নয়াদিল্লি, 17 নভেম্বর : এক সাংবাদিক-সহ নাগরিক সমাজের তিন সদস্যের বিরুদ্ধে কোনও দমনমূলক ব্যবস্থা নেওয়া যাবে না ৷ বুধবার ত্রিপুরা পুলিশকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ ওই তিনজনের বিরুদ্ধে পুলিশ ইউএপিএ-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছিল ৷ সেই নিয়েই সুপ্রিম কোর্ট এদিন এই নির্দেশ দিয়েছে ৷
আরও পড়ুন : Delhi-NCR air pollution : বাড়ি থেকে কাজ করানোর পক্ষে মত নেই, সুপ্রিম কোর্টকে জানাল কেন্দ্র
অভিযোগ, ওই তিনজন সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট দিয়েছিলেন ৷ যেখানে ত্রিপুরায় সংখ্যালঘুদের উপর অত্যাচার চালানো হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেছিলেন ৷ সেই অভিযোগের প্রেক্ষিতেই তাঁদের পুলিশ ইউএপিএ-তে মামলা করে ৷
তার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হন তাঁরা ৷ সেই মামলার শুনানি বুধবার হয় দেশের প্রধান বিচারপতি এন ভি রামানা, বিচারপতি এ এস বোপান্না ও হিমা কোহলির বেঞ্চে ৷ শুনানিতে ত্রিপুরা পুলিশকে নোটিসও পাঠিয়েছেন তাঁরা ৷
আরও পড়ুন : Tripura: পরোক্ষে ধৃত দুই মহিলা সাংবাদিককে তৃণমূলের এজেন্ট বললেন ত্রিপুরার বিজেপি মন্ত্রী
যে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়, তাঁদের মধ্যে দু’জন আইনজীবী মুকেশ ও আনসারুল হক এবং সাংবাদিক শ্যাম মীরা সিং তালিকায় তৃতীয়জন ৷ তাঁরা 1967 সালের এই ইউএপিএ আইনের সাংবিধানিক বৈধতা নিয়েই প্রশ্ন তুলেছেন ৷ তাঁদের দাবি, কোন কাজ বেআইনি নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই ওই আইনে ৷ পাশাপাশি জামিন পাওয়া কঠিন ৷
আরও পড়ুন : Journalist Murder : মধুবনীতে ঝোপে তরুণ সাংবাদিকের দগ্ধ দেহ, ভুয়ো ক্লিনিকের বিরুদ্ধে খবরের জের ?
অন্যদিকে অন্য একটি ঘটনায় দু’জন মহিলা সাংবাদিকের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ ওঠে ৷ ত্রিপুরা পুলিশ তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ৷ সমৃদ্ধি সাকুনিয়া ও স্বর্ণ ঝা নামে ওই দু’জনকে গ্রেফতার করা হয় ৷ পরে তাঁরা জামিন পান৷ ওই ঘটনায় মামলা প্রত্যাহারের দাবিতে সরব হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ৷ এই নিয়ে ত্রিপুরা পুলিশের ভূমিকার কড়া সমালোচনা করা হয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার তরফে ৷