মুম্বই, 20 জুন : দেশের অর্থনৈতিক পরিস্থিতি পুনরুদ্ধার করতে গেলে দেশের নিজস্ব অর্থনৈতিক ভান্ডার, আর্থিক আর বিভিন্ন বিভাগের মিলিত সহযোগিতা লাগবে বলে জানালেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ৷ শুক্রবার মানিটারি পলিসি কমিটি (এমপিসি)-র বৈঠকে তিনি জানান যে, প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত অর্থনীতিকে চাঙ্গা করতে গেলে নিরবচ্ছিন্ন অর্থনৈতিক কার্যকলাপ চালানো দরকার ৷
এদিন বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে মত দিয়েছেন, শক্তিকান্ত দাস, শশাঙ্খ ভিন্দে, অসীম গোয়েল, জয়ন্ত আর ভার্মা, মৃদুল কে সাগর, আর মাইকেল, দেবব্রত পাত্র ৷ শক্তিাকান্ত জানিয়েছেন, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউয়ের পর একটু একটু করে ছন্দে ফিরছিল দেশের অর্থনীতি, কিন্তু পুরোপুরি চাঙ্গা হওয়ার আগেই দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে ৷ তাও প্রথম ঢেউয়ের তুলনায় দ্বিতীয় ঢেউয়ে দেশে সরবরাহ প্রক্রিয়া সচল ছিল ৷ রপ্তানি বাণিজ্যের অবস্থাও খুবই খারাপ ৷
তিনি বলেন, "একই সময়ে আর্থিক বৃদ্ধির পুনরুদ্ধারের উপর জোর দিয়ে শক্তিশালী নীতির সাহায্যে এগিয়ে যেতে হবে ৷" জয়ন্ত ভার্মা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে দেশের মূল্যবৃদ্ধির হার বেড়েই চলেছে ৷ আর বেশ কিছু দিন এমনটাই চলবার আভাস পাওয়া গিয়েছে ৷