ETV Bharat / bharat

Suryanagari Express Derailed: রাজস্থানে লাইনচ্যূত সূর্যনগরী এক্সপ্রেসের 11টি বগি, চালু হেল্পলাইন - সূর্যনগরী এক্সপ্রেস

লাইনচ্যূত সূর্যনগরী এক্সপ্রেসের 11টি বগি । বান্দ্রা টার্মিনাস থেকে যোধপুরগামী ট্রেনটি সোমবার ভোররাতে দুর্ঘটনার কবলে পড়ে (Suryanagari Express derailed near Pali) । এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর না-পাওয়া গেলেও একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jan 2, 2023, 7:33 AM IST

Updated : Jan 2, 2023, 1:12 PM IST

পালি (রাজস্থান), 2 জানুয়ারি: বছরের দ্বিতীয় দিনেই দুর্ঘটনা । রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ল সূর্যনগরী এক্সপ্রেস (Suryanagari Express) । সোমবার ভোররাতে রাজস্থানের পালির কাছে বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয় (Suryanagari Express derailed near Rajasthans Pali) । এখনও পর্যন্ত ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি । তবে, ঘটনার পরেই একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল ।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোররাতে ওই দুর্ঘটনায় ট্রেনের 11টি বগি লাইনচ্যূত হয় । তার মধ্যে 8টি স্লিপার ক্লাসের বগি । আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে । কারণ এখনও পর্যন্ত অজানা । তদন্ত করে দেখা হচ্ছে ঠিক কী কারণে সূর্যনগরী এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ল ।

উত্তর পশ্চিম রেলওয়ের সিপিআরও সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যোধপুর বিভাগের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনের মধ্যে ট্রেনটি আজ সকাল 3.27 টায় লাইনচ্যূত হয়েছে । এক যাত্রী বলেন, “মারওয়ার জংশন থেকে ছাড়ার 5 মিনিটের মধ্যে ট্রেনের ভিতরে একটি কম্পনের শব্দ শোনা গিয়েছিল । 2-3 মিনিট পর ট্রেনটি থামে । নিচে নেমে দেখি যে অন্তত 8টি স্লিপার ক্লাস কোচ ট্র্যাকের বাইরে । 15-20 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছয় । যোধপুর থেকে উদ্ধারকারী ট্রেনও এসেছে (Suryanagari Express Derailed near Rajasthan) ।"

আরও পড়ুন: মোদির সাধের বন্দে ভারতে ষাঁড়ের ধাক্কা, 15 মিনিট থমকে ট্রেন

অন্যদিকে, সূর্যনগরী এক্সপ্রেস (Suryanagari Express) লাইনচ্যুত হওয়ার কারণে রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশন ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে । উত্তর পশ্চিম রেলওয়ে (NWR) জানিয়েছে, সূর্যনগরী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে 4টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে । আরেকটি ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে । আরও অন্তত 6টি ট্রেনের রুট বদলানো হতে পারে বলে খবর ।

আরও পড়ুন: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় দোষী সাব্যস্ত 8 রেলকর্মী

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর না-আসলেও অনেকেই আহত হয়েছেন । ঘটনার সঙ্গে সঙ্গেই সহায়তার জন্য ওই ট্রেনের সমস্ত বোর্ডিং স্টেশনে হেল্প ডেস্ক করা হয়েছে ৷ একই সঙ্গে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর না-পাওয়া গেলেও একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল । যাত্রী এবং তাঁদের পরিবার যেকোনও তথ্যের জন্য 138 এবং 1072 নম্বরে যোগাযোগ করতে পারেন ।

পালি (রাজস্থান), 2 জানুয়ারি: বছরের দ্বিতীয় দিনেই দুর্ঘটনা । রাজস্থানে দুর্ঘটনার কবলে পড়ল সূর্যনগরী এক্সপ্রেস (Suryanagari Express) । সোমবার ভোররাতে রাজস্থানের পালির কাছে বান্দ্রা টার্মিনাস-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস ট্রেনের 11টি বগি লাইনচ্যুত হয় (Suryanagari Express derailed near Rajasthans Pali) । এখনও পর্যন্ত ঘটনায় কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি । তবে, ঘটনার পরেই একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল ।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোররাতে ওই দুর্ঘটনায় ট্রেনের 11টি বগি লাইনচ্যূত হয় । তার মধ্যে 8টি স্লিপার ক্লাসের বগি । আহত যাত্রীদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে । কারণ এখনও পর্যন্ত অজানা । তদন্ত করে দেখা হচ্ছে ঠিক কী কারণে সূর্যনগরী এক্সপ্রেস দুর্ঘটনায় পড়ল ।

উত্তর পশ্চিম রেলওয়ের সিপিআরও সংবাদ সংস্থাকে জানিয়েছেন, যোধপুর বিভাগের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনের মধ্যে ট্রেনটি আজ সকাল 3.27 টায় লাইনচ্যূত হয়েছে । এক যাত্রী বলেন, “মারওয়ার জংশন থেকে ছাড়ার 5 মিনিটের মধ্যে ট্রেনের ভিতরে একটি কম্পনের শব্দ শোনা গিয়েছিল । 2-3 মিনিট পর ট্রেনটি থামে । নিচে নেমে দেখি যে অন্তত 8টি স্লিপার ক্লাস কোচ ট্র্যাকের বাইরে । 15-20 মিনিটের মধ্যে অ্যাম্বুলেন্স এসে পৌঁছয় । যোধপুর থেকে উদ্ধারকারী ট্রেনও এসেছে (Suryanagari Express Derailed near Rajasthan) ।"

আরও পড়ুন: মোদির সাধের বন্দে ভারতে ষাঁড়ের ধাক্কা, 15 মিনিট থমকে ট্রেন

অন্যদিকে, সূর্যনগরী এক্সপ্রেস (Suryanagari Express) লাইনচ্যুত হওয়ার কারণে রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশন ট্রেন চলাচল প্রভাবিত হয়েছে । উত্তর পশ্চিম রেলওয়ে (NWR) জানিয়েছে, সূর্যনগরী এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পরে 4টি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হয়েছে । আরেকটি ট্রেনকে অন্যপথে ঘুরিয়ে দেওয়া হয়েছে । আরও অন্তত 6টি ট্রেনের রুট বদলানো হতে পারে বলে খবর ।

আরও পড়ুন: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় দোষী সাব্যস্ত 8 রেলকর্মী

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনও হতাহতের খবর না-আসলেও অনেকেই আহত হয়েছেন । ঘটনার সঙ্গে সঙ্গেই সহায়তার জন্য ওই ট্রেনের সমস্ত বোর্ডিং স্টেশনে হেল্প ডেস্ক করা হয়েছে ৷ একই সঙ্গে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর না-পাওয়া গেলেও একাধিক হেল্পলাইন নম্বর চালু করেছে রেল । যাত্রী এবং তাঁদের পরিবার যেকোনও তথ্যের জন্য 138 এবং 1072 নম্বরে যোগাযোগ করতে পারেন ।

Last Updated : Jan 2, 2023, 1:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.