নয়াদিল্লি, 19 জুন : পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) ও বিজেপি কর্মীদের খুনের অভিযোগ নিয়ে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court) ৷ সেই মামলার শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় (Justice Indira Banerjee) ৷ গতকাল, শুক্রবার তিনি তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৷ তিনি বলেছেন, ‘‘আমি এই মামলার শুনানি করতে চাই না ৷’’
উল্লেখ্য, গত 2 মে পশ্চিমবঙ্গ বিধানসভার ফলাফল প্রকাশিত হয় ৷ তার পর দেখা যায় যে দু’শোর বেশি আসনে জিতে ক্ষমতায় টিকে গিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ 77টি আসন জেতে বিজেপি ৷ বিজেপির অভিযোগ, ফল প্রকাশের পর থেকেই তাঁদের কর্মীদের উপর অত্যাচার করা হচ্ছে ৷ অনেককে খুন করা হয়েছে ৷ অনেকে ঘরছাড়া ৷
আরও পড়ুন : মৌসুনি দ্বীপে কংক্রিটের বাঁধ নিয়ে রাজ্যের কী পরিকল্পনা ? জানতে চাইল হাইকোর্ট
বিজেপির (BJP) দাবি, তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) এই নিয়ে কোনও পদক্ষেপ করেননি ৷ রাজ্য সরকার নিষ্ক্রিয় থাকার কারণে আরও বেশি অত্যাচারিত হতে হয়েছে বিজেপি কর্মীদের ৷ এই নিয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) কাছেও দরবার করেছেন বিজেপি বিধায়করা ৷
ইতিমধ্যে বিষয়টি নিয়ে আক্রান্তের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয় ৷ মামলাকারীদের তরফে এই ঘটনাগুলিতে সিবিআই (CBI) তদন্তের দাবি করা হয়েছে ৷ মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে পশ্চিমবঙ্গ সরকারের কাছে জবাব চাওয়া হয় ৷ জবাবে রাজ্য সরকার জানায় যে রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই এই মামলা দায়ের করা হয়েছে ৷ ভোটের পর কোনও হিংসার ঘটনা ঘটলেই তাকে রাজনৈতিক তকমা দেওয়া যায় না ৷ বিজেপি কর্মীদের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷
আরও পড়ুন : ভদ্রেশ্বর ধর্ষণ কাণ্ডের জের, রাজ্যের নারী সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীকে তুলোধনা লকেটের
আর এর মধ্যেই এই মামলায় এল নয়া মোড় ৷ যেখানে স্বয়ং বিচারপতি নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিলেন ৷ আদালত সূত্রে খবর, বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় বাঙালি ৷ তিনি কলকাতায় মেয়ে ৷ সেই কারণেই সম্ভবত তিনি এই মামলার বিচার করতে চাইলেন না ৷ এবার অন্য কোনও বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে ৷
এদিকে গণধর্ষণের (Gang Rape) অভিযোগ তুলে বাংলায় দু’জন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন তফশিলি জাতিভুক্ত ৷ তিনি মুর্শিদাবাদের বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, গত 9 মে তাঁকে গণধর্ষণ করা হয় ৷ দ্বিতীয় নির্যাতিতার বয়স প্রায় 60 বছর ৷ তিনি পূর্ব মেদিনীপুরের বাসিন্দা ৷ অভিযোগ, গত 4 মে তাঁকে তাঁর ছ’বছরের নাতির সামনেই গণধর্ষণ করা হয় ৷ ওই নির্যাতিতারা বিশেষ তদন্তকারী দল গঠন বা সিবিআইয়ের হাতে তদন্তভার দিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন ৷
আরও পড়ুন : দুর্গাপুরের ঘরছাড়া বিজেপি কর্মীদের ঘরে ফেরাল তৃণমূল
এদিকে ভোট পরবর্তী হিংসা নিয়ে কয়েকদিন আগে মন্তব্য করেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, রাজ্যে ভোটের পর কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি৷ পুরোটাই বিজেপির গিমিক ৷