ETV Bharat / bharat

Suspicious Boat in Raigad সন্দেহজনক বোটে একে 47, চোদ্দ বছর আগের স্মৃতি ফিরিয়ে লাল সতর্কতা মহারাষ্ট্রের রায়গড়ে

মহারাষ্ট্রের রায়গড় জেলায় দেখা মিলল একটি সন্দেহজনক বোটের (Suspicious Boat with AK 47) ৷ লাল সতর্কতা জারি হয়েছে জেলা জুড়ে (Suspicious Boat in Raigad) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 18, 2022, 2:35 PM IST

Updated : Aug 18, 2022, 5:10 PM IST

রায়গড়, 18 অগস্ট: আরব সাগরের পাড়ে ফিরল 14 বছর আগের ভয়াবহ 26/11 হামলার স্মৃতি ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলায় দেখা মিলল একটি সন্দেহজনক বোটের ৷ জানা গিয়েছে, ওই বোটে একে 47-ও দেখা গিয়েছে (Suspicious Boat with AK 47) ৷ তার পরেই লাল সতর্কতা জারি হয়েছে জেলা জুড়ে (Suspicious Boat in Raigad Maharashtra) ৷ ইতিমধ্যেই তৎপর হয়েছে বাণিজ্যনগরীও ৷

বৃহস্পতিবার রায়গড়ের উপকূলে একে 47 অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র-সহ একটি সন্দেহজনক বোটের দেখা মেলে । ইতিমধ্যেই অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, রায়গড়ের হরিহরেশ্বর সমুদ্র সৈকতের কাছে ওই অস্ত্রভর্তি বোটটি পাওয়া গিয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে । যে জায়গায় বোটটি পাওয়া গিয়েছে সেটি মুম্বই থেকে প্রায় 200 কিলোমিটার এবং পুনে থেকে মাত্র 170 কিলোমিটার দূরে (Security has been tightened in Maharashtra) ।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বোটটি একজন অস্ট্রেলিয়ান নাগরিকের । এটিএস ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । প্রয়োজনে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে । একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত জঙ্গিযোগের কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : আবারও উপত্যকায় জঙ্গি হামলা, অনন্তনাগে গুলিবিদ্ধ পুলিশকর্মী

রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, "আগামিকাল দহি হাণ্ডি, গণেশ পুজোর আর মাত্র 10 দিন বাকি । এই সময় বহু লোক এখানে আসে । নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ মুখ্যমন্ত্রীকে এই ঘটনার বিশেষ তদন্তের জন্য অনুরোধ করেছি ।"

রায়গড়, 18 অগস্ট: আরব সাগরের পাড়ে ফিরল 14 বছর আগের ভয়াবহ 26/11 হামলার স্মৃতি ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলায় দেখা মিলল একটি সন্দেহজনক বোটের ৷ জানা গিয়েছে, ওই বোটে একে 47-ও দেখা গিয়েছে (Suspicious Boat with AK 47) ৷ তার পরেই লাল সতর্কতা জারি হয়েছে জেলা জুড়ে (Suspicious Boat in Raigad Maharashtra) ৷ ইতিমধ্যেই তৎপর হয়েছে বাণিজ্যনগরীও ৷

বৃহস্পতিবার রায়গড়ের উপকূলে একে 47 অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র-সহ একটি সন্দেহজনক বোটের দেখা মেলে । ইতিমধ্যেই অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, রায়গড়ের হরিহরেশ্বর সমুদ্র সৈকতের কাছে ওই অস্ত্রভর্তি বোটটি পাওয়া গিয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে । যে জায়গায় বোটটি পাওয়া গিয়েছে সেটি মুম্বই থেকে প্রায় 200 কিলোমিটার এবং পুনে থেকে মাত্র 170 কিলোমিটার দূরে (Security has been tightened in Maharashtra) ।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বোটটি একজন অস্ট্রেলিয়ান নাগরিকের । এটিএস ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । প্রয়োজনে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে । একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত জঙ্গিযোগের কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : আবারও উপত্যকায় জঙ্গি হামলা, অনন্তনাগে গুলিবিদ্ধ পুলিশকর্মী

রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, "আগামিকাল দহি হাণ্ডি, গণেশ পুজোর আর মাত্র 10 দিন বাকি । এই সময় বহু লোক এখানে আসে । নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ মুখ্যমন্ত্রীকে এই ঘটনার বিশেষ তদন্তের জন্য অনুরোধ করেছি ।"

Last Updated : Aug 18, 2022, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.