ETV Bharat / bharat

Rahul Gandhi: 'মোদি পদবি' মামলায় জামিনের মেয়াদ বাড়ল রাহুলের, পরবর্তী শুনানি 13 এপ্রিল - সুরাতে রাহুল গান্ধি

সোমবার প্রিয়াঙ্কা গান্ধিকে সঙ্গে নিয়ে বিমানে দিল্লি থেকে সুরাত যান রাহুল গান্ধি ৷ সুরাতের সেশন কোর্টে তিনি ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে আবেদন জানান ৷

ETV Bharat
রাহুল গান্ধি
author img

By

Published : Apr 3, 2023, 4:19 PM IST

Updated : Apr 3, 2023, 4:57 PM IST

সুরাত, 3 এপ্রিল: আপাতত স্বস্তিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য মামলায় সোমবার তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে সুরাতের আদালত ৷ এদিন সুরাতে গিয়ে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে সেশন কোর্টে আবেদন জানান রাহুল ৷ আগামী 13 এপ্রিল সুরাত সেশন কোর্টে এই মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, 2019 সালে লোকসভা ভোটের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ৷ তাঁর এই মন্তব্যে আপত্তি তুলে সুরাতে মামলা দায়ের করেছিলেন এক বিজেপি নেতা ৷ সেই মামলার প্রেক্ষিতে গত 23 মার্চ তাঁকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের নিম্ন আদালত ৷ একই সঙ্গে ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে তিনি 30 দিনের মধ্যে আবেদন করতে পারবেন ৷ সেই মতো এদিন সুরাতের সেশন কোর্টে গিয়ে আবেদন জানান রাহুল ৷ সেই আবেদনের প্রেক্ষিতে এদিন তাঁর জামিনের মেয়াদ বেড়েছে ৷

উল্লেখ্য, 23 মার্চ রাহুল ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরের দিনই জন প্রতিনিধিত্ব আইনের বলে তাঁর লোকসভার সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ এই আইনে আরও বলা রয়েছে, কোনও সাংসদ ও বিধায়ক কম করে 2 বছরের কারাদণ্ড পেলে তিনি তাঁর সাজার মেয়াদ শেষের পর আরও 6 বছর পর্যন্ত কোনও ভোটে লড়তে পারবেন না ৷ সেই মতো 23 মার্চের নির্দেশের পর রাহুলের নির্বাচনে দাঁড়ানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷ ইতিমধ্যেই তাঁকে সাংসদ হিসেবে বরাদ্দকৃত দিল্লির বাংলো ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা

এদিন প্রিয়াঙ্কা গান্ধিকে সঙ্গে নিয়ে বিমানে দিল্লি থেকে সুরাত যান রাহুল গান্ধি ৷ আদালতে যান অন্যান্য কংগ্রেস নেতৃত্বও ৷ বিজেপি'র অভিযোগ, আদালতের উপর চাপ তৈরি করতে এত নেতা নিয়ে সেখানে গিয়েছেন রাহুল ৷ যদিও কংগ্রেস সাংসদ শশী থারুর বিজেপির এই অভিযোগকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর পালটা দাবি, কোর্টে কে গেল তার উপর আদালতের রায় নির্ভর করে না ৷ আর বিচারবিভাগের উপর যদি কোনও চাপ থেকেও থাকে তা কোথা থেকে আসছে তা সবাই জানে ৷

সুরাত, 3 এপ্রিল: আপাতত স্বস্তিতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি ৷ মোদি পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য মামলায় সোমবার তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি করেছে সুরাতের আদালত ৷ এদিন সুরাতে গিয়ে নিম্ন আদালতের নির্দেশের বিরুদ্ধে সেশন কোর্টে আবেদন জানান রাহুল ৷ আগামী 13 এপ্রিল সুরাত সেশন কোর্টে এই মামলার শুনানি হবে ৷

উল্লেখ্য, 2019 সালে লোকসভা ভোটের প্রচারে কর্ণাটকে গিয়ে মোদি পদবি নিয়ে রাহুল গান্ধি আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ ৷ তাঁর এই মন্তব্যে আপত্তি তুলে সুরাতে মামলা দায়ের করেছিলেন এক বিজেপি নেতা ৷ সেই মামলার প্রেক্ষিতে গত 23 মার্চ তাঁকে দোষী সাব্যস্ত করে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুরাতের নিম্ন আদালত ৷ একই সঙ্গে ম্যাজিস্ট্রেট জানিয়েছিলেন এই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে তিনি 30 দিনের মধ্যে আবেদন করতে পারবেন ৷ সেই মতো এদিন সুরাতের সেশন কোর্টে গিয়ে আবেদন জানান রাহুল ৷ সেই আবেদনের প্রেক্ষিতে এদিন তাঁর জামিনের মেয়াদ বেড়েছে ৷

উল্লেখ্য, 23 মার্চ রাহুল ওই মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরের দিনই জন প্রতিনিধিত্ব আইনের বলে তাঁর লোকসভার সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা ৷ এই আইনে আরও বলা রয়েছে, কোনও সাংসদ ও বিধায়ক কম করে 2 বছরের কারাদণ্ড পেলে তিনি তাঁর সাজার মেয়াদ শেষের পর আরও 6 বছর পর্যন্ত কোনও ভোটে লড়তে পারবেন না ৷ সেই মতো 23 মার্চের নির্দেশের পর রাহুলের নির্বাচনে দাঁড়ানো নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা ৷ ইতিমধ্যেই তাঁকে সাংসদ হিসেবে বরাদ্দকৃত দিল্লির বাংলো ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন: সংখ্যালঘুদের রক্ষায় হিন্দুদের কাছে আবেদন মমতার, 6 তারিখ সতর্ক থাকার বার্তা

এদিন প্রিয়াঙ্কা গান্ধিকে সঙ্গে নিয়ে বিমানে দিল্লি থেকে সুরাত যান রাহুল গান্ধি ৷ আদালতে যান অন্যান্য কংগ্রেস নেতৃত্বও ৷ বিজেপি'র অভিযোগ, আদালতের উপর চাপ তৈরি করতে এত নেতা নিয়ে সেখানে গিয়েছেন রাহুল ৷ যদিও কংগ্রেস সাংসদ শশী থারুর বিজেপির এই অভিযোগকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছেন ৷ তাঁর পালটা দাবি, কোর্টে কে গেল তার উপর আদালতের রায় নির্ভর করে না ৷ আর বিচারবিভাগের উপর যদি কোনও চাপ থেকেও থাকে তা কোথা থেকে আসছে তা সবাই জানে ৷

Last Updated : Apr 3, 2023, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.