ETV Bharat / bharat

Adani-Hindenburg Row: আদানি গোষ্ঠীর আর্থিক কেলেঙ্কারির তদন্তে সেবিকে অতিরিক্ত তিন মাস সময় দিল সুপ্রিম কোর্ট

আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে তাদের শেয়ার দরে কারচুপি করার অভিযোগ উঠেছে ৷ সেই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত করছে সেবি ৷ তদন্তের জন্য সেবিকে আরও 3 মাস সময় দিল সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : May 17, 2023, 6:18 PM IST

নয়াদিল্লি, 17 মে: আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগ করেছে মার্কিন সমীক্ষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ৷ এই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে ভারতের শেযারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ৷ এই তদন্ত শেষ করার জন্য সেবি'কে আরও 3 মাস সময় দিল সুপ্রিম কোর্ট ৷ 14 অগস্টের মধ্যে তাদের তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে বলে বুধবার জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷

একইসঙ্গে শীর্ষ আদালত এদিন জানিয়েছে, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, তা সেবিকে জানাতে হবে ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রাক্তন বিচারপতি এএম সাপ্রে কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে তা সংশ্লিষ্ট সব পক্ষের কাছে পাঠাতে হবে ৷

উল্লেখ্য, গত 2 মার্চ সুপ্রিম কোর্ট সেবিকে নির্দেশ দেয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারের নিরাপত্তা আইন উল্লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তার তদন্ত করতে হবে ৷ দু'মাসের মধ্যে সেই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷ সেবির তরফে সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলা হয়, এত বড় তদন্ত এই অল্প সময়ে শেষ করা সম্ভব নয়, তাই অন্তত আরও মাসছ'য়েক সময় দেওয়া হোক ৷ কিন্তু শীর্ষ আদালত এদিন সেই আবেদন খারিজ করে 3 মাসের অতিরিক্ত সময় দিয়েছে সেবিকে ৷

চলতি বছরের 24 জানুয়ারি সামনে এসেছিল হিন্ডেনবার্গ রিপোর্ট ৷ এই রিপোর্ট সামনে আসতেই একলাফে অনেকটা পড়ে আদানি গোষ্ঠীর বিভিন্ন শিল্প সংস্থার শেয়ার দর ৷ বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা ৷ দিনের পর দিন অচল হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ বিজেপি-ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত না-করে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ মামলা হয় সুপ্রিম কোর্টে ৷ যার প্রেক্ষিতে সেবিকে তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ একইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটিও গড়ে দেয় শীর্ষ আদালত ৷ সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে আদালতে ৷

আরও পড়ুন: গুজরাতে মন্ত্রিসভা সম্প্রসারণের আগে স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে জাদেজা

নয়াদিল্লি, 17 মে: আদানি শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার দরে কারচুপির অভিযোগ করেছে মার্কিন সমীক্ষক সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ ৷ এই অভিযোগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত শুরু করেছে ভারতের শেযারবাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি ৷ এই তদন্ত শেষ করার জন্য সেবি'কে আরও 3 মাস সময় দিল সুপ্রিম কোর্ট ৷ 14 অগস্টের মধ্যে তাদের তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে হবে বলে বুধবার জানিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ ৷

একইসঙ্গে শীর্ষ আদালত এদিন জানিয়েছে, তদন্তের অগ্রগতি কতটা হয়েছে, তা সেবিকে জানাতে হবে ৷ প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি পিএস নরসিমা ও বিচারপতি জেবি পার্দিওয়ালার বেঞ্চ নির্দেশ দিয়েছে, প্রাক্তন বিচারপতি এএম সাপ্রে কমিটি যে রিপোর্ট জমা দিয়েছে তা সংশ্লিষ্ট সব পক্ষের কাছে পাঠাতে হবে ৷

উল্লেখ্য, গত 2 মার্চ সুপ্রিম কোর্ট সেবিকে নির্দেশ দেয় আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার বাজারের নিরাপত্তা আইন উল্লঙ্ঘনের যে অভিযোগ উঠেছে তার তদন্ত করতে হবে ৷ দু'মাসের মধ্যে সেই তদন্তের রিপোর্ট জমা দিতে হবে আদালতে ৷ সেবির তরফে সম্প্রতি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে বলা হয়, এত বড় তদন্ত এই অল্প সময়ে শেষ করা সম্ভব নয়, তাই অন্তত আরও মাসছ'য়েক সময় দেওয়া হোক ৷ কিন্তু শীর্ষ আদালত এদিন সেই আবেদন খারিজ করে 3 মাসের অতিরিক্ত সময় দিয়েছে সেবিকে ৷

চলতি বছরের 24 জানুয়ারি সামনে এসেছিল হিন্ডেনবার্গ রিপোর্ট ৷ এই রিপোর্ট সামনে আসতেই একলাফে অনেকটা পড়ে আদানি গোষ্ঠীর বিভিন্ন শিল্প সংস্থার শেয়ার দর ৷ বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা ৷ দিনের পর দিন অচল হয় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন ৷ বিজেপি-ঘনিষ্ঠ আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তদন্ত না-করে তাদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ মামলা হয় সুপ্রিম কোর্টে ৷ যার প্রেক্ষিতে সেবিকে তদন্তের নির্দেশ দেয় শীর্ষ আদালত ৷ একইসঙ্গে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এএম সাপ্রের নেতৃত্বে 6 সদস্যের একটি কমিটিও গড়ে দেয় শীর্ষ আদালত ৷ সেই রিপোর্ট ইতিমধ্যেই জমা পড়েছে আদালতে ৷

আরও পড়ুন: গুজরাতে মন্ত্রিসভা সম্প্রসারণের আগে স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী মোদির কাছে জাদেজা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.