ETV Bharat / bharat

Swara Backs Mahua: 'আরও জোরালো হোক ওর কণ্ঠ', 'কালী' বিতর্কে মহুয়াকে সমর্থন স্বরার

'কালী' বিতর্কে বিভিন্ন প্রান্তে তাঁর নামে দায়ের হওয়া এফআইআরে তিনি যে ভয় পাচ্ছেন না, এই মর্মে পালটা টুইটও করেছেন মহুয়া মৈত্র ৷ কঠিন সময় অভিনেত্রী স্বরা ভাস্করকে পাশে পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Swara Bhaskar Backs Mahua Over Her Comments On Kaali Poster Controversy) ৷

author img

By

Published : Jul 6, 2022, 5:15 PM IST

Updated : Jul 6, 2022, 5:48 PM IST

Swara Backs Mahua
'কালী' বিতর্কে মহুয়াকে সমর্থন স্বরার

নয়াদিল্লি, 6 জুলাই: দায় ঝেড়ে ফেলেছে দল ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে 'মা কালী' নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যে ফের সোচ্চার হয়েছে বিরোধী কণ্ঠ ৷ গেরুয়া শিবির থেকে দাবি করা হচ্ছে নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠলে মহুয়া মৈত্রের ক্ষেত্রে কেন সেই দাবি উঠবে না ৷ যদিও বিরোধী শিবিরের জোরালো কণ্ঠস্বরে তিনি মোটেই শঙ্কিত নন ৷ বিভিন্ন প্রান্তে তাঁর নামে দায়ের হওয়া এফআইআরে তিনি যে ভয় পাচ্ছেন না, এই মর্মে পালটা টুইটও করেছেন মহুয়া ৷ কঠিন সময় অভিনেত্রী স্বরা ভাস্করকে পাশে পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Swara Bhaskar Backs Mahua Over Her Comments On Kaali Poster Controversy) ৷

বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় মোদি সরকারের বিরোধিতায় সুর চড়ানো অভিনেত্রী কালী বিতর্কে মহুয়া মৈত্র-র পাশে দাঁড়িয়ে এদিন একটি টুইট করেন ৷ তৃণমূল সাংসদের সমর্থনে স্বরা লেখেন, "মহুয়া মৈত্র তুমি অনবদ্য ৷ তোমার কণ্ঠ আরও জোরালো হোক ৷"

  • . @MahuaMoitra is awesome! More power to her voice! 💛

    — Swara Bhasker (@ReallySwara) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিতর্কের সূত্রপাত:

মহুয়া মৈত্রকে নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে ৷ যে বিতর্কের সূত্রপাত দক্ষিণী পরিচালক লীনা মনিমেকালাই'য়ের 'কালী' তথ্যচিত্রের পোস্টার ঘিরে ৷ যেখানে ধূমপানরত কালীকে দেখে হইচই নেটপাড়ায় ৷ সেই বিতর্কে কার্যত ইন্ধন জুগিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে মহুয়া মৈত্র জানান, মা কালীকে তিনি চেনেন মাংস ভক্ষনকারী এবং সুরাপানকারী দেবী হিসেবেই ৷ তৃণমূল সাংসদের এই মন্তব্য একশ্রেণীর ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এমনই দাবিতে মহুয়ার বিরুদ্ধে সরব বিজেপি ৷

পালটা কী বলেছেন তৃণমূল সাংসদ:

বিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বুধবার পর পর দু'টি টুইট করেছেন মহুয়া । সেখানে তিনি লিখেছেন, "বিজেপি আপনারা (প্রতিবাদ) চালিয়ে যান । আমি একজন কালী উপাসক । আমি কোনও কিছুতেই ভয় পাই না । আপনাদের অজ্ঞানতা, গুন্ডামি, পুলিশ অথবা ট্রোল কোনও কিছুতেই ভয় পাই না । সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই ।"

  • Bring it on BJP!

    Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.

    Truth doesn’t need back up forces.

    — Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে তিনি লেখেন, "জয় মা কালী, বাঙালির পূজিত এই দেবী নির্ভীক এবং অশান্ত ।" এখানেই শেষ নয় ৷ দল পাশে না-দাঁড়ানোয় এদিন টুইটারে তৃণমূলকে আনফলো করেছেন মহুয়া ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও ফলো করছেন তিনি ৷

নয়াদিল্লি, 6 জুলাই: দায় ঝেড়ে ফেলেছে দল ৷ এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে 'মা কালী' নিয়ে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্যে ফের সোচ্চার হয়েছে বিরোধী কণ্ঠ ৷ গেরুয়া শিবির থেকে দাবি করা হচ্ছে নবী মহম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে নূপুর শর্মার বিরুদ্ধে গ্রেফতারির দাবি উঠলে মহুয়া মৈত্রের ক্ষেত্রে কেন সেই দাবি উঠবে না ৷ যদিও বিরোধী শিবিরের জোরালো কণ্ঠস্বরে তিনি মোটেই শঙ্কিত নন ৷ বিভিন্ন প্রান্তে তাঁর নামে দায়ের হওয়া এফআইআরে তিনি যে ভয় পাচ্ছেন না, এই মর্মে পালটা টুইটও করেছেন মহুয়া ৷ কঠিন সময় অভিনেত্রী স্বরা ভাস্করকে পাশে পেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ (Swara Bhaskar Backs Mahua Over Her Comments On Kaali Poster Controversy) ৷

বিভিন্ন ইস্যুতে বিভিন্ন সময় মোদি সরকারের বিরোধিতায় সুর চড়ানো অভিনেত্রী কালী বিতর্কে মহুয়া মৈত্র-র পাশে দাঁড়িয়ে এদিন একটি টুইট করেন ৷ তৃণমূল সাংসদের সমর্থনে স্বরা লেখেন, "মহুয়া মৈত্র তুমি অনবদ্য ৷ তোমার কণ্ঠ আরও জোরালো হোক ৷"

  • . @MahuaMoitra is awesome! More power to her voice! 💛

    — Swara Bhasker (@ReallySwara) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিতর্কের সূত্রপাত:

মহুয়া মৈত্রকে নিয়ে শোরগোল রাজ্য-রাজনীতিতে ৷ যে বিতর্কের সূত্রপাত দক্ষিণী পরিচালক লীনা মনিমেকালাই'য়ের 'কালী' তথ্যচিত্রের পোস্টার ঘিরে ৷ যেখানে ধূমপানরত কালীকে দেখে হইচই নেটপাড়ায় ৷ সেই বিতর্কে কার্যত ইন্ধন জুগিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমের কনক্লেভে মহুয়া মৈত্র জানান, মা কালীকে তিনি চেনেন মাংস ভক্ষনকারী এবং সুরাপানকারী দেবী হিসেবেই ৷ তৃণমূল সাংসদের এই মন্তব্য একশ্রেণীর ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছে এমনই দাবিতে মহুয়ার বিরুদ্ধে সরব বিজেপি ৷

পালটা কী বলেছেন তৃণমূল সাংসদ:

বিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে বুধবার পর পর দু'টি টুইট করেছেন মহুয়া । সেখানে তিনি লিখেছেন, "বিজেপি আপনারা (প্রতিবাদ) চালিয়ে যান । আমি একজন কালী উপাসক । আমি কোনও কিছুতেই ভয় পাই না । আপনাদের অজ্ঞানতা, গুন্ডামি, পুলিশ অথবা ট্রোল কোনও কিছুতেই ভয় পাই না । সত্যের জন্য কোনও সমর্থনের প্রয়োজন নেই ।"

  • Bring it on BJP!

    Am a Kali worshipper. I am not afraid of anything. Not your ignoramuses. Not your goons. Not your police. And most certainly not your trolls.

    Truth doesn’t need back up forces.

    — Mahua Moitra (@MahuaMoitra) July 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অপর টুইটে তিনি লেখেন, "জয় মা কালী, বাঙালির পূজিত এই দেবী নির্ভীক এবং অশান্ত ।" এখানেই শেষ নয় ৷ দল পাশে না-দাঁড়ানোয় এদিন টুইটারে তৃণমূলকে আনফলো করেছেন মহুয়া ৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনও ফলো করছেন তিনি ৷

Last Updated : Jul 6, 2022, 5:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.