জেরুজালেম, 24 ডিসেম্বর: ভারতে যাওয়া পর্যটক ও অন্যদের জন্য বিশেষ সতর্কতা জারি কর ইজরায়েল। দিল্লিতে ইজরায়েলের দূতাবাসের কাছে মঙ্গলবার বিকেলে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। সেটিকে জঙ্গি হানা বলেই সন্দেহ করছে ইজরায়েল। আর তার জেরেই এই সতর্কবার্তা জারি করা হয়েছে। জারি হওয়া নির্দেশিকায় ইজরায়েলের নাগরিকদের ভিড় আছে এমন জায়গা এড়িয়ে চলতে বলা হয়েছে। পাশাপাশি, রেস্তোরাঁ থেকে শুরু করে শপিংমল এবং সিনেমা হলের মতো জায়গায় গেলে সতর্ক থাকতে বলা হয়েছে।
দিল্লির চাণক্যপুরী এলাকায় বিভিন্ন দেশের দূতাবাস আছে। তার জেরে সেখানে নিরাপত্তা ব্যবস্থাও বেশ জোরদার। এখানেই ইজরায়েলের দূতাবাস। তার কাছে মঙ্গলবার বিকেল 5টা 48 মিনিট নাগাদ একটি লঘুমাত্রার বিস্ফোরণ হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে বিষয়টিকে সহজে নিচ্ছে না ইজরায়েল। তাদের অনুমান, এই হামলার নেপথ্যে কোনও জঙ্গি সংগঠনের সরাসরি হাত আছে। আর তাই এই ইজরায়েলের নাগরিকদের জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। ইজরায়েলের দূতাবাসের মুখপাত্র গাই নির বলেন, "5টা 48 মিনিট নাগাদ দূতাবাসের খুব কাছে একটি বিস্ফোরণ হয়। দিল্লি পুলিশ-সহ নিরাপত্তার দায়িত্বে থাকা বাহিনী হামলার তদন্ত করছে।"
জেরুজালেমের তরফে জারি হওয়া বিস্তারিত পূর্বাভাসে আরও কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, আপাতত প্রকাশ্যে ইজরায়েলের প্রতীক ব্যবহার করার দরকার নেই। তাছাড়া নিরাপত্তা নিয়ে সামান্য প্রশ্নও আছে এমন কোনও অনুষ্ঠানে না-যাওয়াই ভালো বলে মনে করে ইজরায়েল। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় কারও সঙ্গে বিতণ্ডায় না জড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে কোথাও বেড়াতে বা কাজে গেলে সেই সংক্রান্ত তথ্য সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় না জানাতেও বলা হয়েছে।
আরও পড়ুন: