ETV Bharat / bharat

মুখবন্ধ খামে নয়া তিন কৃষি আইন নিয়ে রিপোর্ট পেশ কমিটির - রিপোর্ট পেশ কমিটির

নয়া তিন কৃষি আইন নিয়ে রিপোর্ট পেশ করেছে সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশষ কমিটি ৷ গত 19 মার্চ মুখবন্ধ খামে এই রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়া হয় বলে জানান কমিটির অন্যতম সদস্য তথা কৃষি অর্থনীতিবিদ অনিল গণবত ৷

Supreme Court-Appointed Panel Submits Report On Farm Laws
মুখবন্ধ খামে নয়া তিন কৃষি আইন নিয়ে রিপোর্ট পেশ কমিটির
author img

By

Published : Mar 31, 2021, 2:54 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ : মুখবন্ধ খামে নয়া তিন কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করল শীর্ষ আদালত নিযুক্ত তিন সদস্যের বিশেষ কমিটি ৷ সূত্রের খবর, প্রায় 85টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর এই রিপোর্ট তৈরি করা হয়েছে ৷ সমস্য়ার সমাধান সূত্র নিয়ে আলোচনার পরই এই রিপোর্ট পেশ করা হয়েছে ৷

কৃষি অর্থনীতিবিদ অনিল গণবত এই সম্পর্কে বলেন, ‘‘গত 19 মার্চ মুখবন্ধ খামে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়েছে ৷’’ যদিও তাতে ঠিক কী লেখা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনিল ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে, ‘‘বিষয়টি গোপনীয় এবং আদালতের বিচারাধীন’’ বলে এড়িয়ে গিয়েছেন তিনি ৷

সূত্রের খবর, নয়া তিন কৃষি আইন নিয়ে দেশের আমজনতা কী ভাবছে, তাও খতিয়ে দেখেছেন কমিটির সদস্যরা ৷ জনসাধারণের মতামত জানতে প্রথম সারির সংবাদপত্রগুলিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় ৷

আরও পড়ুন : কৃষি আইন কি মোদির বন্ধুদের স্বার্থে, প্রশ্ন প্রিয়াঙ্কার

প্রসঙ্গত, নয়া তিন কৃষি আইন নিয়ে কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে গত জানুয়ারি মাসেই আইনগুলি স্থগিত করে সুপ্রিম কোর্ট ৷ সমস্য়ার সমাধানে নিয়োগ করা হয় বিশেষ কমিটি ৷ কমিটিতে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অনিল গণবত, অশোক গুলাটি এবং প্রমোদ জোশি ৷ প্রাথমিকভাবে ভারতীয় কৃষক সংগঠনের সভাপতি ভূপিন্দর সিং মনকে কমিটিতে রাখা হলেও পরে তিনি পদত্যাগ করেন ৷

নয়া তিন কৃষি আইন বিস্তারিতভাবে পড়ে দেখার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় কমিটির সদস্যদের ৷

নয়াদিল্লি, 31 মার্চ : মুখবন্ধ খামে নয়া তিন কৃষি আইন নিয়ে সুপ্রিম কোর্টে রিপোর্ট পেশ করল শীর্ষ আদালত নিযুক্ত তিন সদস্যের বিশেষ কমিটি ৷ সূত্রের খবর, প্রায় 85টি কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর এই রিপোর্ট তৈরি করা হয়েছে ৷ সমস্য়ার সমাধান সূত্র নিয়ে আলোচনার পরই এই রিপোর্ট পেশ করা হয়েছে ৷

কৃষি অর্থনীতিবিদ অনিল গণবত এই সম্পর্কে বলেন, ‘‘গত 19 মার্চ মুখবন্ধ খামে শীর্ষ আদালতে রিপোর্ট জমা দেওয়া হয়েছে ৷’’ যদিও তাতে ঠিক কী লেখা হয়েছে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি অনিল ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে, ‘‘বিষয়টি গোপনীয় এবং আদালতের বিচারাধীন’’ বলে এড়িয়ে গিয়েছেন তিনি ৷

সূত্রের খবর, নয়া তিন কৃষি আইন নিয়ে দেশের আমজনতা কী ভাবছে, তাও খতিয়ে দেখেছেন কমিটির সদস্যরা ৷ জনসাধারণের মতামত জানতে প্রথম সারির সংবাদপত্রগুলিতে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয় ৷

আরও পড়ুন : কৃষি আইন কি মোদির বন্ধুদের স্বার্থে, প্রশ্ন প্রিয়াঙ্কার

প্রসঙ্গত, নয়া তিন কৃষি আইন নিয়ে কৃষকদের লাগাতার আন্দোলনের জেরে গত জানুয়ারি মাসেই আইনগুলি স্থগিত করে সুপ্রিম কোর্ট ৷ সমস্য়ার সমাধানে নিয়োগ করা হয় বিশেষ কমিটি ৷ কমিটিতে রয়েছেন কৃষি অর্থনীতিবিদ অনিল গণবত, অশোক গুলাটি এবং প্রমোদ জোশি ৷ প্রাথমিকভাবে ভারতীয় কৃষক সংগঠনের সভাপতি ভূপিন্দর সিং মনকে কমিটিতে রাখা হলেও পরে তিনি পদত্যাগ করেন ৷

নয়া তিন কৃষি আইন বিস্তারিতভাবে পড়ে দেখার এবং সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেওয়া হয় কমিটির সদস্যদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.