ETV Bharat / bharat

Supermoon of The Year: গুরু পূর্ণিমায় ভারতের আকাশে বছরের সেরা ‘সুপার মুন’ - Supermoon of The Year will be seen from India Today at Mid Night

আজ ভারত সহ বিশ্বের একাধিক দেশ থেকে দেখা যাবে সুপার মুন (Supermoon of The Year will See Today Mid Night It Visible from India too) ৷ গুরু পূর্ণিমার দিনের এই সুপার মুনকে ‘বাক মুন’ বলা হচ্ছে ৷ এটি 2022 সালের দ্বিতীয় সুপার মুন ৷ এর আগের সুপার মুন জুন মাসে হয়েছিল ৷ আজকের সুপার মুন তাঁর থেকেই বড় ৷

Supermoon of The Year will See Today Mid Night It Visible from India too
Supermoon of The Year will See Today Mid Night It Visible from India too
author img

By

Published : Jul 13, 2022, 6:09 PM IST

নয়াদিল্লি, 13 জুলাই: আজ অর্থাৎ বুধবার গুরু পূর্ণিমায় দেখা যাবে 2022 সালের দ্বিতীয় সুপার মুন ৷ ভারতের সব জায়গা থেকেই এই সুপার মুন দেখা যাবে ৷ ভারতীয় সময় অনুযায়ী 14 জুলাই মধ্যরাত 12টা 7 মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে চাঁদ (Supermoon will be seen from India Today at Mid Night) ৷ এদিন সন্ধ্যা 7টা 21 মিনিটে ভারতের আকাশে চাঁদ উঠবে ৷ তার পর ধীরে ধীরে সেটি বড় হতে শুরু করবে ৷ অর্থাৎ, পৃথিবীর আরও কাছে আসতে থাকবে ৷

গত জুন মাসে সুপার মুন দেখা গিয়েছিল ৷ অর্থাৎ, সাধারণ পূর্ণিমার থেকেও চাঁদ এ দিন আরও বড় দেখায় পৃথিবী থেকে ৷ জুন মাসে সেই দৃশ্য কেউ না দেখে থাকলে, আবারও সুযোগ রয়েছে ৷ আজ মধ্যরাত 12টা 7 মিনিটে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে ৷ যা 2022 সালের সবচেয়ে বড় চাঁদ অর্থাৎ, সুপার মুন ৷ প্রসঙ্গত, বুধবার সকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সুপার মুন দেখা যাচ্ছে ৷ শুক্রবার ভোর পর্যন্ত এই সুপার মুন দেখা যাবে ৷ যা ভারত থেকে আজ মধ্যরাতে দেখা যাবে ৷

জুলাই মাসের এই সুপার মুনকে ‘বাক মুন’ বলা হয় ৷ তবে, এই নামকরণের সঙ্গে ‘বাক’ অর্থাৎ, নগদের কোনও যোগ নেই ৷ এমন নামকরণের পিছনে রয়েছে, প্রকৃতির সম্পর্ক ৷ পুরনো কৃষি পঞ্জিকা অনুযায়ী, জুলাই মাসের পূর্ণিমাকে ‘বাক মুন’ বলা হয় ৷ কারণ, এই সময় পুরুষ হরিণের শিংয়ের বৃদ্ধি তার চূড়ান্ত পর্যায়ে থাকে ৷ বলা হয়, প্রত্যেক বছর হরিণের শিং খসে পড়ার পর, এই সময় নতুন শিং তৈরি হয় ৷ যা আরও বড় এবং চিত্তাকর্ষক হয় ৷

আরও পড়ুন: Gujrat Ghari Sweet : এক কেজি মিষ্টির দাম 9 হাজার টাকা !

আজকের এই সুপার মুন পৃথিবী থেকে 3 লক্ষ 57 হাজার 418 কিলোমিটার দূরে থাকবে ৷ যা জুন মাসের সুপার মুনের থেকেও প্রায় 200 কিলোমিটার কাছে অবস্থান করবে ৷ আর জুন মাসের সুপার মুনকে ‘স্ট্রবেরি মুন’ বলা হচ্ছিল ৷ কারণ, সেই সুপার মুন স্ট্রবেরি চাষের সময় হয়েছিল ৷

নয়াদিল্লি, 13 জুলাই: আজ অর্থাৎ বুধবার গুরু পূর্ণিমায় দেখা যাবে 2022 সালের দ্বিতীয় সুপার মুন ৷ ভারতের সব জায়গা থেকেই এই সুপার মুন দেখা যাবে ৷ ভারতীয় সময় অনুযায়ী 14 জুলাই মধ্যরাত 12টা 7 মিনিটে পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে চাঁদ (Supermoon will be seen from India Today at Mid Night) ৷ এদিন সন্ধ্যা 7টা 21 মিনিটে ভারতের আকাশে চাঁদ উঠবে ৷ তার পর ধীরে ধীরে সেটি বড় হতে শুরু করবে ৷ অর্থাৎ, পৃথিবীর আরও কাছে আসতে থাকবে ৷

গত জুন মাসে সুপার মুন দেখা গিয়েছিল ৷ অর্থাৎ, সাধারণ পূর্ণিমার থেকেও চাঁদ এ দিন আরও বড় দেখায় পৃথিবী থেকে ৷ জুন মাসে সেই দৃশ্য কেউ না দেখে থাকলে, আবারও সুযোগ রয়েছে ৷ আজ মধ্যরাত 12টা 7 মিনিটে চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে থাকবে ৷ যা 2022 সালের সবচেয়ে বড় চাঁদ অর্থাৎ, সুপার মুন ৷ প্রসঙ্গত, বুধবার সকাল থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই সুপার মুন দেখা যাচ্ছে ৷ শুক্রবার ভোর পর্যন্ত এই সুপার মুন দেখা যাবে ৷ যা ভারত থেকে আজ মধ্যরাতে দেখা যাবে ৷

জুলাই মাসের এই সুপার মুনকে ‘বাক মুন’ বলা হয় ৷ তবে, এই নামকরণের সঙ্গে ‘বাক’ অর্থাৎ, নগদের কোনও যোগ নেই ৷ এমন নামকরণের পিছনে রয়েছে, প্রকৃতির সম্পর্ক ৷ পুরনো কৃষি পঞ্জিকা অনুযায়ী, জুলাই মাসের পূর্ণিমাকে ‘বাক মুন’ বলা হয় ৷ কারণ, এই সময় পুরুষ হরিণের শিংয়ের বৃদ্ধি তার চূড়ান্ত পর্যায়ে থাকে ৷ বলা হয়, প্রত্যেক বছর হরিণের শিং খসে পড়ার পর, এই সময় নতুন শিং তৈরি হয় ৷ যা আরও বড় এবং চিত্তাকর্ষক হয় ৷

আরও পড়ুন: Gujrat Ghari Sweet : এক কেজি মিষ্টির দাম 9 হাজার টাকা !

আজকের এই সুপার মুন পৃথিবী থেকে 3 লক্ষ 57 হাজার 418 কিলোমিটার দূরে থাকবে ৷ যা জুন মাসের সুপার মুনের থেকেও প্রায় 200 কিলোমিটার কাছে অবস্থান করবে ৷ আর জুন মাসের সুপার মুনকে ‘স্ট্রবেরি মুন’ বলা হচ্ছিল ৷ কারণ, সেই সুপার মুন স্ট্রবেরি চাষের সময় হয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.