কলকাতা, 28 এপ্রিল: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতির মামলা থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট । শুক্রবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ।
কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, অবিলম্বে যেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা থেকে সরানো হয় । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের টিভি চ্যানেলে সাক্ষাৎকারের কন্টেন্টের ভিত্তিতেই তাঁকে দুর্নীতি মামলা থেকে সরানোর নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত । এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ।
এ দিন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের তরফ থেকে সুপ্রিম কোর্টে জমা দেওয়া হয় হলফনামা । বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যও হলফনামা আকারে জমা দেওয়া হয় শীর্ষ আদালতে । তারপরই এই নির্দেশ দেয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ ।
সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই মামলার বাকি বিচার প্রক্রিয়ার জন্য অন্য বিচারপতিকে দায়িত্ব দেওয়ার নির্দেশ দিয়েছে । প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এমআর শাহ এবং এস রবীন্দ্র ভাটের সমন্বয়ে গঠিত বেঞ্চ বলেছে, নতুন বিচারপতি স্বাধীন ভাবে মামলা সংক্রান্ত সমস্ত আবেদন বিবেচনা করতে পারবেন ।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক সিবিআই ও ইডির তদন্তের নির্দেশ দিয়ে দেশজুড়ে সাড়া ফেলে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । সম্প্রতি কুন্তল ঘোষের চিঠি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারে ৷ সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।
সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন অভিষেকের আইনজীবী অভিযোগ করেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি করছেন ৷ আবার সেই বিষয়েই সংবাদমাধ্যমে নিজের বক্তব্য রাখছেন । একটি টিভি চ্যানেলের লাইভ প্রোগ্রামে বিচারপতি অংশগ্রহণ করেছেন বলে উল্লেখ করেন তিনি ।
এ কথা শোনার পর শীর্ষ আদালত সেই অনুষ্ঠানের ভিডিয়ো ফুটেজ চেয়ে পাঠায় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে । সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সে দিনই বলেছিলেন, যদি দেখা যায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বিষয়ে মামলা শুনছেন, সেই বিষয়েই টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, তাহলে তাঁকে ওই মামলার শুনানি থেকে সরিয়ে দেওয়া হবে ।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশ দেওয়ার পর সলিসিটর জেনারেল তুষার মেহতা নির্দেশের বিরোধিতা করে বলেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন এই নির্দেশগুলি দিয়েছিলেন, সেই সময় তাঁর বেঞ্চ বয়কট করা হয়েছিল । শীর্ষ আদালতকে নির্দেশ পুনর্বিবেচনা করার আর্জি জানিয়েছিলেন তিনি ।
হাইকোর্টের নিয়ম অনুযায়ী ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এ বার অন্য বিষয়ে মামলা শোনার দায়িত্ব দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ।
আরও পড়ুন: 'আমার নামে মিথ্যে রটানো হচ্ছে, পদত্যাগ করছি না !' আদালতে বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়