ETV Bharat / bharat

Nupur Sharma: নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর দিল্লি পুলিশের কাছে পাঠাল সুপ্রিম কোর্ট

চলতি বছরের মে মাসের শেষে একটি বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা (Nupur Sharma Controversial Remark) ৷ সেই মন্তব্যের জেরে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ একাধিক রাজ্যে এফআইআরও হয় নূপুরের বিরুদ্ধে ৷ সেই সব এফআইআর দিল্লি পুলিশের কাছে স্থানান্তরিত করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷

Supreme Court clubs and transfers all FIRs against Nupur Sharma to Delhi Police
Nupur Sharma: নূপুরের বিরুদ্ধে দায়ের হওয়া সব এফআইআর দিল্লি পুলিশের কাছে পাঠাল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 10, 2022, 6:21 PM IST

নয়াদিল্লি, 10 অগস্ট : সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে স্বস্তি পেলেন সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma) ৷ গত মাস দু’য়েকে তাঁর বিরুদ্ধে যত এফআইআর (FIR) হয়েছে, সবগুলিই দিল্লি পুলিশের কাছে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও জে বি পর্দিওয়ালার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে, দিল্লি পুলিশের (Delhi Police) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নূপুরকে দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের মে মাসের শেষের দিকে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে হাজির হয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন নূপুর শর্মা (Nupur Sharma Controversial Remark) ৷ সেই মন্তব্যের জেরে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ একাধিক রাজ্যে এফআইআরও হয় নূপুরের বিরুদ্ধে ৷ বিজেপি নূপুরকে সাসপেন্ড করে ৷

এই পরিস্থিতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন নূপুর ৷ তাঁর বিরুদ্ধে হওয়া সব এফআইআর দিল্লি পুলিশের কাছে স্থানান্তরিত করার আবেদন করেন সাসপেন্ড হওয়া এই বিজেপি নেত্রী ৷ তার পর মামলা যায় সুপ্রিম কোর্টে ৷ আদালত বুধবার নূপুরের আবেদনই মঞ্জুর করল ৷ পাশাপাশি জানিয়েছে, এই তদন্ত করবে দিল্লি পুলিশের ইন্টালিজেন্স অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশনস (Intelligence Fusion & Strategic Operations) বা আইএফএসও (IFSO) ৷ তবে ওই পুলিশের অন্য অংশের সাহায্যও নিতে পারবে আইএফএসও৷

কেন এই নির্দেশ দেওয়া হল, সেই ব্যাখ্যা দিতে গিয়ে এদিন আদালত জানিয়েছে যে নূপুর শর্মার নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে ৷ সেই কারণেই সব মামলা দিল্লিতে স্থানান্তরিত করতে নির্দেশ দেওয়া হল ৷ পাশাপাশি বর্তমান এবং এই নিয়ে ভবিষ্যতে হওয়া সব এফআইআর বাতিল করার আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হওয়ার সুযোগও শীর্ষ আদালত এদিন নূপুর শর্মাকে দিয়েছে ৷

নূপুরের হয়ে মামলা লড়েন মনিন্দর সিং ৷ বর্ষীয়ান এই আইনজীবী আদালতে জানান, শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বারবার তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশ হাজিরার জন্য সমন পাঠাচ্ছে ৷ পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এদিন আদালতে উপস্থিত ছিলেন মানেকা গুরুস্বামী ৷ তিনি আদালত নিযুক্ত সিটের দ্বারা তদন্তের আবেদন করেছিলেন ৷ কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছেন ৷

আরও পড়ুন : 'নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য দুর্ভাগ্যজনক', খোলা চিঠি প্রাক্তন বিচারপতি ও আমলাদের

নয়াদিল্লি, 10 অগস্ট : সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে স্বস্তি পেলেন সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নূপুর শর্মা (Nupur Sharma) ৷ গত মাস দু’য়েকে তাঁর বিরুদ্ধে যত এফআইআর (FIR) হয়েছে, সবগুলিই দিল্লি পুলিশের কাছে স্থানান্তরিত করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ বুধবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও জে বি পর্দিওয়ালার বেঞ্চ এই নির্দেশ দিয়েছে ৷ একই সঙ্গে আদালত জানিয়েছে, দিল্লি পুলিশের (Delhi Police) তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নূপুরকে দেওয়া অন্তর্বর্তী রক্ষাকবচ বহাল থাকবে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, চলতি বছরের মে মাসের শেষের দিকে একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে হাজির হয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন নূপুর শর্মা (Nupur Sharma Controversial Remark) ৷ সেই মন্তব্যের জেরে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয় ৷ একাধিক রাজ্যে এফআইআরও হয় নূপুরের বিরুদ্ধে ৷ বিজেপি নূপুরকে সাসপেন্ড করে ৷

এই পরিস্থিতি দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন নূপুর ৷ তাঁর বিরুদ্ধে হওয়া সব এফআইআর দিল্লি পুলিশের কাছে স্থানান্তরিত করার আবেদন করেন সাসপেন্ড হওয়া এই বিজেপি নেত্রী ৷ তার পর মামলা যায় সুপ্রিম কোর্টে ৷ আদালত বুধবার নূপুরের আবেদনই মঞ্জুর করল ৷ পাশাপাশি জানিয়েছে, এই তদন্ত করবে দিল্লি পুলিশের ইন্টালিজেন্স অ্যান্ড স্ট্রাটেজিক অপারেশনস (Intelligence Fusion & Strategic Operations) বা আইএফএসও (IFSO) ৷ তবে ওই পুলিশের অন্য অংশের সাহায্যও নিতে পারবে আইএফএসও৷

কেন এই নির্দেশ দেওয়া হল, সেই ব্যাখ্যা দিতে গিয়ে এদিন আদালত জানিয়েছে যে নূপুর শর্মার নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছে ৷ সেই কারণেই সব মামলা দিল্লিতে স্থানান্তরিত করতে নির্দেশ দেওয়া হল ৷ পাশাপাশি বর্তমান এবং এই নিয়ে ভবিষ্যতে হওয়া সব এফআইআর বাতিল করার আবেদন নিয়ে দিল্লি হাইকোর্টের (Delhi High Court) দ্বারস্থ হওয়ার সুযোগও শীর্ষ আদালত এদিন নূপুর শর্মাকে দিয়েছে ৷

নূপুরের হয়ে মামলা লড়েন মনিন্দর সিং ৷ বর্ষীয়ান এই আইনজীবী আদালতে জানান, শীর্ষ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও বারবার তাঁকে পশ্চিমবঙ্গ পুলিশ হাজিরার জন্য সমন পাঠাচ্ছে ৷ পশ্চিমবঙ্গ সরকারের হয়ে এদিন আদালতে উপস্থিত ছিলেন মানেকা গুরুস্বামী ৷ তিনি আদালত নিযুক্ত সিটের দ্বারা তদন্তের আবেদন করেছিলেন ৷ কিন্তু সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছেন ৷

আরও পড়ুন : 'নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য দুর্ভাগ্যজনক', খোলা চিঠি প্রাক্তন বিচারপতি ও আমলাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.