ETV Bharat / bharat

Swara Backs Mahua: 'আরও জোরালো হোক ওর কণ্ঠ', 'কালী' বিতর্কে মহুয়াকে সমর্থন স্বরার - কালী বিতর্কে মহুয়াকে সমর্থন স্বরার

'কালী' বিতর্কে বিভিন্ন প্রান্তে তাঁর নামে দায়ের হওয়া এফআইআরে তিনি যে ভয় পাচ্ছেন না, এই মর্মে পালটা টুইটও করেছেন মহুয়া মৈত্র ৷ কঠিন সময় অভিনেত্রী স্বরা ভাস্করকে পাশে পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Swara Bhaskar Backs Mahua Over Her Comments On Kaali Poster Controversy) ৷

Swara Backs Mahua
'কালী' বিতর্কে মহুয়াকে সমর্থন স্বরার
author img

By

Published : Jul 6, 2022, 5:15 PM IST

Updated : Jul 6, 2022, 5:48 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: দায় ঝেড়ে ফেলেছে দল ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে 'মা কালী' নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যে ফের সোচ্চার হয়েছে বিরোধী কণ্ঠ ৷ গেরুয়া শিবির থেকে দাবি করা হচ্ছে নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠলে মহুয়া মৈত্রের ক্ষেত্রে কেন সেই দাবি উঠবে না ৷ যদিও বিরোধী শিবিরের জোরালো কণ্ঠস্বরে তিনি মোটেই শঙ্কিত নন ৷ বিভিন্ন প্রান্তে তাঁর নামে দায়ের হওয়া এফআইআরে তিনি যে ভয় পাচ্ছেন না, এই মর্মে পালটা টুইটও করেছেন মহুয়া ৷ কঠিন সময় অভিনেত্রী স্বরা ভাস্করকে পাশে পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Swara Bhaskar Backs Mahua Over Her Comments On Kaali Poster Controversy) ৷

বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় মোদি সরকারের বিরোধিতায় সুর চড়ানো অভিনেত্রী কালী বিতর্কে মহুয়া মৈত্র-র পাশে দাঁড়িয়ে এদিন একটি টুইট করেন ৷ তৃণমূল সাংসদের সমর্থনে স্বরা লেখেন, "মহুয়া মৈত্র তুমি অনবদ্য ৷ তোমার কণ্ঠ আরও জোরালো হোক ৷"

  • . @MahuaMoitra is awesome! More power to her voice! 💛

    — Swara Bhasker (@ReallySwara) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিতর্কের সূত্রপাত:

মহুয়া মৈত্রকে নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে ৷ যে বিতর্কের সূত্রপাত দক্ষিণী পরিচালক লীনা মনিমেকালাই'য়ের 'কালী' তথ্যচিত্রের পোস্টার ঘিরে ৷ যেখানে ধূমপানরত কালীকে দেখে হইচই নেটপাড়ায় ৷ সেই বিতর্কে কার্যত ইন্ধন জুগিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে মহুয়া মৈত্র জানান, মা কালীকে তিনি চেনেন মাংস ভক্ষনকারী এবং সুরাপানকারী দেবী হিসেবেই ৷ তৃণমূল সাংসদের এই মন্তব্য একশ্রেণীর ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এমনই দাবিতে মহুয়ার বিরুদ্ধে সরব বিজেপি ৷

পালটা কী বলেছেন তৃণমূল সাংসদ:

বিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বুধবার পর পর দু'টি টুইট করেছেন মহুয়া । সেখানে তিনি লিখেছেন, "বিজেপি আপনারা (প্রতিবাদ) চালিয়ে যান । আমি একজন কালী উপাসক । আমি কোনও কিছুতেই ভয় পাই না । আপনাদের অজ্ঞানতা, গুন্ডামি, পুলিশ অথবা ট্রোল কোনও কিছুতেই ভয় পাই না । সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই ।"

  • Bring it on BJP!

    Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.

    Truth doesn’t need back up forces.

    — Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে তিনি লেখেন, "জয় মা কালী, বাঙালির পূজিত এই দেবী নির্ভীক এবং অশান্ত ।" এখানেই শেষ নয় ৷ দল পাশে না-দাঁড়ানোয় এদিন টুইটারে তৃণমূলকে আনফলো করেছেন মহুয়া ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও ফলো করছেন তিনি ৷

নয়াদিল্লি, 6 জুলাই: দায় ঝেড়ে ফেলেছে দল ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে 'মা কালী' নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যে ফের সোচ্চার হয়েছে বিরোধী কণ্ঠ ৷ গেরুয়া শিবির থেকে দাবি করা হচ্ছে নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠলে মহুয়া মৈত্রের ক্ষেত্রে কেন সেই দাবি উঠবে না ৷ যদিও বিরোধী শিবিরের জোরালো কণ্ঠস্বরে তিনি মোটেই শঙ্কিত নন ৷ বিভিন্ন প্রান্তে তাঁর নামে দায়ের হওয়া এফআইআরে তিনি যে ভয় পাচ্ছেন না, এই মর্মে পালটা টুইটও করেছেন মহুয়া ৷ কঠিন সময় অভিনেত্রী স্বরা ভাস্করকে পাশে পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Swara Bhaskar Backs Mahua Over Her Comments On Kaali Poster Controversy) ৷

বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় মোদি সরকারের বিরোধিতায় সুর চড়ানো অভিনেত্রী কালী বিতর্কে মহুয়া মৈত্র-র পাশে দাঁড়িয়ে এদিন একটি টুইট করেন ৷ তৃণমূল সাংসদের সমর্থনে স্বরা লেখেন, "মহুয়া মৈত্র তুমি অনবদ্য ৷ তোমার কণ্ঠ আরও জোরালো হোক ৷"

  • . @MahuaMoitra is awesome! More power to her voice! 💛

    — Swara Bhasker (@ReallySwara) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিতর্কের সূত্রপাত:

মহুয়া মৈত্রকে নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে ৷ যে বিতর্কের সূত্রপাত দক্ষিণী পরিচালক লীনা মনিমেকালাই'য়ের 'কালী' তথ্যচিত্রের পোস্টার ঘিরে ৷ যেখানে ধূমপানরত কালীকে দেখে হইচই নেটপাড়ায় ৷ সেই বিতর্কে কার্যত ইন্ধন জুগিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে মহুয়া মৈত্র জানান, মা কালীকে তিনি চেনেন মাংস ভক্ষনকারী এবং সুরাপানকারী দেবী হিসেবেই ৷ তৃণমূল সাংসদের এই মন্তব্য একশ্রেণীর ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এমনই দাবিতে মহুয়ার বিরুদ্ধে সরব বিজেপি ৷

পালটা কী বলেছেন তৃণমূল সাংসদ:

বিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বুধবার পর পর দু'টি টুইট করেছেন মহুয়া । সেখানে তিনি লিখেছেন, "বিজেপি আপনারা (প্রতিবাদ) চালিয়ে যান । আমি একজন কালী উপাসক । আমি কোনও কিছুতেই ভয় পাই না । আপনাদের অজ্ঞানতা, গুন্ডামি, পুলিশ অথবা ট্রোল কোনও কিছুতেই ভয় পাই না । সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই ।"

  • Bring it on BJP!

    Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.

    Truth doesn’t need back up forces.

    — Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে তিনি লেখেন, "জয় মা কালী, বাঙালির পূজিত এই দেবী নির্ভীক এবং অশান্ত ।" এখানেই শেষ নয় ৷ দল পাশে না-দাঁড়ানোয় এদিন টুইটারে তৃণমূলকে আনফলো করেছেন মহুয়া ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও ফলো করছেন তিনি ৷

Last Updated : Jul 6, 2022, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.