ETV Bharat / bharat

K Kavitha Petition Hearing at SC: কে কবিতার দায়ের মামলার শুনানি সুপ্রিম কোর্টে - দিল্লি আবগারি দুর্নীতি মামলা

সুপ্রিম কোর্টে আজ বিআরএস নেত্রী (BRS leader K Kavitha) কে কবিতার দায়ের করা আবেদনের শুনানি ৷ ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে ৷

K Kavitha Petition Hearing at SC
কে কবিতা
author img

By

Published : Mar 27, 2023, 11:46 AM IST

নয়দিল্লি, 27 মার্চ: সুপ্রিম কোর্টে (Supreme Court) কে কবিতার দায়ের করা মামলার শুনানি হতে চলেছে সোমবার ৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে বিআরএস নেত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে (Telangana CM KCR's daughter) সর্বোচ্চ আদালতের দারস্থ হন। কবিতা সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন ৷ তাতে তাঁর দাবি, তাঁকে তাঁর বাড়িতে বা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক । কবিতা তাঁর আবেদনে আরও জানান, তাঁকে সিআরপিসির ধারা 160 লঙ্ঘন করে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে ডাকা হয়েছিল । এতে একজন মহিলা হিসেবে তাঁর অধিকার লঙ্ঘিত হয়েছে ।

কবিতার দাবি, অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ইডি আধিকারিকদেক তদন্তের সময় জিজ্ঞাসাবাদে অনেকে মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন । ইডি আধিকারিকরা যেভাবে কাজ করছে তাতে তিনি হতবাক । কিছু অভিযুক্তের প্রতি ইডি আধিকারিকরা যেভাবে আচরণ করেছে, তা তাঁকে চিন্তিত ও ভীত করে তুলেছে । কবিতা আইনজীবীদের উপস্থিতিতে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে তদন্ত করার জন্য যথাযথ নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন । বিচারপতি অজয় ​​রাস্তোগি (Justice Ajay Rastogi) এবং বেলা এম ত্রিবেদীর (Justice Bela M Trivedi) বেঞ্চ কবিতার দায়ের করা আবেদনের শুনানি করবে আজ ।

প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Scam) 20 মার্চ জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এমএলসি কে কবিতা । তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর মেয়েকে এর আগে 11 মার্চ 9 ঘণ্টা কবিতাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ তারপর 16 মার্চ ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ তবে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সেই সমন এড়িয়ে যান তিনি ৷ এরপর দ্বিতীয় দফায় 20 মার্চ আবার ইডির সদর কার্যালয়ে হাজিরা দিতে যান 44 বছর বয়সি এই বিআরএস নেত্রী ৷

এখনও পর্যন্ত আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 12 জন গ্রেফতার হয়েছেন । কবিতা দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেনে ৷ তাঁর আবেদন গ্রহণ করে জরুরি শুনানি হয় এই মামলার ৷ তাঁর আবেদনের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির জারি করা সমনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি 24 মার্চ শুনানি হবে বলে জানায় ।

আরও পড়ুন: ফের ইডি দফতরে কবিতা, চলছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ

নয়দিল্লি, 27 মার্চ: সুপ্রিম কোর্টে (Supreme Court) কে কবিতার দায়ের করা মামলার শুনানি হতে চলেছে সোমবার ৷ দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে বিআরএস নেত্রী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআরের মেয়ে (Telangana CM KCR's daughter) সর্বোচ্চ আদালতের দারস্থ হন। কবিতা সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করেন ৷ তাতে তাঁর দাবি, তাঁকে তাঁর বাড়িতে বা ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হোক । কবিতা তাঁর আবেদনে আরও জানান, তাঁকে সিআরপিসির ধারা 160 লঙ্ঘন করে জিজ্ঞাসাবাদের জন্য ইডি অফিসে ডাকা হয়েছিল । এতে একজন মহিলা হিসেবে তাঁর অধিকার লঙ্ঘিত হয়েছে ।

কবিতার দাবি, অতীতে এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে ইডি আধিকারিকদেক তদন্তের সময় জিজ্ঞাসাবাদে অনেকে মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছেন । ইডি আধিকারিকরা যেভাবে কাজ করছে তাতে তিনি হতবাক । কিছু অভিযুক্তের প্রতি ইডি আধিকারিকরা যেভাবে আচরণ করেছে, তা তাঁকে চিন্তিত ও ভীত করে তুলেছে । কবিতা আইনজীবীদের উপস্থিতিতে সিসিটিভি ক্যামেরার নজরদারিতে তদন্ত করার জন্য যথাযথ নির্দেশ চেয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হন । বিচারপতি অজয় ​​রাস্তোগি (Justice Ajay Rastogi) এবং বেলা এম ত্রিবেদীর (Justice Bela M Trivedi) বেঞ্চ কবিতার দায়ের করা আবেদনের শুনানি করবে আজ ।

প্রসঙ্গত, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় (Delhi Excise Policy Scam) 20 মার্চ জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মুখোমুখি হন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) এমএলসি কে কবিতা । তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর মেয়েকে এর আগে 11 মার্চ 9 ঘণ্টা কবিতাকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা ৷ তারপর 16 মার্চ ফের তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷ তবে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সেই সমন এড়িয়ে যান তিনি ৷ এরপর দ্বিতীয় দফায় 20 মার্চ আবার ইডির সদর কার্যালয়ে হাজিরা দিতে যান 44 বছর বয়সি এই বিআরএস নেত্রী ৷

এখনও পর্যন্ত আবগারি দুর্নীতি মামলায় দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া-সহ 12 জন গ্রেফতার হয়েছেন । কবিতা দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হয়েছিলেনে ৷ তাঁর আবেদন গ্রহণ করে জরুরি শুনানি হয় এই মামলার ৷ তাঁর আবেদনের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির জারি করা সমনের বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের বিষয়টি 24 মার্চ শুনানি হবে বলে জানায় ।

আরও পড়ুন: ফের ইডি দফতরে কবিতা, চলছে দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.