ETV Bharat / bharat

Supreme Court on LGBTQ+ rights: বিবাহে আইনি বৈধতা না দিলেও সমকামী যুগলদের অধিকারকে মান্যতা সুপ্রিম কোর্টের - সুপ্রিম কোর্ট

সমলিঙ্গের যুগলদের মধ্যে বিবাহের আইনি স্বীকৃতির বিষয়টি মঙ্গলবার সুপ্রিম কোর্ট সরকার ও আইনসভার উপরেই ছেড়ে দিয়েছে ৷ কিন্তু সমকামী যুগলদের অধিকারের বিষয়ে এদিন একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

ETV BHarat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 17, 2023, 4:37 PM IST

Updated : Oct 17, 2023, 5:08 PM IST

হায়দরাবাদ, 17 অক্টোবর: সমকামী সম্পর্ককে মান্যতা দিলেও, সমলিঙ্গের মধ্যে বৈবাহিক সম্পর্ককে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির বিষয়টি আইনসভার উপর ছেড়ে দিলেও, এদিন সমকামীদের সামাজিক অধিকার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ৷ একনজরে দেখে নেওয়া যাক বিচারপতিদের এই বিষয়ে বিচারপতিদের গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ ৷

এলজিবিটিকিউআইএ+ কমিউনিটির মানুষদের অধিকারকে মান্যতা আদালতের

সুপ্রিম কোর্টের তরফে এদিন বলা হয়েছে, সঙ্গী বাছাই করা বা কোনও সম্পর্কে যাওয়া ব্যক্তির অধিকারের মধ্যে পড়ে ৷ কোনও ব্যক্তির যৌনতা উপর ভিত্তি করে সেই অধিকার কেড়ে নেওয়া যায় না ৷ কারণ এই বিষয়টি সংবিধান প্রদত্ত মৌলিক সমানাধিকারের মধ্যে পড়ে, তাই এই বিষয়ে বৈষম্য কাম্য নয় ৷

সমকামী যুগলদের অধিকারের পক্ষে এদিন জোর সওয়াল করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এসকে কৌল ৷ প্রধান বিচারপতি বলেন, "জীবনসঙ্গী বাছাই বিষয়টি ব্যক্তির জীবনের অবিচ্ছেদ্য অংশ ৷ সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে এই বিষয়টি তার সঙ্গে যুক্ত ৷" এদিন প্রধান বিচারপতি এদিন আরও জানান, জীবনসঙ্গী নির্বাচনের অধিকার না দেওয়া মানে কুইয়্যার সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা ৷ এমনকি, সমকামী সম্পর্ককে শহুরে ও অভিজাত ধারণা বলে যে দাবি করা হয়েছিল, প্রধান বিচারপতি এদিন তাও খারিজ করে দিয়েছেন ৷ বিয়ের বিষয়টি শুধুমাত্র সমাজের নির্দিষ্ট কিছু অংশের অধিকার হয়ে থাকতে পারে না বলে বিবাহকে 'বিবর্তনবাদ' বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷

ডিওয়াই চন্দ্রচূড়ের কথারই প্রতিধ্বনী এদিন কার্যত শোনা গিয়েছে বিচারপতি কৌলের গলাতেও ৷ সমকামীদের অধিকারের বিষয়টি সামাজিক মান্যতা নয়, বরং সংবিধানের দেওয়া অধিকার ও মান্যতার উপর নির্ভর করে বলেও এদিন তিনি জানান ৷ ইতিহাসেও সমকামী সম্পর্কের উদাহরণ রয়েছে এবং এর সঙ্গে যৌনতা ছাড়াও মানসিক সম্পর্কও জড়িত বলে বিচারপতি জানান ৷

দত্তক নেওয়ার অধিকার

সমকামী যুগলদের শিশু দত্তক নেওয়ার অধিকার দেওয়া যাবে কি না, তা নিয়ে এদিন স্পষ্ট মতভেদ দেখা যায় বিচারপতিদের মধ্যে ৷ প্রধান বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি কৌল কুইয়্যার যুগলদের শিশু দত্তক নেওয়ার অধিকারের পক্ষে সওয়াল করলেও, তাঁদের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন অপর তিন বিচারপতি হিমা কোহলি, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও পিএস নরসিমা ৷ বিচারপতি ভাট জানান, দত্তক নেওয়ার বিষয়টি অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে বাড়ির পরিবেশও অন্যতম ৷ তাই সরকারের উচিত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ৷

কেন্দ্রীয় সরকারকে কমিটি গঠনের নির্দেশ

তবে বাস্তবে সমকামী যুগলদের যে নানা সমস্যার মুখে পড়তে হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে ৷ এর আগে কেন্দ্রের তরফেই অবশ্য জানানো হয়েছিল যে, তারা এই বিষয়ে ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি গঠন করতে চায় ৷ আদালত নির্দেশ দিয়েছে, সমকামী যুগলদের রেশন কার্ড, পেনশন, গ্র্যাচ্যুইটি ও উত্তরাধিকারের বিষয়টি খতিয়ে দেখতে হবে এই কমিটিকে ও এই বিষয়গুলির ক্ষেত্রে কী প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন জানাবে এই কমিটি ৷

মনে করা হচ্ছে, বিবাহের আইনি স্বীকৃতি সরাসরি না দিলেও, এই নির্দেশের মাধ্যমেই কোর্ট সমকামী যুগলদের সম্পর্ককে মান্যতা দেওয়ার বিষয়টি বুঝিয়ে দিয়েছে ৷ এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে ও সমাজে তাঁদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা দূর করতে আদালতের এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: সমকামী যুগলের বিয়েতে আইনি বৈধতা দিল না সুপ্রিম কোর্ট

অনেকেই সুপ্রিম কোর্টের এদিনের বিভিন্ন নির্দেশ ও পর্যবেক্ষণকে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন ৷ আদালতের এদিনের রায়, ভবিষ্যতে এদেশে এলজিবিটিকিউআইএ+ সম্প্রয়াদের মানুষদের বিভিন্ন অধিকার পাইয়ে দিতে ও তাঁদের সামাজিক সুরক্ষা ও মান্যতা দিতে নতুন পথ খুলে দেবে বলে মনে করছেন আইনজীবীরা ৷

হায়দরাবাদ, 17 অক্টোবর: সমকামী সম্পর্ককে মান্যতা দিলেও, সমলিঙ্গের মধ্যে বৈবাহিক সম্পর্ককে মান্যতা দেয়নি সুপ্রিম কোর্ট ৷ মঙ্গলবার দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সমলিঙ্গ বিবাহের আইনি স্বীকৃতির বিষয়টি আইনসভার উপর ছেড়ে দিলেও, এদিন সমকামীদের সামাজিক অধিকার বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন ৷ একনজরে দেখে নেওয়া যাক বিচারপতিদের এই বিষয়ে বিচারপতিদের গুরুত্বপূর্ণ কিছু পর্যবেক্ষণ ৷

এলজিবিটিকিউআইএ+ কমিউনিটির মানুষদের অধিকারকে মান্যতা আদালতের

সুপ্রিম কোর্টের তরফে এদিন বলা হয়েছে, সঙ্গী বাছাই করা বা কোনও সম্পর্কে যাওয়া ব্যক্তির অধিকারের মধ্যে পড়ে ৷ কোনও ব্যক্তির যৌনতা উপর ভিত্তি করে সেই অধিকার কেড়ে নেওয়া যায় না ৷ কারণ এই বিষয়টি সংবিধান প্রদত্ত মৌলিক সমানাধিকারের মধ্যে পড়ে, তাই এই বিষয়ে বৈষম্য কাম্য নয় ৷

সমকামী যুগলদের অধিকারের পক্ষে এদিন জোর সওয়াল করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি এসকে কৌল ৷ প্রধান বিচারপতি বলেন, "জীবনসঙ্গী বাছাই বিষয়টি ব্যক্তির জীবনের অবিচ্ছেদ্য অংশ ৷ সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদে জীবন ও স্বাধীনতার যে অধিকার দেওয়া হয়েছে এই বিষয়টি তার সঙ্গে যুক্ত ৷" এদিন প্রধান বিচারপতি এদিন আরও জানান, জীবনসঙ্গী নির্বাচনের অধিকার না দেওয়া মানে কুইয়্যার সম্প্রদায়ের সঙ্গে বৈষম্য করা ৷ এমনকি, সমকামী সম্পর্ককে শহুরে ও অভিজাত ধারণা বলে যে দাবি করা হয়েছিল, প্রধান বিচারপতি এদিন তাও খারিজ করে দিয়েছেন ৷ বিয়ের বিষয়টি শুধুমাত্র সমাজের নির্দিষ্ট কিছু অংশের অধিকার হয়ে থাকতে পারে না বলে বিবাহকে 'বিবর্তনবাদ' বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ৷

ডিওয়াই চন্দ্রচূড়ের কথারই প্রতিধ্বনী এদিন কার্যত শোনা গিয়েছে বিচারপতি কৌলের গলাতেও ৷ সমকামীদের অধিকারের বিষয়টি সামাজিক মান্যতা নয়, বরং সংবিধানের দেওয়া অধিকার ও মান্যতার উপর নির্ভর করে বলেও এদিন তিনি জানান ৷ ইতিহাসেও সমকামী সম্পর্কের উদাহরণ রয়েছে এবং এর সঙ্গে যৌনতা ছাড়াও মানসিক সম্পর্কও জড়িত বলে বিচারপতি জানান ৷

দত্তক নেওয়ার অধিকার

সমকামী যুগলদের শিশু দত্তক নেওয়ার অধিকার দেওয়া যাবে কি না, তা নিয়ে এদিন স্পষ্ট মতভেদ দেখা যায় বিচারপতিদের মধ্যে ৷ প্রধান বিচারপতি চন্দ্রচূড় ও বিচারপতি কৌল কুইয়্যার যুগলদের শিশু দত্তক নেওয়ার অধিকারের পক্ষে সওয়াল করলেও, তাঁদের সঙ্গে ভিন্ন মত পোষণ করেন অপর তিন বিচারপতি হিমা কোহলি, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও পিএস নরসিমা ৷ বিচারপতি ভাট জানান, দত্তক নেওয়ার বিষয়টি অনেকগুলি বিষয়ের উপর নির্ভর করে, তার মধ্যে বাড়ির পরিবেশও অন্যতম ৷ তাই সরকারের উচিত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া ৷

কেন্দ্রীয় সরকারকে কমিটি গঠনের নির্দেশ

তবে বাস্তবে সমকামী যুগলদের যে নানা সমস্যার মুখে পড়তে হয়, সেই বিষয়টিকে গুরুত্ব দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ এই বিষয়টি নিয়ে কেন্দ্রকে একটি কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে ৷ এর আগে কেন্দ্রের তরফেই অবশ্য জানানো হয়েছিল যে, তারা এই বিষয়ে ক্যাবিনেট সেক্রেটারির নেতৃত্বে একটি কমিটি গঠন করতে চায় ৷ আদালত নির্দেশ দিয়েছে, সমকামী যুগলদের রেশন কার্ড, পেনশন, গ্র্যাচ্যুইটি ও উত্তরাধিকারের বিষয়টি খতিয়ে দেখতে হবে এই কমিটিকে ও এই বিষয়গুলির ক্ষেত্রে কী প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন জানাবে এই কমিটি ৷

মনে করা হচ্ছে, বিবাহের আইনি স্বীকৃতি সরাসরি না দিলেও, এই নির্দেশের মাধ্যমেই কোর্ট সমকামী যুগলদের সম্পর্ককে মান্যতা দেওয়ার বিষয়টি বুঝিয়ে দিয়েছে ৷ এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায়ের উন্নয়নের স্বার্থে ও সমাজে তাঁদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তা দূর করতে আদালতের এই নির্দেশ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: সমকামী যুগলের বিয়েতে আইনি বৈধতা দিল না সুপ্রিম কোর্ট

অনেকেই সুপ্রিম কোর্টের এদিনের বিভিন্ন নির্দেশ ও পর্যবেক্ষণকে ঐতিহাসিক আখ্যা দিচ্ছেন ৷ আদালতের এদিনের রায়, ভবিষ্যতে এদেশে এলজিবিটিকিউআইএ+ সম্প্রয়াদের মানুষদের বিভিন্ন অধিকার পাইয়ে দিতে ও তাঁদের সামাজিক সুরক্ষা ও মান্যতা দিতে নতুন পথ খুলে দেবে বলে মনে করছেন আইনজীবীরা ৷

Last Updated : Oct 17, 2023, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.