নয়াদিল্লি, 13 জুলাই: আজ অর্থাৎ বুধবার গুরু পূর্ণিমায় দেখা যাবে 2022 সালের দ্বিতীয় সুপার মুন ৷ ভারতের সব জায়গা থেকেই এই সুপার মুন দেখা যাবে ৷ ভারতীয় সময় অনুযায়ী 14 জুলাই মধ্যরাত 12টা 7 মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে চাঁদ (Supermoon will be seen from India Today at Mid Night) ৷ এদিন সন্ধ্যা 7টা 21 মিনিটে ভারতের আকাশে চাঁদ উঠবে ৷ তার পর ধীরে ধীরে সেটি বড় হতে শুরু করবে ৷ অর্থাৎ, পৃথিবীর আরও কাছে আসতে থাকবে ৷
গত জুন মাসে সুপার মুন দেখা গিয়েছিল ৷ অর্থাৎ, সাধারণ পূর্ণিমার থেকেও চাঁদ এ দিন আরও বড় দেখায় পৃথিবী থেকে ৷ জুন মাসে সেই দৃশ্য কেউ না দেখে থাকলে, আবারও সুযোগ রয়েছে ৷ আজ মধ্যরাত 12টা 7 মিনিটে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে ৷ যা 2022 সালের সবচেয়ে বড় চাঁদ অর্থাৎ, সুপার মুন ৷ প্রসঙ্গত, বুধবার সকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সুপার মুন দেখা যাচ্ছে ৷ শুক্রবার ভোর পর্যন্ত এই সুপার মুন দেখা যাবে ৷ যা ভারত থেকে আজ মধ্যরাতে দেখা যাবে ৷
জুলাই মাসের এই সুপার মুনকে ‘বাক মুন’ বলা হয় ৷ তবে, এই নামকরণের সঙ্গে ‘বাক’ অর্থাৎ, নগদের কোনও যোগ নেই ৷ এমন নামকরণের পিছনে রয়েছে, প্রকৃতির সম্পর্ক ৷ পুরনো কৃষি পঞ্জিকা অনুযায়ী, জুলাই মাসের পূর্ণিমাকে ‘বাক মুন’ বলা হয় ৷ কারণ, এই সময় পুরুষ হরিণের শিংয়ের বৃদ্ধি তার চূড়ান্ত পর্যায়ে থাকে ৷ বলা হয়, প্রত্যেক বছর হরিণের শিং খসে পড়ার পর, এই সময় নতুন শিং তৈরি হয় ৷ যা আরও বড় এবং চিত্তাকর্ষক হয় ৷
আরও পড়ুন: Gujrat Ghari Sweet : এক কেজি মিষ্টির দাম 9 হাজার টাকা !
আজকের এই সুপার মুন পৃথিবী থেকে 3 লক্ষ 57 হাজার 418 কিলোমিটার দূরে থাকবে ৷ যা জুন মাসের সুপার মুনের থেকেও প্রায় 200 কিলোমিটার কাছে অবস্থান করবে ৷ আর জুন মাসের সুপার মুনকে ‘স্ট্রবেরি মুন’ বলা হচ্ছিল ৷ কারণ, সেই সুপার মুন স্ট্রবেরি চাষের সময় হয়েছিল ৷