ETV Bharat / bharat

Pegasus Case: পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্টের নির্দেশ

পেগাসাস কাণ্ডের (Pegasus case) তদন্তে কমিটি (Committee) গঠন করতে চলেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ জানালেন প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice NV Ramana) ৷

Supreme Court agrees to set up committee to probe Pegasus case
পেগাসাস কাণ্ডের তদন্তে কমিটি গঠন করবে সুপ্রিম কোর্ট
author img

By

Published : Sep 23, 2021, 12:29 PM IST

Updated : Sep 23, 2021, 1:13 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: পেগাসাস কাণ্ডের (Pegasus case) তদন্তে কমিটি (Committee) গঠন করবে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আজ একথা জানিয়েছেন প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice NV Ramana) ৷ এই নিয়ে অন্তর্বর্তী নির্দেশ আগামী সপ্তাহেই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

শীর্ষ আদালতে শুনানি চলছিল অন্য একটি বিষয়ের ৷ সেখানে উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন জনৈক পেগাসাস পিটিশনার ৷ তাঁর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "আমরা এ বিষয়ে এ সপ্তাহের আগেই একটি নির্দেশ দিতে চেয়েছিলাম...কিন্তু তবে আমাদের মধ্যে কয়েকজন সদস্য বিশেষজ্ঞ কমিটির বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন...ব্যক্তিগত কারণে তাঁরা এই কমিটির অংশ হতে চাননি ৷ সেই কারণে দেরি হল ৷ পেগাসাস নিয়ে আমরা সামনের সপ্তাহে নির্দেশ দেওয়ার চেষ্টা করব ৷"

কেন্দ্র ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বেআইনিভাবে দেশের নানা নেতা, সাংবাদিক ও সামাজিক কর্মীর ইলেকট্রনিক ডিভাইসে বেআইনি নজরদারি চালাচ্ছে, এই অভিযোগে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল দিনকয়েক আগেই ৷ সংসদের প্রায় গোটা বাদল অধিবেশনে চলে পেগাসাস বিতর্কের জের ৷ ফোনে আড়ি পাতা নিয়ে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল করা হয়েছে ৷ তারই শুনানি চলছে শীর্ষ আদালতে ৷

আরও পড়ুন: Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

আন্তর্জাতিক স্তরে হওয়া একটি তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই পেগাসাস কাণ্ড প্রকাশ্যে আসে ৷ সেই রিপোর্ট অনুযায়ী স্পাই সফটওয়্য়ার পেগাসাসের মাধ্যমে বিরোধী দলের বেশ কয়েকজন নেতা, সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে ৷ পেগাসাস মামলায় বিস্তারিত হলফনামা জমা দিতে চায় না কেন্দ্রীয় সরকার ৷ শীর্ষ আদালতকে তারা সেটাই জানিয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে নিয়ে গঠিত বেঞ্চকে কেন্দ্র জানিয়েছিল, এখানে লুকানোর কিছু নেই ৷ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করে এই ঘটনার তদন্ত করা হবে ৷

আরও পড়ুন : Snooping case : পেগাসাস তদন্ত কমিশন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

যে বেঞ্চে পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে মামলা চলছে, সেখানে প্রধান বিচারপতি ছাড়াও আছেন বিচারপতি সূর্য কান্ত ও হিমা কোহলি ৷ তাঁদের কাছে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, কোনও বিশেষ সফটওয়্যার সরকার ব্যবহার করেছে নাকি করেনি, সেটা জনসমক্ষে আলোচনা করার বিষয় নয় ৷ এই বিষয়টি হলফনামায় উল্লেখ করা জাতীয় স্বার্থে ঠিক হবে না ৷ তবে বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি যে তদন্ত করছে, তার রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়া হবে ৷

আরও পড়ুন : Pegasus: পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: পেগাসাস কাণ্ডের (Pegasus case) তদন্তে কমিটি (Committee) গঠন করবে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ আজ একথা জানিয়েছেন প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice NV Ramana) ৷ এই নিয়ে অন্তর্বর্তী নির্দেশ আগামী সপ্তাহেই দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

শীর্ষ আদালতে শুনানি চলছিল অন্য একটি বিষয়ের ৷ সেখানে উপস্থিত আইনজীবীদের মধ্যে ছিলেন জনৈক পেগাসাস পিটিশনার ৷ তাঁর উদ্দেশে প্রধান বিচারপতি বলেন, "আমরা এ বিষয়ে এ সপ্তাহের আগেই একটি নির্দেশ দিতে চেয়েছিলাম...কিন্তু তবে আমাদের মধ্যে কয়েকজন সদস্য বিশেষজ্ঞ কমিটির বিষয়ে ভাবনাচিন্তা করছিলেন...ব্যক্তিগত কারণে তাঁরা এই কমিটির অংশ হতে চাননি ৷ সেই কারণে দেরি হল ৷ পেগাসাস নিয়ে আমরা সামনের সপ্তাহে নির্দেশ দেওয়ার চেষ্টা করব ৷"

কেন্দ্র ইজরায়েলি স্পাইওয়্যার ব্যবহার করে বেআইনিভাবে দেশের নানা নেতা, সাংবাদিক ও সামাজিক কর্মীর ইলেকট্রনিক ডিভাইসে বেআইনি নজরদারি চালাচ্ছে, এই অভিযোগে দেশজুড়ে তোলপাড় পড়ে গিয়েছিল দিনকয়েক আগেই ৷ সংসদের প্রায় গোটা বাদল অধিবেশনে চলে পেগাসাস বিতর্কের জের ৷ ফোনে আড়ি পাতা নিয়ে তদন্তের দাবিতে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল করা হয়েছে ৷ তারই শুনানি চলছে শীর্ষ আদালতে ৷

আরও পড়ুন: Pegasus Snooping : পেগাসাস নিয়ে বিস্তারিত হলফনামা দিতে নারাজ কেন্দ্র, সুপ্রিম কোর্টে জানালেন সলিসিটর জেনারেল

আন্তর্জাতিক স্তরে হওয়া একটি তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই পেগাসাস কাণ্ড প্রকাশ্যে আসে ৷ সেই রিপোর্ট অনুযায়ী স্পাই সফটওয়্য়ার পেগাসাসের মাধ্যমে বিরোধী দলের বেশ কয়েকজন নেতা, সাংবাদিক, সমাজকর্মীদের ফোনে আড়ি পাতার অভিযোগ ওঠে ৷ পেগাসাস মামলায় বিস্তারিত হলফনামা জমা দিতে চায় না কেন্দ্রীয় সরকার ৷ শীর্ষ আদালতকে তারা সেটাই জানিয়েছে ৷ দেশের প্রধান বিচারপতি এন ভি রামানাকে নিয়ে গঠিত বেঞ্চকে কেন্দ্র জানিয়েছিল, এখানে লুকানোর কিছু নেই ৷ বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি তৈরি করে এই ঘটনার তদন্ত করা হবে ৷

আরও পড়ুন : Snooping case : পেগাসাস তদন্ত কমিশন নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

যে বেঞ্চে পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে মামলা চলছে, সেখানে প্রধান বিচারপতি ছাড়াও আছেন বিচারপতি সূর্য কান্ত ও হিমা কোহলি ৷ তাঁদের কাছে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন, কোনও বিশেষ সফটওয়্যার সরকার ব্যবহার করেছে নাকি করেনি, সেটা জনসমক্ষে আলোচনা করার বিষয় নয় ৷ এই বিষয়টি হলফনামায় উল্লেখ করা জাতীয় স্বার্থে ঠিক হবে না ৷ তবে বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি যে তদন্ত করছে, তার রিপোর্ট শীর্ষ আদালতে জমা দেওয়া হবে ৷

আরও পড়ুন : Pegasus: পেগাসাস কাণ্ডে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের

Last Updated : Sep 23, 2021, 1:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.