ETV Bharat / bharat

50-Hour Parliament Protest: সংসদের গেটে মশারিতে রাত জাগলেন সাংসদরা, 50 ঘণ্টার পথে ধরনা - Suspended 27 MPs spent night at entrance of the Parliament

50 ঘণ্টার একটানা ধরনা চলছে ৷ কখনও খোলা আকাশের নীচে তো কখনও সংসদের প্রবেশপথে ৷ নিজেদের দাবিতে অটল সাসপেন্ড হওয়া বিরোধী সাংসদেরা এভাবেই দিন-রাত কাটিয়ে যাচ্ছেন ৷ আজ (50 Hours Parliament Protest) ?

Suspended MPs at Parliament Entrance
সংসদের গেটে ধরনায় সাংসদেরা
author img

By

Published : Jul 29, 2022, 11:38 AM IST

Updated : Jul 29, 2022, 1:03 PM IST

নয়াদিল্লি, 29 জুলাই: গান্ধিমূর্তির পাদদেশ থেকে সংসদের প্রবেশপথ ৷ 50 ঘণ্টার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাসপেন্ড হওয়া 23 জন রাজ্যসভার সাংসদ এবং 4 জন লোকসভার সাংসদ ৷ চলতি বাদল অধিবেশনে তাঁদের সাসপেন্ড করা হয়েছে ৷ 4 জন লোকসভা সাংসদ গোটা অধিবেশন থেকেই বাদ ৷ বাকিদের সময়সীমা 1 সপ্তাহ (Suspended 27 MPs spent night at entrance of the Parliament for its 50 hour protest) ৷ এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, সাসপেন্ড হওয়া সাংসদরা যদি ক্ষমা চেয়ে নেন তাহলে তাঁদের অধিবেশনে ফিরিয়ে নেওয়া হতে পারে ৷ তবে সাংসদরা সাফ জানিয়েছেন তাঁরা ক্ষমা চাইবেন না ৷

বুধবার প্রথমে 5 জন সাংসদ ধরনায় বসার কথা ঘোষণা করেছিলেন ৷ পরে আরও সাসপেন্ড হওয়া সাংসদেরা তাঁদের সঙ্গে যোগ দেন ৷ বিক্ষোভের প্রথম রাতটা খোলা আকাশের নীচেই কাটিয়েছেন মোদি-বিরোধী সদস্যরা ৷ আরও বহু সমব্যথী সাংসদের হাত ধরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

  • #Parliament 29 July 6 a.m.
    Pic taken at dharna site @ entrance

    Non stop day-night 50 hr dharna still on. About 6 hours to go

    Revoke suspension of 27 MPs suspended for seeking a discussion on #PriceRise

    Opposition fighting to save sanctity of Parliament from dictators pic.twitter.com/EfBNKM4QjL

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

29 জুলাই, তখন ঘড়ির কাঁটায় রাত 1টা ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Trinamool MP Derek O'Brien) একটি টুইট করে সাংসদদের রাত কাটানোর ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ মৌসম নূর, সুস্মিতা দেব বসে রয়েছেন ৷ আরও কয়েকজন সাংসদ গেটের কাছে আলোর নীচে মশারি খাটিয়ে শুয়ে পড়েছেন অথবা প্রস্তুতি নিচ্ছেন ৷ রাজ্যসভার সাংসদ ব্রায়েন টুইট করে আর্জি জানান, "আপডেট ৷ এখন সকাল 1টা, 29 জুলাই ৷ সংসদের ধরনাস্থলের ছবি ৷ 50 ঘণ্টার লাগাতার ধরনা চলছে ৷ আরও 12 ঘণ্টা বাকি আছে ৷ 27 জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হোক, যাঁরা মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন ৷"

আরও পড়ুন: সাসপেন্ড হওয়ার প্রতিবাদ, 50 ঘণ্টার ধরনায় গান্ধিমূর্তির পাদদেশে একজোট বিরোধী সাংসদরা

মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে শুরু হওয়া 50 ঘণ্টার লাগাতার ধরনা আজ দুপুর 12টা নাগাদ শেষ হওয়ার কথা ৷ এক নেতা বলেন, "2014 সালে নরেন্দ্র মোদি প্রথম সংসদে এসেছিলেন ৷ আমরা সেদিন তাঁর করা প্রতিশ্রুতি তাঁকে মনে করিয়ে দিতে চাই ৷" ভারী বৃষ্টিতে সংসদের প্রবেশ পথে সরে আসেন ধরনাকারীরা ৷

  • Update. It’s one in the morning. #Parliament 29 July
    Pic from dharna site.

    Non stop day-night 50 hr dharna still on. 12 hours to go.

    Revoke suspension of 27 MPs who were suspended for seeking a discussion on #PriceRise pic.twitter.com/utHbEn1oOx

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধরনার রাতে সংসদের বাইরে ছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং, তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন, দোলা সেন, আবীর রঞ্জন বিশ্বাস, ডেরেক ও'ব্রায়েন, টিআরএস-এর রবিচন্দ্র ভাদ্দিরাজু ৷ এছাড়া ডিএমকে এবং বামদলগুলির সাংসদেরাও সামিল হয়েছিলেন ৷

গতকাল রাতে ধরনায় বসা সাংসদের জন্য ডিএমকের তরফে দুপুরে ইডলি এবং তৃণমূল কংগ্রেসের ফিশ ফ্রাই আর তন্দুরি চিকেনের বন্দোবস্ত করেছিল ৷ এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে ৷

নয়াদিল্লি, 29 জুলাই: গান্ধিমূর্তির পাদদেশ থেকে সংসদের প্রবেশপথ ৷ 50 ঘণ্টার বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন সাসপেন্ড হওয়া 23 জন রাজ্যসভার সাংসদ এবং 4 জন লোকসভার সাংসদ ৷ চলতি বাদল অধিবেশনে তাঁদের সাসপেন্ড করা হয়েছে ৷ 4 জন লোকসভা সাংসদ গোটা অধিবেশন থেকেই বাদ ৷ বাকিদের সময়সীমা 1 সপ্তাহ (Suspended 27 MPs spent night at entrance of the Parliament for its 50 hour protest) ৷ এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি বলেছেন, সাসপেন্ড হওয়া সাংসদরা যদি ক্ষমা চেয়ে নেন তাহলে তাঁদের অধিবেশনে ফিরিয়ে নেওয়া হতে পারে ৷ তবে সাংসদরা সাফ জানিয়েছেন তাঁরা ক্ষমা চাইবেন না ৷

বুধবার প্রথমে 5 জন সাংসদ ধরনায় বসার কথা ঘোষণা করেছিলেন ৷ পরে আরও সাসপেন্ড হওয়া সাংসদেরা তাঁদের সঙ্গে যোগ দেন ৷ বিক্ষোভের প্রথম রাতটা খোলা আকাশের নীচেই কাটিয়েছেন মোদি-বিরোধী সদস্যরা ৷ আরও বহু সমব্যথী সাংসদের হাত ধরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷

  • #Parliament 29 July 6 a.m.
    Pic taken at dharna site @ entrance

    Non stop day-night 50 hr dharna still on. About 6 hours to go

    Revoke suspension of 27 MPs suspended for seeking a discussion on #PriceRise

    Opposition fighting to save sanctity of Parliament from dictators pic.twitter.com/EfBNKM4QjL

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 29, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

29 জুলাই, তখন ঘড়ির কাঁটায় রাত 1টা ৷ তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Trinamool MP Derek O'Brien) একটি টুইট করে সাংসদদের রাত কাটানোর ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ মৌসম নূর, সুস্মিতা দেব বসে রয়েছেন ৷ আরও কয়েকজন সাংসদ গেটের কাছে আলোর নীচে মশারি খাটিয়ে শুয়ে পড়েছেন অথবা প্রস্তুতি নিচ্ছেন ৷ রাজ্যসভার সাংসদ ব্রায়েন টুইট করে আর্জি জানান, "আপডেট ৷ এখন সকাল 1টা, 29 জুলাই ৷ সংসদের ধরনাস্থলের ছবি ৷ 50 ঘণ্টার লাগাতার ধরনা চলছে ৷ আরও 12 ঘণ্টা বাকি আছে ৷ 27 জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার করা হোক, যাঁরা মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন ৷"

আরও পড়ুন: সাসপেন্ড হওয়ার প্রতিবাদ, 50 ঘণ্টার ধরনায় গান্ধিমূর্তির পাদদেশে একজোট বিরোধী সাংসদরা

মহাত্মা গান্ধির মূর্তির পাদদেশে শুরু হওয়া 50 ঘণ্টার লাগাতার ধরনা আজ দুপুর 12টা নাগাদ শেষ হওয়ার কথা ৷ এক নেতা বলেন, "2014 সালে নরেন্দ্র মোদি প্রথম সংসদে এসেছিলেন ৷ আমরা সেদিন তাঁর করা প্রতিশ্রুতি তাঁকে মনে করিয়ে দিতে চাই ৷" ভারী বৃষ্টিতে সংসদের প্রবেশ পথে সরে আসেন ধরনাকারীরা ৷

  • Update. It’s one in the morning. #Parliament 29 July
    Pic from dharna site.

    Non stop day-night 50 hr dharna still on. 12 hours to go.

    Revoke suspension of 27 MPs who were suspended for seeking a discussion on #PriceRise pic.twitter.com/utHbEn1oOx

    — Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) July 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ধরনার রাতে সংসদের বাইরে ছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং, তৃণমূল কংগ্রেসের শান্তনু সেন, দোলা সেন, আবীর রঞ্জন বিশ্বাস, ডেরেক ও'ব্রায়েন, টিআরএস-এর রবিচন্দ্র ভাদ্দিরাজু ৷ এছাড়া ডিএমকে এবং বামদলগুলির সাংসদেরাও সামিল হয়েছিলেন ৷

গতকাল রাতে ধরনায় বসা সাংসদের জন্য ডিএমকের তরফে দুপুরে ইডলি এবং তৃণমূল কংগ্রেসের ফিশ ফ্রাই আর তন্দুরি চিকেনের বন্দোবস্ত করেছিল ৷ এ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে ৷

Last Updated : Jul 29, 2022, 1:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.