ETV Bharat / bharat

SC on Divorce Parameters: দুটো ভালো মানুষ 'ভালো সঙ্গী' নাও হতে পারেন, মৌখিক পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের - ডিভোর্সের শর্ত

বিয়ের ভাঙার শর্ত কী কী হতে পারে ৷ দু'পক্ষ ডিভোর্সের মামলা দায়ের করলে তাঁদের ফ্যামিলি কোর্টে পাঠানোটা যুক্তিযুক্ত কি না, তা নিয়ে সওয়াল-জবাব চলে সুপ্রিম কোর্টে (Divorce Parameters as per Supreme Court) ?

Supreme Court
ETV Bharat
author img

By

Published : Sep 29, 2022, 8:05 AM IST

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: দু'জন মানুষ ভালো হলেই যে তাঁরা একে অপরের মনমতো সঙ্গী হয়ে উঠবেন, এমনটা নয় ৷ বুধবার একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চে । বিবাহ বিচ্ছেদে রাজি দু'পক্ষকে ফ্যামিলি কোর্টে পাঠানো হবে কি না এ নিয়ে সওয়াল-জবাব চলছিল শীর্ষ ৷ সেখানে কী কী কারণে বিয়ে ভাঙতে পারে, সে প্রশ্নও উঠে আসে ৷ এই মামলার পর্যবেক্ষণে সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগে সুপ্রিম কোর্ট জানায়, কোনও ব্যক্তির ভালো হওয়া এবং অন্যের ভালো জীবনসঙ্গী হয়ে ওঠা- দুটো আলাদা বিষয় (Supreme Court observes two very good people may not be good partners) ৷

এদিন পাঁচ সদস্যের এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এএস ওকা, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি জেকে মাহেশ্বরী ৷ বেঞ্চ মৌখিক পর্যবেক্ষণে জানায়, অনেক ক্ষেত্রে দু'জন খুব ভালো মানুষ একে অপরের ভালো পার্টনার হতে পারে না ৷ কয়েকটি মামলা উল্লেখ করে বিচারপতিরা জানান, দু'জন বেশ কিছুদিন একসঙ্গে থাকার পরেও বিয়ে ভেঙে গিয়েছে ৷

প্রবীণ নিরপেক্ষ আইনজীবী ইন্দিরা জয়সিং (Amicus Curiae) এর প্রত্যুত্তরে জানান, আদালতে ডিভোর্সের মামলা দায়ের হলে তাতে একে অপরের প্রতি অভিযোগ এবং পালটা-অভিযোগ থাকে ৷ এরপর বেঞ্চ উল্লেখ করে, হিন্দু বিবাহ আইনে (Hindu Marriage Act) ডিভোর্সের ধারনাটি ত্রুটিমুক্ত নয় ৷ একে অপরের প্রতি দোষারোপের পথে না গিয়ে বিয়ে ভেঙে দেওয়াটা বাস্তবসম্মত ৷

আরও পড়ুন: সংসারে ভাঙন ! দম্পতিকে পুরী পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতিদের আরও পর্যবেক্ষণ, স্ত্রী হয়তো স্বামীর বাবা-মায়ের জন্য সকালে চা বানাননি, এমন অভিযোগ আসে এবং এটা খুবই প্রাসঙ্গিক ৷ এই ধরনের সামাজিক নিয়মগুলিও বিবাহ বিচ্ছেদের মূল কারণ হতে পারে । কোন কাজটা একজন নারীর অথবা কোনটা পুরুষের- এগুলো বিয়ে ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৷ কিন্তু বাস্তবে পরিস্থিতি বদলাচ্ছে, সামাজিক নিয়মকানুনে পরিবর্তন হচ্ছে ৷

বিচ্ছেদে রাজি দু'জনকে ফ্যামিলি কোর্টে মিটমাটের জন্য না পাঠিয়ে সংবিধানের 142 ধারা প্রয়োগের ক্ষেত্রে কোন কোন শর্ত থাকতে পারে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সর্বোচ্চ আদালত ৷ ফ্যামিলি কোর্টে দু'পক্ষকে হিন্দু ম্যারেজ অ্যাক্টের 13-বি ধারার আওতায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা বাধ্যতামূলক ৷ এদিকে 142 ধারায় সর্বোচ্চ আদালত বিচারপর্ব শেষ করতে পারে ৷ আজ আবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

নয়াদিল্লি, 29 সেপ্টেম্বর: দু'জন মানুষ ভালো হলেই যে তাঁরা একে অপরের মনমতো সঙ্গী হয়ে উঠবেন, এমনটা নয় ৷ বুধবার একটি মামলার শুনানিতে এমনই পর্যবেক্ষণ সর্বোচ্চ আদালতের সাংবিধানিক বেঞ্চে । বিবাহ বিচ্ছেদে রাজি দু'পক্ষকে ফ্যামিলি কোর্টে পাঠানো হবে কি না এ নিয়ে সওয়াল-জবাব চলছিল শীর্ষ ৷ সেখানে কী কী কারণে বিয়ে ভাঙতে পারে, সে প্রশ্নও উঠে আসে ৷ এই মামলার পর্যবেক্ষণে সংবিধানের 142 নম্বর ধারা প্রয়োগে সুপ্রিম কোর্ট জানায়, কোনও ব্যক্তির ভালো হওয়া এবং অন্যের ভালো জীবনসঙ্গী হয়ে ওঠা- দুটো আলাদা বিষয় (Supreme Court observes two very good people may not be good partners) ৷

এদিন পাঁচ সদস্যের এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি এএস ওকা, বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি জেকে মাহেশ্বরী ৷ বেঞ্চ মৌখিক পর্যবেক্ষণে জানায়, অনেক ক্ষেত্রে দু'জন খুব ভালো মানুষ একে অপরের ভালো পার্টনার হতে পারে না ৷ কয়েকটি মামলা উল্লেখ করে বিচারপতিরা জানান, দু'জন বেশ কিছুদিন একসঙ্গে থাকার পরেও বিয়ে ভেঙে গিয়েছে ৷

প্রবীণ নিরপেক্ষ আইনজীবী ইন্দিরা জয়সিং (Amicus Curiae) এর প্রত্যুত্তরে জানান, আদালতে ডিভোর্সের মামলা দায়ের হলে তাতে একে অপরের প্রতি অভিযোগ এবং পালটা-অভিযোগ থাকে ৷ এরপর বেঞ্চ উল্লেখ করে, হিন্দু বিবাহ আইনে (Hindu Marriage Act) ডিভোর্সের ধারনাটি ত্রুটিমুক্ত নয় ৷ একে অপরের প্রতি দোষারোপের পথে না গিয়ে বিয়ে ভেঙে দেওয়াটা বাস্তবসম্মত ৷

আরও পড়ুন: সংসারে ভাঙন ! দম্পতিকে পুরী পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতিদের আরও পর্যবেক্ষণ, স্ত্রী হয়তো স্বামীর বাবা-মায়ের জন্য সকালে চা বানাননি, এমন অভিযোগ আসে এবং এটা খুবই প্রাসঙ্গিক ৷ এই ধরনের সামাজিক নিয়মগুলিও বিবাহ বিচ্ছেদের মূল কারণ হতে পারে । কোন কাজটা একজন নারীর অথবা কোনটা পুরুষের- এগুলো বিয়ে ভাঙার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে ৷ কিন্তু বাস্তবে পরিস্থিতি বদলাচ্ছে, সামাজিক নিয়মকানুনে পরিবর্তন হচ্ছে ৷

বিচ্ছেদে রাজি দু'জনকে ফ্যামিলি কোর্টে মিটমাটের জন্য না পাঠিয়ে সংবিধানের 142 ধারা প্রয়োগের ক্ষেত্রে কোন কোন শর্ত থাকতে পারে, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে সর্বোচ্চ আদালত ৷ ফ্যামিলি কোর্টে দু'পক্ষকে হিন্দু ম্যারেজ অ্যাক্টের 13-বি ধারার আওতায় একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করা বাধ্যতামূলক ৷ এদিকে 142 ধারায় সর্বোচ্চ আদালত বিচারপর্ব শেষ করতে পারে ৷ আজ আবার এই মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.