নয়াদিল্লি, 8 ডিসেম্বর: গুজরাতে বিজেপির জয়- এই ফলাফল নিশ্চিত ধরে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ নন্দীগ্রামের বিজেপি বিধায়ক একটি টুইটে লেখেন, "গুজরাতে ইতিহাস গড়তে চলেছে বিজেপি ৷ তাই প্রধানমন্ত্রী শ্রীনরেন্দ্র মোদিকে হার্দিক শুভেচ্ছা ৷ শ্রী অমিত শাহ, শ্রী জেপি নাড্ডা, শ্রীভূপেন্দ্র প্যাটেলকেও গেরুয়া শুভেচ্ছা ৷ পরপর 7 বার বিধানসভা নির্বাচনে জিতছে বিজেপি ৷ পদ্মফুল ফুটবে ৷"
1 ও 5 ডিসেম্বর দু'দফায় ভোট হয় গুজরাতে ৷ 1998 থেকে একটানা বিজেপি শাসন কায়েম রয়েছে সৌরাষ্ট্রে ৷ 2002 সালে 182টি আসনের গুজরাত বিধানসভায় 127টিতে জয়ী হয়েছিল বিজেপি ৷ এবার বুথ ফেরত সমীক্ষা বলেছিল, মোদির দল 117 থেকে 151টি আসন পেতে চলেছে ৷ যদি তা মিলে যায়, তাহলে নিজের রেকর্ড নিজেই ভাঙবে বিজেপি ৷ 1985 সালে মাধনসিং সোলাঙ্কির নেতৃত্বে 149টি আসনে জয়ী হয়ে রেকর্ড গড়েছিল কংগ্রেস ৷ 2022 সালের লোকসভা নির্বাচনে সেই রেকর্ডও ভাঙতে পারে বিজেপি ৷ সকাল 8টা থেকে ভোটগণনা শুরু হয়েছে ৷ দুপুর দেড়টা অবধি ফলাফল তাই বলছে ৷
-
Heartiest Congratulations to Hon'ble PM Shri @narendramodi Ji for the HISTORIC MANDATE in Gujarat. Saffron Greetings to Shri @AmitShah Ji, Shri @JPNadda Ji & Shri @Bhupendrapbjp Ji for the sterling performance of @BJP4Gujarat & a record seventh consecutive term. Lotus Blooms 🪷
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Heartiest Congratulations to Hon'ble PM Shri @narendramodi Ji for the HISTORIC MANDATE in Gujarat. Saffron Greetings to Shri @AmitShah Ji, Shri @JPNadda Ji & Shri @Bhupendrapbjp Ji for the sterling performance of @BJP4Gujarat & a record seventh consecutive term. Lotus Blooms 🪷
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022Heartiest Congratulations to Hon'ble PM Shri @narendramodi Ji for the HISTORIC MANDATE in Gujarat. Saffron Greetings to Shri @AmitShah Ji, Shri @JPNadda Ji & Shri @Bhupendrapbjp Ji for the sterling performance of @BJP4Gujarat & a record seventh consecutive term. Lotus Blooms 🪷
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) December 8, 2022
আরও পড়ুন: 'গুজরাতে, হিমাচলে ভোট না থাকলে দিল্লিতে আরও ভালো করত বিজেপি', দাবি অসমের মুখ্যমন্ত্রীর
শুভেন্দুর আগে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন, "বিজেপির সামনে কেউ দাঁড়াতে পারবে না ৷ ভোট সরকারের পক্ষে গিয়েছে ৷" ঘাটলোড়িয়া কেন্দ্রে 81 শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ৷ সূত্রে জানা গিয়েছে, মোদি-রাজ্যে তিনিই দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হতে পারেন ৷ 11 অথবা 12 ডিসেম্বর দ্বিতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে ভূপেন্দ্র প্যাটেল শপথ নিতে পারেন তিনি ৷ আজ এই দুই রাজ্যে নির্বাচনের ফলাফল 2024 সালের লোকসভায় পড়তে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল ৷ গুজরাত-হিমাচলে বিজেপি জিতলে, তারা 2024-এর পরিকল্পনা নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে বলে মনে করেন সুশীলা রামস্বামী ৷ তিনি দিল্লির একটি কলেজে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ৷