ETV Bharat / bharat

Surat Court: 14 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি সুরাত আদালতের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 3:06 PM IST

Abortion to Four Week Pregnant Girl: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক ৷ ঘটনায় যুবতী বর্তমানে 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ ঘটনায় গর্ভপাতের অনুমতি দিল সুরাত আদালত ৷

ETV BHARAT
ETV BHARAT

সুরাত, 20 সেপ্টেম্বর: 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা যুবতীকে গর্ভপাতের অনুমতি দিল সুরাত জেলা আদালত ৷ অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে প্রেমিক ৷ এরপর তিনি অন্তঃসত্ত্বা হলে তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে সেই প্রেমিক ৷ গুজরাতের কাপোদ্রার এই ঘটনায় যুবতী বর্তমানে 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ এদিন আদালত তার রায়ে জানায়, "মেয়েটি কুমারি অবস্থায় মা হলে, তাঁর জীবন দুঃস্বপ্নে পরিণত হবে ৷" সেই কারণে তাঁর 14 সপ্তাহের ভ্রূণের গর্ভপাত করানোর অনুমতি দিয়েছে আদালত ৷ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে ৷

সুরাত জেলা আদালতের সরকারি আইনজীবী তেজস পাঞ্চোলি জানান, বছর একুশের ওই তরুণী গুজরাতের ডাং জেলার বাসিন্দা ৷ তিনি একটি বেসরকারি সংস্থার কর্মরত ৷ সেই কারণে কাপোদ্রায় থাকতেন ৷ কয়েক মাস আগে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ দু’জনের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে পুলিশকে জানিয়েছেন তরুণী ৷ অভিযোগ সেই সময় যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই যুবক ৷ অভিযোগ, তরুণী অন্তঃসত্ত্বা হয়ে গেলে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন তাঁর প্রেমিক ৷ এরপরেই তরুণী তাঁর প্রেমিকের বিরুদ্ধে কাপোদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

পুলিশ সূত্রে খবর, তরুণীর অভিযোগের ভিত্তিতে সুরাতের সরকারি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় ৷ হাসপাতালের রিপোর্টে জানা যায় তিনি 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ তার পরেই তরুণী সুরাত আদালতে গর্ভপাত করানোর অনুমতি চেয়ে মামলা দায়ের করেন ৷ শুনানিতে আদালত বিষয়টি গুরুত্বের বিচার করে এবং অবিবাহিত অবস্থায় গর্ভধারণে তৈরি হওয়া সামাজিক পরিস্থিতির কথা বিচার করে যুবতীকে গর্ভপাতের অনুমতি দেয় আদালত ৷

আরও পড়ুন: 34 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

সরকারি আইনজীবী জানিয়েছেন, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করানোর পরেই গর্ভপাত করানো যাবে ৷ যাতে পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের মামলায় সেই ডিএনএ পরীক্ষার রিপোর্ট প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় ৷

সুরাত, 20 সেপ্টেম্বর: 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা যুবতীকে গর্ভপাতের অনুমতি দিল সুরাত জেলা আদালত ৷ অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করে প্রেমিক ৷ এরপর তিনি অন্তঃসত্ত্বা হলে তরুণীকে বিয়ে করতে অস্বীকার করে সেই প্রেমিক ৷ গুজরাতের কাপোদ্রার এই ঘটনায় যুবতী বর্তমানে 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ এদিন আদালত তার রায়ে জানায়, "মেয়েটি কুমারি অবস্থায় মা হলে, তাঁর জীবন দুঃস্বপ্নে পরিণত হবে ৷" সেই কারণে তাঁর 14 সপ্তাহের ভ্রূণের গর্ভপাত করানোর অনুমতি দিয়েছে আদালত ৷ ঘটনায় অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের হয়েছে ৷

সুরাত জেলা আদালতের সরকারি আইনজীবী তেজস পাঞ্চোলি জানান, বছর একুশের ওই তরুণী গুজরাতের ডাং জেলার বাসিন্দা ৷ তিনি একটি বেসরকারি সংস্থার কর্মরত ৷ সেই কারণে কাপোদ্রায় থাকতেন ৷ কয়েক মাস আগে এক যুবকের সঙ্গে তাঁর পরিচয় হয় ৷ দু’জনের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হয় বলে পুলিশকে জানিয়েছেন তরুণী ৷ অভিযোগ সেই সময় যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে ওই যুবক ৷ অভিযোগ, তরুণী অন্তঃসত্ত্বা হয়ে গেলে তাঁকে বিয়ে করতে অস্বীকার করেন তাঁর প্রেমিক ৷ এরপরেই তরুণী তাঁর প্রেমিকের বিরুদ্ধে কাপোদ্রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷

পুলিশ সূত্রে খবর, তরুণীর অভিযোগের ভিত্তিতে সুরাতের সরকারি হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা করানো হয় ৷ হাসপাতালের রিপোর্টে জানা যায় তিনি 14 সপ্তাহের অন্তঃসত্ত্বা ৷ তার পরেই তরুণী সুরাত আদালতে গর্ভপাত করানোর অনুমতি চেয়ে মামলা দায়ের করেন ৷ শুনানিতে আদালত বিষয়টি গুরুত্বের বিচার করে এবং অবিবাহিত অবস্থায় গর্ভধারণে তৈরি হওয়া সামাজিক পরিস্থিতির কথা বিচার করে যুবতীকে গর্ভপাতের অনুমতি দেয় আদালত ৷

আরও পড়ুন: 34 সপ্তাহের অন্তঃসত্ত্বাকে গর্ভপাতের অনুমতি হাইকোর্টের

সরকারি আইনজীবী জানিয়েছেন, যে যুবকের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে ভ্রূণের ডিএনএ পরীক্ষা করানোর পরেই গর্ভপাত করানো যাবে ৷ যাতে পরবর্তী সময়ে বিয়ের প্রতিশ্রুতিতে সহবাসের মামলায় সেই ডিএনএ পরীক্ষার রিপোর্ট প্রমাণ হিসেবে ব্যবহার করা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.