্পে - পান্না টাইগার রিজার্ভ

13 সন্তান রেখে চিরঘুমে চলে গেল বাঘিনী টি-1 (Tigress T-1 Dies)৷ 14 বছর আগে সেই ছিল প্রথম বাঘ যাকে আনা হয়েছিল পান্না ব্যাঘ্র প্রকল্পে (Panna Tiger Reserve)৷

Tigress T 1 ETV Bharat
বাঘিনী টি-1
author img

By

Published : Feb 2, 2023, 12:44 PM IST

পান্না (মধ্যপ্রদেশ) 2 ফেব্রুয়ারি: চিরঘুমে চলে গেল বাঘিনী টি-1 (Tigress T-1 Dies)৷ সেই ছিল মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভের (পিটিআর) প্রথম বাঘ ৷ 13টি শাবকের জন্ম দিয়েছে সে ৷ বুধবার বন দফতরের এক আধিকারিক এই বাঘিনীর মৃত্যুর খবর জানিয়েছেন ৷ প্রায় 14 বছর আগে একটি পুনঃপ্রবর্তন প্রকল্পের অধীনে বান্ধবগড় টাইগার রিজার্ভ থেকে পান্না টাইগার রিজার্ভে (Panna Tiger Reserve) আনা হয়েছিল টি-1-কে ৷

বাঘের দেহের কাছেই পড়ে ছিল রেডিয়ো কলার: পিটিআর-এর ফিল্ড ডিরেক্টর ব্রিজেন্দ্র ঝা জানান, "একটি টহলদারি দল মঙ্গলবার সন্ধ্যায় মাদলা রেঞ্জে একটি বাঘের মৃতদেহ দেখতে পায় । বাঘের দেহের কাছেই পাওয়া যায় একটি নিষ্ক্রিয় রেডিয়ো কলার ৷ 2017 সালে টি-1-কে সেই রেডিয়ো কলার পরানো হয়েছিল ৷ বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেছেন । ডগ স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছেছে বাঘের মৃত্যুর তদন্ত করতে ।"

ময়নাতদন্তের পর সৎকার: ওয়াইল্ডলাইফ ডক্টর ফিল্ড ডিরেক্টরের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রভান সিং বুন্দেলা এবং দিল্লির জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের উপস্থিতিতে বাঘের দেহ পরীক্ষা করা হয় । ভিসেরা পরীক্ষার জন্য বন্যপ্রাণী ফরেনসিক অ্যান্ড হেলথ কেন্দ্রের জবলপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি কলেজ এবং স্টেট ফরেনসিক ল্যাবরেটরিতে দেহটি পাঠানো হয়েছিল । ময়নাতদন্তের পর বুধবার সকালে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) নির্দেশিকা অনুসারে দেহটির সৎকার করা হয় ৷

আরও পড়ুন: সুন্দরবনের বাঘ গুনতে ক্যামেরা বসানোর কাজ শুরু

অন্য বাঘের শিকার করা খাবার খেয়ে বেঁচে ছিল টি-1: টি-1 শেষের সময়টা কিছুদিন জন্য অন্যান্য বাঘের শিকার করা খাবার খেয়ে বেঁচে ছিল ৷ কারণ বয়সের কারণে শিকার ধরার শক্তি হারিয়ে ফেলেছিল এই বাঘিনী । সে পান্না টাইগার রিইনট্রোডাকশন প্রজেক্টের (টিআরপি) সাফল্যে খুবই উল্লেখযোগ্য অবদান রেখেছে । ব্রিজেন্দ্র বলেন, পিটিআর যখন তাকে প্রথম এখানে আনা তখন বাঘহীন ছিল এই জঙ্গল ।

13 শাবকের জন্ম দেয় টি1: টি-1 পাঁচ বারে 13টি শাবকের জন্ম দিয়েছে এবং বর্তমানে পান্না টাইগার রিজার্ভে 80 টিরও বেশি বাঘ রয়েছে । টি-1 শেষবার 2016 সালে শাবকদের জন্ম দিয়েছিল । সে-ই প্রথম বাঘিনী যাকে বান্ধবগড় টাইগার রিজার্ভ থেকে 2009 সালের মার্চ মাসে প্রকল্পের অধীনে এখানে আনা হয়েছিল ৷ কারণ সেই সময়ে পিটিআর-এ কোনও বাঘ ছিল না । একটি বাঘের গড় বয়স 14 বছরের কাছাকাছি কিন্তু টি-1 তার থেকেও বেশি সময় বাঁচল বলে জানান ব্রিজেন্দ্র ৷

পান্না (মধ্যপ্রদেশ) 2 ফেব্রুয়ারি: চিরঘুমে চলে গেল বাঘিনী টি-1 (Tigress T-1 Dies)৷ সেই ছিল মধ্যপ্রদেশের পান্না টাইগার রিজার্ভের (পিটিআর) প্রথম বাঘ ৷ 13টি শাবকের জন্ম দিয়েছে সে ৷ বুধবার বন দফতরের এক আধিকারিক এই বাঘিনীর মৃত্যুর খবর জানিয়েছেন ৷ প্রায় 14 বছর আগে একটি পুনঃপ্রবর্তন প্রকল্পের অধীনে বান্ধবগড় টাইগার রিজার্ভ থেকে পান্না টাইগার রিজার্ভে (Panna Tiger Reserve) আনা হয়েছিল টি-1-কে ৷

বাঘের দেহের কাছেই পড়ে ছিল রেডিয়ো কলার: পিটিআর-এর ফিল্ড ডিরেক্টর ব্রিজেন্দ্র ঝা জানান, "একটি টহলদারি দল মঙ্গলবার সন্ধ্যায় মাদলা রেঞ্জে একটি বাঘের মৃতদেহ দেখতে পায় । বাঘের দেহের কাছেই পাওয়া যায় একটি নিষ্ক্রিয় রেডিয়ো কলার ৷ 2017 সালে টি-1-কে সেই রেডিয়ো কলার পরানো হয়েছিল ৷ বন দফতরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করেছেন । ডগ স্কোয়াডও ঘটনাস্থলে পৌঁছেছে বাঘের মৃত্যুর তদন্ত করতে ।"

ময়নাতদন্তের পর সৎকার: ওয়াইল্ডলাইফ ডক্টর ফিল্ড ডিরেক্টরের ডেপুটি ডিরেক্টর ইন্দ্রভান সিং বুন্দেলা এবং দিল্লির জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের উপস্থিতিতে বাঘের দেহ পরীক্ষা করা হয় । ভিসেরা পরীক্ষার জন্য বন্যপ্রাণী ফরেনসিক অ্যান্ড হেলথ কেন্দ্রের জবলপুরের নানাজি দেশমুখ ভেটেরিনারি কলেজ এবং স্টেট ফরেনসিক ল্যাবরেটরিতে দেহটি পাঠানো হয়েছিল । ময়নাতদন্তের পর বুধবার সকালে জাতীয় বাঘ সংরক্ষণ কর্তৃপক্ষের (এনটিসিএ) নির্দেশিকা অনুসারে দেহটির সৎকার করা হয় ৷

আরও পড়ুন: সুন্দরবনের বাঘ গুনতে ক্যামেরা বসানোর কাজ শুরু

অন্য বাঘের শিকার করা খাবার খেয়ে বেঁচে ছিল টি-1: টি-1 শেষের সময়টা কিছুদিন জন্য অন্যান্য বাঘের শিকার করা খাবার খেয়ে বেঁচে ছিল ৷ কারণ বয়সের কারণে শিকার ধরার শক্তি হারিয়ে ফেলেছিল এই বাঘিনী । সে পান্না টাইগার রিইনট্রোডাকশন প্রজেক্টের (টিআরপি) সাফল্যে খুবই উল্লেখযোগ্য অবদান রেখেছে । ব্রিজেন্দ্র বলেন, পিটিআর যখন তাকে প্রথম এখানে আনা তখন বাঘহীন ছিল এই জঙ্গল ।

13 শাবকের জন্ম দেয় টি1: টি-1 পাঁচ বারে 13টি শাবকের জন্ম দিয়েছে এবং বর্তমানে পান্না টাইগার রিজার্ভে 80 টিরও বেশি বাঘ রয়েছে । টি-1 শেষবার 2016 সালে শাবকদের জন্ম দিয়েছিল । সে-ই প্রথম বাঘিনী যাকে বান্ধবগড় টাইগার রিজার্ভ থেকে 2009 সালের মার্চ মাসে প্রকল্পের অধীনে এখানে আনা হয়েছিল ৷ কারণ সেই সময়ে পিটিআর-এ কোনও বাঘ ছিল না । একটি বাঘের গড় বয়স 14 বছরের কাছাকাছি কিন্তু টি-1 তার থেকেও বেশি সময় বাঁচল বলে জানান ব্রিজেন্দ্র ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.