নয়াদিল্লি, 10 নভেম্বর: একই অপরাধে দোষীদের বিভিন্ন রকম সাজা দিয়েছিল হাইকোর্ট ৷ খুনের ঘটনায় একজনকে ফাঁসির সাজা দেওয়া হলেও অন্যজনের যাবজ্জীবনের সাজা হয়েছিল। তৃতীয় এক ব্যক্তিকে দেওয়া হয়েছিল 20 বছরের কারবাস। এই ঘটনাটি বিচার ব্যবস্থার অসঙ্গতি ৷ এমনই মনে করে মামলাটি নতুনভাবে পর্যালোচনা করে এক দোষীর মৃত্যুদণ্ডের সাজা মকুব করল সুপ্রিম কোর্ট ৷ ফাঁসির বদলে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছে শীর্ষ আদালত ৷ আর এই রায় পরিবর্তন করা হয়েছে বিচারের স্বার্থেই। এমনটাই জানিয়েছে সর্বোচ্চ আদালত ৷
সুপ্রিম কোর্টের বিচারপতি বিআর গাভাই, বিচারপতি বিভি নাগারত্ন এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, "বিচার ব্যবস্থার স্বার্থেই আমরা মৃত্যুদণ্ডের আদেশ খারিজ করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছি ৷ এই কারাবাসের মেয়াদ 20 বছর এবং এই সময়সীমা কমানো যাবে না ৷"
এই মামলার আবেদনকারী মদন এবং সুদেশ পাল এলাহাবাদ হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল ৷ হাইকোর্ট মদনকে মৃত্যুদণ্ডের সাজা দেয় ৷ এদিকে সুদেশ পালকে ফাঁসির সাজা দিলেও পরে তা বদলে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় এলাহাবাদ হাইকোর্ট ৷
কী হয়েছিল ? উত্তরপ্রদেশের একটি গ্রামের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে ৷ এই সময় দোষীরা এলোপাথাড়ি গুলি চালায় ৷ তাতে 6 জনের মৃত্যু হয় ৷ 2003 সালের 14 অক্টোবর মদন, সুদেশ, কানওয়ার পাল, ঈশ্বর পাল এবং অন্যদের বিরুদ্ধে চার্জশিট পেশ করে পুলিশ ৷
বিচারপতি বিআর গাভাই রায় পড়ে শোনানোর সময় বলেন, "মদনকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে হাইকোর্ট ৷ অন্যদিকে, সুদেশ পালের ফাঁসির সাজা মকুব করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৷ যদি হাইকোর্টের রায় মেনে চলতে হয়, তাহলে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হবে ৷" বেঞ্চ উল্লেখ করে, সুদেশ পাল একটি নির্দিষ্ট সময় কারাবাসের পর আইন অনুযায়ী তার সাজার সময় কমানোর জন্য আবেদন করতেই পারে ৷ কিন্তু মদনের ক্ষেত্রে পরে আবেদনের কোনও সুযোগ থাকবে না।
শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, সবদিক খতিয়ে দেখা হয়েছে ৷ এই মামলাটিতে মৃত্যুদণ্ডই একমাত্র বিকল্প সাজা, এটা হতে পারে না ৷ এছাড়া সাক্ষ্যপ্রমাণ অনুযায়ী, সব দোষীরাই একই অপরাধ করেছে ৷ এই প্রসঙ্গে সুপ্রিম কোর্ট জানায়, নিম্ন আদালত মদন এবং সুদেশ পালকে ফাঁসির সাজা দিয়েছিল ৷ যদিও এই একই দোষে দোষী সাব্যস্ত ঈশ্বরকে যাবজ্জীবন সাজা দেওয়া হয় ৷ হাইকোর্ট একই সাক্ষ্যপ্রমাণের উপর ভিত্তি করে বিচার করেছে ৷ কিন্তু সেখানে মদনের জন্য মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে ৷ অন্যদিকে সুদেশ পালকে যাবজ্জীবন কারবাসের সাজায় দণ্ডিত করা হয়েছে ৷
আরও পড়ুন:
জোড়-বিজোড় প্রকল্প শুধু দেখানোর জন্য, দিল্লির বায়ু দূষণ নিয়ে মত সুপ্রিম কোর্টের
সমলিঙ্গ বিয়ে নিয়ে রায় পর্যালোচনার আবেদন সুপ্রিম কোর্টে
হাইকোর্টের বিচারপতিদের আদালতের নিয়ম মেনে চলার কথা স্মরণ করিয়ে দিল সুপ্রিম কোর্ট