ETV Bharat / bharat

SC on ED Director Tenure: ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি বেআইনি, 31 জুলাই পর্যন্ত পদে থাকার 'সুপ্রিম' অনুমতি - ইডি অধিকর্তার মেয়াদ বৃদ্ধি

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের তৃতীয়বার চাকরির মেয়াদ বর্ধিত করার নির্দেশ বাতিল করে দিল সুপ্রিম কোর্ট ৷ ইটিভি ভারতের সুমিত সাক্সেনার প্রতিবেদন ৷

SC on ED Director Tenure
SC on ED Director Tenure
author img

By

Published : Jul 11, 2023, 4:04 PM IST

নয়াদিল্লি, 11 জুলাই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের তৃতীয়বার চাকরির মেয়াদ বর্ধিত করার নির্দেশ বাতিল করল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার শীর্ষ আদালত তাঁকে 31 জুলাই পর্যন্ত পদে থাকার অনুমতি দিয়েছে ।

বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে, 2021 সালের 17 নভেম্বর এবং 2022 সালের 17 নভেম্বর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ এক বছরের জন্য বর্ধিত করার নির্দেশ বেআইনি । সঞ্জয় কুমার মিশ্রকে 2023 সালের 31 জুলাই পর্যন্ত পদে থাকার অনুমতি দেওয়া হয়েছে । এই বিষয়ে বিস্তারিত রায় দিনের শেষে আপলোড করা হবে ।

শীর্ষ আদালত উল্লেখ করেছে যে, আইনসভা রায়ের ভিত্তি কেড়ে নেওয়ার জন্য সক্ষম হলেও তারা আদেশ বাতিল করতে পারে না ৷ একই রকমের মামলায় একটি নির্দিষ্ট আদেশ ছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে, আর কোনও এক্সটেনশন করা উচিত নয় ৷ সেই রায়ের পর বর্ধিত মেয়াদ আইন অনুযায়ী অবৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ।

আট মে, শীর্ষ আদালত, ইডি ডিরেক্টরের মেয়াদ বর্ধিতকরণকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের মামলায় নির্দেশ সংরক্ষণ করে ৷ আদালত কেন্দ্রকে জিজ্ঞাসা করেছিল যে, একজন না থাকলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্পূর্ণ অকার্যকর হয়ে যাবে ? কেন্দ্র জোর দিয়েছিল যে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর মূল্যায়নের প্রেক্ষিতে একটি এক্সটেনশন দেওয়া হয়েছিল মিশ্রকে ৷ কেন্দ্র আদালতকে জানায়, তিনি 2023 সালের নভেম্বরের পরে আর ওই পদে থাকবেন না ।

আরও পড়ুন: ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্র

কেন্দ্রের প্রতিনিধিত্ব করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে, এফএটিএফ চলছে এবং সেই কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ধারাবাহিকতা থাকলে তাতে সুবিধে হবে । ভারত গ্রেডিং পায়, প্রতিটি দেশ গ্রেডিং পায় ৷ কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলেছে যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সঞ্জয় কুমার মিশ্রের অধিকর্তার মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কংগ্রেস নেতাদের রক্ষা করার উদ্দেশ্যে ৷ যাঁরা বেআইনি অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ৷

নয়াদিল্লি, 11 জুলাই: এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রের তৃতীয়বার চাকরির মেয়াদ বর্ধিত করার নির্দেশ বাতিল করল সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার শীর্ষ আদালত তাঁকে 31 জুলাই পর্যন্ত পদে থাকার অনুমতি দিয়েছে ।

বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে, 2021 সালের 17 নভেম্বর এবং 2022 সালের 17 নভেম্বর সঞ্জয় কুমার মিশ্রের মেয়াদ এক বছরের জন্য বর্ধিত করার নির্দেশ বেআইনি । সঞ্জয় কুমার মিশ্রকে 2023 সালের 31 জুলাই পর্যন্ত পদে থাকার অনুমতি দেওয়া হয়েছে । এই বিষয়ে বিস্তারিত রায় দিনের শেষে আপলোড করা হবে ।

শীর্ষ আদালত উল্লেখ করেছে যে, আইনসভা রায়ের ভিত্তি কেড়ে নেওয়ার জন্য সক্ষম হলেও তারা আদেশ বাতিল করতে পারে না ৷ একই রকমের মামলায় একটি নির্দিষ্ট আদেশ ছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল যে, আর কোনও এক্সটেনশন করা উচিত নয় ৷ সেই রায়ের পর বর্ধিত মেয়াদ আইন অনুযায়ী অবৈধ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ।

আট মে, শীর্ষ আদালত, ইডি ডিরেক্টরের মেয়াদ বর্ধিতকরণকে চ্যালেঞ্জ করে একগুচ্ছ আবেদনের মামলায় নির্দেশ সংরক্ষণ করে ৷ আদালত কেন্দ্রকে জিজ্ঞাসা করেছিল যে, একজন না থাকলেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সম্পূর্ণ অকার্যকর হয়ে যাবে ? কেন্দ্র জোর দিয়েছিল যে, ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স (এফএটিএফ)-এর মূল্যায়নের প্রেক্ষিতে একটি এক্সটেনশন দেওয়া হয়েছিল মিশ্রকে ৷ কেন্দ্র আদালতকে জানায়, তিনি 2023 সালের নভেম্বরের পরে আর ওই পদে থাকবেন না ।

আরও পড়ুন: ইডি ডিরেক্টরের মেয়াদ বৃদ্ধির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে তৃণমূল মুখপাত্র

কেন্দ্রের প্রতিনিধিত্ব করে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে, এফএটিএফ চলছে এবং সেই কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, ধারাবাহিকতা থাকলে তাতে সুবিধে হবে । ভারত গ্রেডিং পায়, প্রতিটি দেশ গ্রেডিং পায় ৷ কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলেছে যে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সঞ্জয় কুমার মিশ্রের অধিকর্তার মেয়াদ বাড়ানোকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে কংগ্রেস নেতাদের রক্ষা করার উদ্দেশ্যে ৷ যাঁরা বেআইনি অর্থ পাচারের অভিযোগে অভিযুক্ত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.