সাগর (মধ্যপ্রদেশ), 4 জানুয়ারি: দল তাঁকে আগেই সাসপেন্ড করেছিল ৷ এবার সাসপেন্ড হওয়া সেই বিজেপি নেতার (Suspended BJP Leader) বেআইনি হোটেলটিও ভেঙে গুঁড়িয়ে দিল (Illegal Hotel Demolish) সংশ্লিষ্ট জেলা প্রশাসন ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর (Sagar) এলাকায় ৷ ওই বিজেপি নেতার নাম মিশরি চাঁদ গুপ্তা (Mishri Chand Gupta) ৷ জগদীশ যাদব নামে এক ব্যক্তির খুনের (Jagdish Yadav Murder Case) ঘটনায় তাঁর নাম জড়ানোর পর থেকেই ক্ষেপে উঠেছে জনতা ৷ আর তার জেরেই তড়িঘড়ি এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷
-
#WATCH | MP | Police razed illegal hotel of suspended BJP leader Mishri Chand Gupta after public protest over Jagdish Yadav murder case in Sagar
— ANI (@ANI) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
"There has been no loss of any kind. Only the building was demolished," said Collector Deepak Arya (03.01) pic.twitter.com/VsAbVhRGi8
">#WATCH | MP | Police razed illegal hotel of suspended BJP leader Mishri Chand Gupta after public protest over Jagdish Yadav murder case in Sagar
— ANI (@ANI) January 4, 2023
"There has been no loss of any kind. Only the building was demolished," said Collector Deepak Arya (03.01) pic.twitter.com/VsAbVhRGi8#WATCH | MP | Police razed illegal hotel of suspended BJP leader Mishri Chand Gupta after public protest over Jagdish Yadav murder case in Sagar
— ANI (@ANI) January 4, 2023
"There has been no loss of any kind. Only the building was demolished," said Collector Deepak Arya (03.01) pic.twitter.com/VsAbVhRGi8
গত 22 ডিসেম্বর মৃত্যু হয় জগদীশ যাদবের ৷ অভিযোগ, মিশরি চাঁদের ব্যক্তিগত গাড়ির ধাক্কাতেই প্রাণ হারাতে হয়েছে তাঁকে ৷ এমনকী, বিজেপি নেতার বিরুদ্ধেই ওই ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সূত্রের দাবি, এত দিন সাগরে মিশরি চাঁদের মালিকানায় একটি পেল্লায় হোটেল চালানো হত ৷ এখন শোনা যাচ্ছে, সেটি বেআইনি ৷ তাই, জগদীশের মৃত্যুর পর প্রবল জনরোষের মুখে সেই হোটেলটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ৷ মঙ্গলবার বিকেলে 60টি ডিনামাইটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে এই কাজ করা হয় ৷ এর জন্য ইন্দোর থেকে বিশেষজ্ঞদের একটি দল সাগরে এসেছিল ৷ হোটেলের বহুতল ভবনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কার্যত ধুলোয় মিশে যায় ৷
আরও পড়ুন: দিল্লিতে যুবতীকে কুপিয়ে খুনের চেষ্টায় গ্রেফতার বন্ধু, সামনে এল সিসিটিভি ফুটেজ
হোটেলটি ভাঙার সময় সাগরের জেলাশাসক দীপক আর্য্য, ডিআইজি তরুণ নায়ক-সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, সাগরের মাকারোনিয়া এলাকার কাছাকাছি অবস্থিত ছিল হোটেল জায়রাম প্যালেস (Hotel Jairam Palace) ৷ আর সেই হোটেলের কোনও অস্তিত্ব থাকল না ৷ এই প্রসঙ্গে জেলাশাসক দীপক আর্য্য সংবাদমাধ্যমকে বলেন, "যে মুহূর্তে ওই হোটেলটি ভাঙা হচ্ছিল, সেই সময় নিরাপত্তার স্বার্থে ওই পথে যানচলাচল বন্ধ রাখা হয় ৷ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা ৷"
প্রসঙ্গত, গত 22 ডিসেম্বর জগদীশের মৃত্যুর পরই সেই ঘটনা নিয়ে সরব হন তাঁর পরিবারের সদস্যরা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তবে, মূল অভিযুক্ত মিশরি চাঁদ গুপ্তার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ উল্লেখ্য, প্রয়াত জগদীশ যাদব এলাকার নির্দল কাউন্সিলর কিরণ যাদবের আত্মীয় ৷ গত পৌরনির্বাচনে এই কিরণের কাছেই 83 ভোটে পরাস্ত হতে হয়েছিল মিশরি চাঁদ গুপ্তার স্ত্রী মিনা গুপ্তাকে ৷