নয়াদিল্লি, 21 অগস্ট: গর্ভপাতের জন্য আদালতের অনুমতি চেয়ে এক ধর্ষিতার আবেদনের শুনানির সময় গুজরাত হাইকোর্টের একটি রায়ের তীব্র সমালোচনা করল সুপ্রিম কোর্ট ৷ শীর্ষ আদালতের নির্দেশের বিরুদ্ধাচরণ করে গুজরাত হাইকোর্ট আদেশ দেওয়ার জন্য, তা সাংবিধানিক দর্শনের বিরুদ্ধে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷
বিচারপতি বিভি নাগারথনা এবং বিচারপতি উজ্জল ভুঁইয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ বলেছে যে, শীর্ষ আদালত তার আদেশের বিরুদ্ধে গিয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশকে সমর্থন করে না ৷ বেঞ্চ বলেছে, গুজরাতের হাইকোর্টে কী হচ্ছে ? বিচারপতিরা কি উচ্চ আদালতের আদেশের এ ভাবে জবাব দেন ? 19 অগস্ট হাইকোর্টকে স্বতঃপ্রণোদিত আদেশ পাশ করার প্রয়োজনীয়তা জানতে চেয়ে এই পর্যবেক্ষণ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
হাইকোর্ট ধর্ষিতাকে স্বস্তি না দিলেও সর্বোচ্চ আদালত তাঁর গর্ভাবস্থার অবসানে অনুমতি দিয়েছে । শীর্ষ আদালত বলেছে যে, কোনও আদালতের কোনও বিচারপতির তাঁদের আদেশের ন্যায্যতা প্রমাণের প্রয়োজন নেই এবং ধর্ষণের শিকার কন্যার উপর অন্যায্য শর্ত আরোপ করার জন্য, তাকে সন্তান ধারণ করতে বাধ্য করার জন্য, গুজরাত হাইকোর্টের আদেশের সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট ৷ তার কথায়, "এটি সংবিধান বিরোধী দর্শন ৷"
-
'Can't pass order against Supreme Court...', Supreme Court criticises Gujarat HC on plea of rape survivor seek termination of pregnancy https://t.co/WqVKUT6Jhs
— ETV Bharat (@ETVBharatEng) August 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">'Can't pass order against Supreme Court...', Supreme Court criticises Gujarat HC on plea of rape survivor seek termination of pregnancy https://t.co/WqVKUT6Jhs
— ETV Bharat (@ETVBharatEng) August 21, 2023'Can't pass order against Supreme Court...', Supreme Court criticises Gujarat HC on plea of rape survivor seek termination of pregnancy https://t.co/WqVKUT6Jhs
— ETV Bharat (@ETVBharatEng) August 21, 2023
গুজরাত সরকারের প্রতিনিধিত্বকারী সলিসিটর জেনারেল হাইকোর্টের বিচারপতি সম্পর্কে মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুরোধ করেন এবং তিনি বলেন, কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে ।
শীর্ষ আদালত বলেছে যে, তারা কীভাবে হাইকোর্টের বিরুদ্ধাচরণ উপেক্ষা করতে পারে ৷ শীর্ষ আদালতের কথায়, "কোনও বিচারপতি সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধাচরণ করতে পারেন না ৷" এমন আদেশ দেওয়ার কী দরকার ছিল, তা জিজ্ঞেস করে সুপ্রিম কোর্ট ।
হাইকোর্ট ধর্ষিতার আবেদনের সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় তার সমালোচনা করে সুপ্রিম কোর্ট বলেছে, মূল্যবান সময় নষ্ট হয়েছে । 19 অগস্ট সুপ্রিম কোর্ট প্রায় দুই সপ্তাহের জন্য গর্ভাবস্থার অবসানের একটি মামলা স্থগিত করার জন্য গুজরাত হাইকোর্টকে তিরস্কার করে বলেছে, "এই ধরনের বিষয়ে কিছু জরুরি বোধ থাকতে হবে । এই ধরনের অপ্রয়োজনীয় পদ্ধতি চলতে পারে না...৷"
আরও পড়ুন: গর্ভপাতের মামলার শুনানি দু’সপ্তাহ পিছিয়ে দেওয়ায় গুজরাত হাইকোর্টকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, আবেদনকারীকে আবার পরীক্ষা করে মেডিক্যাল বোর্ড দ্বারা একটি নতুন মেডিক্যাল রিপোর্ট জমা দিতে হবে । বেঞ্চ বলেছে, আগামিকাল সন্ধ্যার মধ্যে সর্বশেষ রিপোর্ট আদালতে জমা দিতে হবে ।
শীর্ষ আদালতের কথায়, "আমরা আবেদনকারীকে আবারও পরীক্ষা করার জন্য কেএমসিআরআই-এর কাছে হাজির হওয়ার নির্দেশ দিচ্ছি এবং আগামিকাল সন্ধ্যা 6 টার মধ্যে সর্বশেষ স্থিতি রিপোর্ট আকারে এই আদালতে জমা দিতে হবে ।"
আবেদনকারী ধর্ষণের অভিযোগ করেছেন । মামলার সঙ্গে পরিচিত একজন আইনজীবীর মতে, আবেদনকারী একজন পুরুষের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং পরে তিনি জানতে পারেন যে ওই ব্যক্তি ইতিমধ্যে বিবাহিত । তাই তিনি অভিযোগ করছেন যে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সহবাস করা হয়েছে ৷ আবেদনকারীর আইনজীবী দাবি করেছেন যে, তাঁর মক্কেল শীঘ্রই তাঁর গর্ভাবস্থার 26 তম সপ্তাহে পৌঁছবেন ৷ সুপ্রিম কোর্ট গর্ভধারণের অবসান চেয়ে ধর্ষিতার আবেদন মঞ্জুর করেছে ।