ETV Bharat / bharat

Suspicious Boat in Raigad সন্দেহজনক বোটে একে 47, চোদ্দ বছর আগের স্মৃতি ফিরিয়ে লাল সতর্কতা মহারাষ্ট্রের রায়গড়ে - Suspicious Boat with AK 47

মহারাষ্ট্রের রায়গড় জেলায় দেখা মিলল একটি সন্দেহজনক বোটের (Suspicious Boat with AK 47) ৷ লাল সতর্কতা জারি হয়েছে জেলা জুড়ে (Suspicious Boat in Raigad) ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 18, 2022, 2:35 PM IST

Updated : Aug 18, 2022, 5:10 PM IST

রায়গড়, 18 অগস্ট: আরব সাগরের পাড়ে ফিরল 14 বছর আগের ভয়াবহ 26/11 হামলার স্মৃতি ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলায় দেখা মিলল একটি সন্দেহজনক বোটের ৷ জানা গিয়েছে, ওই বোটে একে 47-ও দেখা গিয়েছে (Suspicious Boat with AK 47) ৷ তার পরেই লাল সতর্কতা জারি হয়েছে জেলা জুড়ে (Suspicious Boat in Raigad Maharashtra) ৷ ইতিমধ্যেই তৎপর হয়েছে বাণিজ্যনগরীও ৷

বৃহস্পতিবার রায়গড়ের উপকূলে একে 47 অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র-সহ একটি সন্দেহজনক বোটের দেখা মেলে । ইতিমধ্যেই অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, রায়গড়ের হরিহরেশ্বর সমুদ্র সৈকতের কাছে ওই অস্ত্রভর্তি বোটটি পাওয়া গিয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে । যে জায়গায় বোটটি পাওয়া গিয়েছে সেটি মুম্বই থেকে প্রায় 200 কিলোমিটার এবং পুনে থেকে মাত্র 170 কিলোমিটার দূরে (Security has been tightened in Maharashtra) ।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বোটটি একজন অস্ট্রেলিয়ান নাগরিকের । এটিএস ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । প্রয়োজনে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে । একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত জঙ্গিযোগের কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : আবারও উপত্যকায় জঙ্গি হামলা, অনন্তনাগে গুলিবিদ্ধ পুলিশকর্মী

রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, "আগামিকাল দহি হাণ্ডি, গণেশ পুজোর আর মাত্র 10 দিন বাকি । এই সময় বহু লোক এখানে আসে । নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ মুখ্যমন্ত্রীকে এই ঘটনার বিশেষ তদন্তের জন্য অনুরোধ করেছি ।"

রায়গড়, 18 অগস্ট: আরব সাগরের পাড়ে ফিরল 14 বছর আগের ভয়াবহ 26/11 হামলার স্মৃতি ৷ মহারাষ্ট্রের রায়গড় জেলায় দেখা মিলল একটি সন্দেহজনক বোটের ৷ জানা গিয়েছে, ওই বোটে একে 47-ও দেখা গিয়েছে (Suspicious Boat with AK 47) ৷ তার পরেই লাল সতর্কতা জারি হয়েছে জেলা জুড়ে (Suspicious Boat in Raigad Maharashtra) ৷ ইতিমধ্যেই তৎপর হয়েছে বাণিজ্যনগরীও ৷

বৃহস্পতিবার রায়গড়ের উপকূলে একে 47 অ্যাসল্ট রাইফেল এবং অন্যান্য অস্ত্র-সহ একটি সন্দেহজনক বোটের দেখা মেলে । ইতিমধ্যেই অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে ৷ নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা জানিয়েছেন, রায়গড়ের হরিহরেশ্বর সমুদ্র সৈকতের কাছে ওই অস্ত্রভর্তি বোটটি পাওয়া গিয়েছে । পুলিশ বিষয়টি তদন্ত শুরু করছে । যে জায়গায় বোটটি পাওয়া গিয়েছে সেটি মুম্বই থেকে প্রায় 200 কিলোমিটার এবং পুনে থেকে মাত্র 170 কিলোমিটার দূরে (Security has been tightened in Maharashtra) ।

মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবীশ জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে, বোটটি একজন অস্ট্রেলিয়ান নাগরিকের । এটিএস ইতিমধ্যে তদন্ত শুরু করেছে । প্রয়োজনে অতিরিক্ত ফোর্সও মোতায়েন করা হবে । একই সঙ্গে তিনি জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত জঙ্গিযোগের কোনও তথ্য পাওয়া যায়নি ৷

আরও পড়ুন : আবারও উপত্যকায় জঙ্গি হামলা, অনন্তনাগে গুলিবিদ্ধ পুলিশকর্মী

রায়গড়ের বিধায়ক অদিতি তাটকরে বলেন, "আগামিকাল দহি হাণ্ডি, গণেশ পুজোর আর মাত্র 10 দিন বাকি । এই সময় বহু লোক এখানে আসে । নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ মুখ্যমন্ত্রীকে এই ঘটনার বিশেষ তদন্তের জন্য অনুরোধ করেছি ।"

Last Updated : Aug 18, 2022, 5:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.