সোলান (হিমাচল প্রদেশ),1 নভেম্বর: হাল আমলের আইফোনের কভার মালিকের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু ক্রেতার কাছে তা পৌঁছে দিতে হিমশিম খেতে হল ডেলিভারি বয়কে। ঠিকানা অনুসারে কভারটি যাওয়ার কথা স্থানীয় পাকিস্তান কলোনিতে। গত সোমবার হিমাচল প্রদেশের সোলানের বাড্ডি এলাকার এ প্রান্ত থেকে সে প্রান্ত চষে ফেলেও মিলল না পাকিস্তান কলোনির হদিশ। স্থানীয়দের প্রশ্ন করেও হল না কাজের কাজ। দায়িত্ব পালনে ব্যর্থ ডেলিভারি বয় নিজের দফতরে ফিরলেন একরাশ হতাশা আর কর্তৃপক্ষের গঞ্জনা শোনার আশঙ্কা নিয়ে।
- — Prashant Kumar (@Prashan34463261) October 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
— Prashant Kumar (@Prashan34463261) October 31, 2023
">— Prashant Kumar (@Prashan34463261) October 31, 2023
তবে ক্রেতার কাছে না পৌঁছনো এই পার্সেল পুলিশ-প্রশাসনের মধ্যে আরও অনেক বেশি ত্রাসের সঞ্চার করেছে। সরকারি তথ্য অনুসারে যে জনপদের কোনও অস্বস্তি নেই সেখান থেকে কেউ কোনও জিনিসের অর্ডার করে কী করে দিল? এই প্রশ্নই ভাবাচ্ছে পুলিশকে। তবে কে অর্ডার দিয়েছেন তা জানতে পেরেছেন তদন্তকারীরা। তাঁর সঙ্গে কথা বলা হচ্ছে। এত জায়গা থাকতে ঠিকানায় পাকিস্তান কলোনি তিনি কেন লিখলেন তা বোঝার চেষ্টা চলছে পুরোদমে।
স্থানীয়দের থেকে জানা গিয়েছে, সোমবার বাদ্দি এলাকায় আসেন ডেলিভারির কাজ করা ওই যুবক। নিজের চেষ্টায় ঠিকানার সন্ধান করতে না পেরে আশপাশের বাসিন্দা থেকে শুরু করে দোকানদার সঙ্গে কথা বলেন তিনি। কোন রাস্তা দিয়ে গেলে সহজে পাকিস্তান কলোনিতে পৌঁছে যাওয়া যাবে সেটা কেউ বলতে পারেনি। শুধু তাই নয়, এমন কোনও রাস্তা যে আদৌও আছে সেটাই জানা ছিল না স্থানীয়দের।
শেষমেশ খবর যায় পুলিশের কাছে। ডেলিভারি বয়ের সঙ্গে কথা বলা হয়। তাঁর কাছে থাকা ডেলিভারির নথি পরীক্ষা করে দেখা হয়। সেখানে একটি মোবাইল নম্বর ছিল। তাতেও যোগাযোগ করার চেষ্টা করে পুলিশ। এখানেও সঙ্গী ব্যর্থতা। আরও অন্য কয়েকটি সূত্রে ধরে তদন্ত চলার পর এক তরুণের খোঁজ পায় পুলিশ। তিনি আইফোনের অর্ডার দেওয়ার বিষয়টি জানান। এবার তাঁর থেকেই 'পাকিস্তান কলোনি'র রহস্য জানতে চান তদন্তকারীরা।
আরও পড়ুন: সোলানে স্বামীকে গাছে বেঁধে শিলিগুড়ির মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার 3