ETV Bharat / bharat

Illegal Hotel Demolish: সাসপেন্ডেড বিজেপি নেতার বেআইনি হোটেল গুঁড়িয়ে দিল প্রশাসন - জগদীশ যাদব খুন

সাসপেন্ড হওয়া এক বিজেপি নেতার (Suspended BJP Leader) বেআইনি হোটেল ভেঙে গুঁড়িয়ে দিল (Illegal Hotel Demolish) স্থানীয় জেলা প্রশাসন ৷ মঙ্গলবার সন্ধেয় ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগরে (Sagar) ৷

Suspended BJP Leader Illegal Hotel Demolish by District Administration in Sagar of Madhya Pradesh
হোটেলের আগের ও পরের অবস্থা ৷
author img

By

Published : Jan 4, 2023, 4:59 PM IST

সাগর (মধ্যপ্রদেশ), 4 জানুয়ারি: দল তাঁকে আগেই সাসপেন্ড করেছিল ৷ এবার সাসপেন্ড হওয়া সেই বিজেপি নেতার (Suspended BJP Leader) বেআইনি হোটেলটিও ভেঙে গুঁড়িয়ে দিল (Illegal Hotel Demolish) সংশ্লিষ্ট জেলা প্রশাসন ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর (Sagar) এলাকায় ৷ ওই বিজেপি নেতার নাম মিশরি চাঁদ গুপ্তা (Mishri Chand Gupta) ৷ জগদীশ যাদব নামে এক ব্যক্তির খুনের (Jagdish Yadav Murder Case) ঘটনায় তাঁর নাম জড়ানোর পর থেকেই ক্ষেপে উঠেছে জনতা ৷ আর তার জেরেই তড়িঘড়ি এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

  • #WATCH | MP | Police razed illegal hotel of suspended BJP leader Mishri Chand Gupta after public protest over Jagdish Yadav murder case in Sagar

    "There has been no loss of any kind. Only the building was demolished," said Collector Deepak Arya (03.01) pic.twitter.com/VsAbVhRGi8

    — ANI (@ANI) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 22 ডিসেম্বর মৃত্যু হয় জগদীশ যাদবের ৷ অভিযোগ, মিশরি চাঁদের ব্যক্তিগত গাড়ির ধাক্কাতেই প্রাণ হারাতে হয়েছে তাঁকে ৷ এমনকী, বিজেপি নেতার বিরুদ্ধেই ওই ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সূত্রের দাবি, এত দিন সাগরে মিশরি চাঁদের মালিকানায় একটি পেল্লায় হোটেল চালানো হত ৷ এখন শোনা যাচ্ছে, সেটি বেআইনি ৷ তাই, জগদীশের মৃত্যুর পর প্রবল জনরোষের মুখে সেই হোটেলটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ৷ মঙ্গলবার বিকেলে 60টি ডিনামাইটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে এই কাজ করা হয় ৷ এর জন্য ইন্দোর থেকে বিশেষজ্ঞদের একটি দল সাগরে এসেছিল ৷ হোটেলের বহুতল ভবনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কার্যত ধুলোয় মিশে যায় ৷

আরও পড়ুন: দিল্লিতে যুবতীকে কুপিয়ে খুনের চেষ্টায় গ্রেফতার বন্ধু, সামনে এল সিসিটিভি ফুটেজ

হোটেলটি ভাঙার সময় সাগরের জেলাশাসক দীপক আর্য্য, ডিআইজি তরুণ নায়ক-সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, সাগরের মাকারোনিয়া এলাকার কাছাকাছি অবস্থিত ছিল হোটেল জায়রাম প্যালেস (Hotel Jairam Palace) ৷ আর সেই হোটেলের কোনও অস্তিত্ব থাকল না ৷ এই প্রসঙ্গে জেলাশাসক দীপক আর্য্য সংবাদমাধ্যমকে বলেন, "যে মুহূর্তে ওই হোটেলটি ভাঙা হচ্ছিল, সেই সময় নিরাপত্তার স্বার্থে ওই পথে যানচলাচল বন্ধ রাখা হয় ৷ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা ৷"

প্রসঙ্গত, গত 22 ডিসেম্বর জগদীশের মৃত্যুর পরই সেই ঘটনা নিয়ে সরব হন তাঁর পরিবারের সদস্যরা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তবে, মূল অভিযুক্ত মিশরি চাঁদ গুপ্তার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ উল্লেখ্য, প্রয়াত জগদীশ যাদব এলাকার নির্দল কাউন্সিলর কিরণ যাদবের আত্মীয় ৷ গত পৌরনির্বাচনে এই কিরণের কাছেই 83 ভোটে পরাস্ত হতে হয়েছিল মিশরি চাঁদ গুপ্তার স্ত্রী মিনা গুপ্তাকে ৷

সাগর (মধ্যপ্রদেশ), 4 জানুয়ারি: দল তাঁকে আগেই সাসপেন্ড করেছিল ৷ এবার সাসপেন্ড হওয়া সেই বিজেপি নেতার (Suspended BJP Leader) বেআইনি হোটেলটিও ভেঙে গুঁড়িয়ে দিল (Illegal Hotel Demolish) সংশ্লিষ্ট জেলা প্রশাসন ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাগর (Sagar) এলাকায় ৷ ওই বিজেপি নেতার নাম মিশরি চাঁদ গুপ্তা (Mishri Chand Gupta) ৷ জগদীশ যাদব নামে এক ব্যক্তির খুনের (Jagdish Yadav Murder Case) ঘটনায় তাঁর নাম জড়ানোর পর থেকেই ক্ষেপে উঠেছে জনতা ৷ আর তার জেরেই তড়িঘড়ি এই পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে ৷

  • #WATCH | MP | Police razed illegal hotel of suspended BJP leader Mishri Chand Gupta after public protest over Jagdish Yadav murder case in Sagar

    "There has been no loss of any kind. Only the building was demolished," said Collector Deepak Arya (03.01) pic.twitter.com/VsAbVhRGi8

    — ANI (@ANI) January 4, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত 22 ডিসেম্বর মৃত্যু হয় জগদীশ যাদবের ৷ অভিযোগ, মিশরি চাঁদের ব্যক্তিগত গাড়ির ধাক্কাতেই প্রাণ হারাতে হয়েছে তাঁকে ৷ এমনকী, বিজেপি নেতার বিরুদ্ধেই ওই ব্যক্তির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ সূত্রের দাবি, এত দিন সাগরে মিশরি চাঁদের মালিকানায় একটি পেল্লায় হোটেল চালানো হত ৷ এখন শোনা যাচ্ছে, সেটি বেআইনি ৷ তাই, জগদীশের মৃত্যুর পর প্রবল জনরোষের মুখে সেই হোটেলটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ৷ মঙ্গলবার বিকেলে 60টি ডিনামাইটের সাহায্যে বিস্ফোরণ ঘটিয়ে এই কাজ করা হয় ৷ এর জন্য ইন্দোর থেকে বিশেষজ্ঞদের একটি দল সাগরে এসেছিল ৷ হোটেলের বহুতল ভবনটি মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কার্যত ধুলোয় মিশে যায় ৷

আরও পড়ুন: দিল্লিতে যুবতীকে কুপিয়ে খুনের চেষ্টায় গ্রেফতার বন্ধু, সামনে এল সিসিটিভি ফুটেজ

হোটেলটি ভাঙার সময় সাগরের জেলাশাসক দীপক আর্য্য, ডিআইজি তরুণ নায়ক-সহ অন্য উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, সাগরের মাকারোনিয়া এলাকার কাছাকাছি অবস্থিত ছিল হোটেল জায়রাম প্যালেস (Hotel Jairam Palace) ৷ আর সেই হোটেলের কোনও অস্তিত্ব থাকল না ৷ এই প্রসঙ্গে জেলাশাসক দীপক আর্য্য সংবাদমাধ্যমকে বলেন, "যে মুহূর্তে ওই হোটেলটি ভাঙা হচ্ছিল, সেই সময় নিরাপত্তার স্বার্থে ওই পথে যানচলাচল বন্ধ রাখা হয় ৷ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় গোটা এলাকা ৷"

প্রসঙ্গত, গত 22 ডিসেম্বর জগদীশের মৃত্যুর পরই সেই ঘটনা নিয়ে সরব হন তাঁর পরিবারের সদস্যরা ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত মোট আটজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ ৷ তাঁদের মধ্যে পাঁচজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৷ তবে, মূল অভিযুক্ত মিশরি চাঁদ গুপ্তার এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ উল্লেখ্য, প্রয়াত জগদীশ যাদব এলাকার নির্দল কাউন্সিলর কিরণ যাদবের আত্মীয় ৷ গত পৌরনির্বাচনে এই কিরণের কাছেই 83 ভোটে পরাস্ত হতে হয়েছিল মিশরি চাঁদ গুপ্তার স্ত্রী মিনা গুপ্তাকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.