নয়াদিল্লি, 8 সেপ্টেম্বর : সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) নিয়ে শুনানি হবে সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ আগামী সোমবার, 12 সেপ্টেম্বর ওই শুনানির দিন ধার্য হয়েছে ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
শীর্ষ আদালত সূত্রে খবর, এখনও পর্যন্ত 2019 সালে তৈরি হওয়া ওই আইন নিয়ে 200-র বেশি আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই সব এক সঙ্গে শুনানি হবে ৷ দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের ডিভিশন বেঞ্চে ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 সালের 11 নভেম্বর সংশোধিত নাগরিকত্ব আইন জারি হয় ৷ এই আইন অনুযায়ী, আফগানিস্তান (Afghanistan), বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan) থেকে আসা ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়া হবে ৷ তবে 2014 সালের ডিসেম্বরের শেষ পর্যন্ত যাঁরা এসেছিলেন, তাঁরাই পাবেন এই নাগরিকত্ব ৷
কিন্তু এই নিয়ে ক্ষোভ ছড়ায় দেশের বিভিন্ন অংশে ৷ অনেকেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখান ৷ ধর্মের ভিত্তিতে এই ধরনের নাগরিকত্ব দেওয়া নিয়েই প্রতিবাদ হয় ৷ বিজেপি (BJP) বিরোধী রাজনৈতিক দলগুলিও এই নিয়ে সরব হয় ৷
কয়েকটি রাজ্য তো এই আইন বলবৎ না করার ঘোষণা করে দেন ৷ কেন্দ্রের মোদি সরকারের (Modi Government) তরফে জানিয়ে দেওয়া হয় যে রাজ্যগুলির আইন বলবৎ না করার এক্তিয়ার নেই ৷ তবে আইন হলেও তা এখনও কার্যকর করা হয়নি কেন্দ্রের তরফে ৷ কবে এই আইন কার্যকর করা হবে, তা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই ৷ ক্ষোভ বাড়ছে এই আইনের সমর্থকদের মধ্যে ৷
আরও পড়ুন : চব্বিশের ভোটের আগেই বাংলায় কার্যকর সিএএ ! দাবি সুকান্তর