ETV Bharat / bharat

গবাদিপশু চোর সন্দেহে উত্তেজিত জনতার হাতে খুন 3 - গবাদিপশু চোর সন্দেহে ক্ষিপ্ত জনতার হাতে খুন তিন

ত্রিপুরার খোয়াই জেলায় তিন যুবককে গবাদিপশু চোর সন্দেহে কুপিয়ে খুন ৷ খুনের অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে । উত্তর মহারানিপুর এলাকায় একের পর এক গবাদিপশু চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে কার্যত ক্ষোভের সৃষ্টি করে ।

গবাদিপশু চোর সন্দেহে উত্তেজিত জনতার হাতে খুন তিন
গবাদিপশু চোর সন্দেহে উত্তেজিত জনতার হাতে খুন তিন
author img

By

Published : Jun 21, 2021, 11:21 AM IST

আগরতলা, 21 জুন : রবিবার ত্রিপুরার খোয়াই জেলায় তিন যুবককে গবাদিপশু চোর সন্দেহে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উত্তর মহারানিপুর এলাকায় ৷ এই এলাকা উপজাতি স্বায়ত্তশাসিত অঞ্চল ৷ সেই এলাকায় একের পর এক গবাদিপশু চুরির ঘটনা স্থানীয়দের মধ্যে কার্যত ক্ষোভের সৃষ্টি করেছে ৷

উত্তেজিত জনতার রোষে পড়ে নিহত হন জাহেদ হোসেন (28), বিল্লাল মিঞা (30) এবং সাইফুল ইসলাম (18) ৷ এরা সবাই সিপাহিজালা জেলার সোনামুড়া মহকুমা এলাকার বাসিন্দা।

এলাকায় একাধিকবার গবাদিপশু চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। রবিবার স্থানীয়রা ওই তিন অজ্ঞাতপরিচয় যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে। ওই তিন যুবকের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে আহত যুবকদের জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে ওই তিনজনের কাউকেই বাঁচানো যাযনি ৷

আগরতলা, 21 জুন : রবিবার ত্রিপুরার খোয়াই জেলায় তিন যুবককে গবাদিপশু চোর সন্দেহে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠল উত্তেজিত জনতার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে ত্রিপুরার উত্তর মহারানিপুর এলাকায় ৷ এই এলাকা উপজাতি স্বায়ত্তশাসিত অঞ্চল ৷ সেই এলাকায় একের পর এক গবাদিপশু চুরির ঘটনা স্থানীয়দের মধ্যে কার্যত ক্ষোভের সৃষ্টি করেছে ৷

উত্তেজিত জনতার রোষে পড়ে নিহত হন জাহেদ হোসেন (28), বিল্লাল মিঞা (30) এবং সাইফুল ইসলাম (18) ৷ এরা সবাই সিপাহিজালা জেলার সোনামুড়া মহকুমা এলাকার বাসিন্দা।

এলাকায় একাধিকবার গবাদিপশু চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। রবিবার স্থানীয়রা ওই তিন অজ্ঞাতপরিচয় যুবককে এলাকায় সন্দেহজনকভাবে ঘুরতে দেখে। ওই তিন যুবকের উপর চড়াও হয়ে ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে আহত যুবকদের জিবিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তবে ওই তিনজনের কাউকেই বাঁচানো যাযনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.