ETV Bharat / bharat

Bindeshwar Pathak Passes Away: প্রয়াত সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক, শোকপ্রকাশ মোদির

author img

By

Published : Aug 15, 2023, 6:44 PM IST

PM Narendra Modi Pay Tributes to Bindeshwar Pathak: দিল্লিতে মৃত্যু হল সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং সামাজকর্মী বিন্দেশ্বর পাঠকের ৷ এক্সে(টুইটার) শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Bindeshwar Pathak
বিন্দেশ্বর পাঠক

নয়াদিল্লি, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসের দিন শেষ নিশ্বাস ত্যাগ করলেন সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং সামাজকর্মী বিন্দেশ্বর পাঠক ৷ বয়স হয়েছিল 80 । তিনি স্বচ্ছ ভারত মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ মঙ্গলবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এইমস) মৃত্যু হয় তাঁর । সামাজ সংস্কারক হিসাবে পরিচিত ছিলেন তিনি ৷ বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজ প্রশংসিত হয়েছে ৷ বিশেষ করে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম । তাঁর কাজের জন্য তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন । বিন্দেশ্বর পাঠকের মৃত্যুতে এ দিন শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট বার্তায় তিনি জানান, মৃত্যুর পরও তাঁর কাজ লোককে অনুপ্রাণিত করবে ।

এক্সে (টুইটার) মোদি লেখেন, "বিন্দেশ্বর পাঠকজির মৃত্যু দেশের জন্য বিশাল বড় ক্ষতি । তিনি একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন ৷ যিনি সামাজিক অগ্রগতির জন্য ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং দরিদ্রদের ক্ষমতায়ন করেছিলেন । বিন্দেশ্বরজি একটি পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যেও কাজ করেছিলেন । তিনি স্বচ্ছ ভারত মিশনে অনেক সহায়তা করেন । বিভিন্ন সময়ে কথোপকথনে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তাঁর যে ভালোবাসা তা উঠে এসেছে । তাঁর কাজ আগামীতে মানুষকে অনুপ্রাণিত করবে । এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা । ওম শান্তি ৷"

সুলভ ইন্টারন্যাশনালের অধীনে বিন্দেশ্বর পাঠকের হাত ধরেই ভারত জুড়ে সুলভ শৌচালয় ব্যবস্থা শুরু হয় ৷ তিনি কম খরচে এবং উপযুক্ত টয়লেট প্রযুক্তি তৈরি ও প্রয়োগ করতে শিখিয়েছেন । গত 50 বছরে তিনি মেথরদের মানবাধিকারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন । মেথরদের পুনর্বাসনের লক্ষ্যে এবং তাঁদের দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ৷ পাশাপাশি মেথরদের বিকল্প কর্মসংস্থান প্রদানের লক্ষ্যে তার কাজ ব্যাপকভাবে প্রশংসা কুঁড়িয়েছে ।

আরও পড়ুন: স্বচ্ছ ভারত গড়তে মহাত্মার ভাবাদর্শই হাতিয়ার মোদির

বিন্দেশ্বর স্কুলে শৌচালয়ের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছিলেন । তাঁর নেতৃত্বে সুলভ ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এমনকী সুলভ ইন্টারন্যাশনাল স্বচ্ছ ভারত অভিযান বাস্তবায়নের জন্য গান্ধি শান্তি পুরস্কারে ভূষিত হয় । সুলভ ইন্টারন্যাশনাল সমাজসেবার সঙ্গে যুক্ত সংস্থা ৷ যা শিক্ষার মাধ্যমে মানবাধিকার, পরিবেশ পরিচ্ছন্ন, বর্জ্য পরিষ্কার এবং সামাজিক সংস্কারের জন্য কাজ করে ।

নয়াদিল্লি, 15 অগস্ট: 77তম স্বাধীনতা দিবসের দিন শেষ নিশ্বাস ত্যাগ করলেন সুলভ ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা এবং সামাজকর্মী বিন্দেশ্বর পাঠক ৷ বয়স হয়েছিল 80 । তিনি স্বচ্ছ ভারত মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ৷ মঙ্গলবার দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (এইমস) মৃত্যু হয় তাঁর । সামাজ সংস্কারক হিসাবে পরিচিত ছিলেন তিনি ৷ বিভিন্ন ক্ষেত্রে তাঁর কাজ প্রশংসিত হয়েছে ৷ বিশেষ করে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম । তাঁর কাজের জন্য তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন । বিন্দেশ্বর পাঠকের মৃত্যুতে এ দিন শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট বার্তায় তিনি জানান, মৃত্যুর পরও তাঁর কাজ লোককে অনুপ্রাণিত করবে ।

এক্সে (টুইটার) মোদি লেখেন, "বিন্দেশ্বর পাঠকজির মৃত্যু দেশের জন্য বিশাল বড় ক্ষতি । তিনি একজন দূরদর্শী ব্যক্তি ছিলেন ৷ যিনি সামাজিক অগ্রগতির জন্য ব্যাপকভাবে কাজ করেছিলেন এবং দরিদ্রদের ক্ষমতায়ন করেছিলেন । বিন্দেশ্বরজি একটি পরিচ্ছন্ন ভারত গড়ার লক্ষ্যেও কাজ করেছিলেন । তিনি স্বচ্ছ ভারত মিশনে অনেক সহায়তা করেন । বিভিন্ন সময়ে কথোপকথনে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তাঁর যে ভালোবাসা তা উঠে এসেছে । তাঁর কাজ আগামীতে মানুষকে অনুপ্রাণিত করবে । এই কঠিন সময়ে তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি আমার গভীর সমবেদনা । ওম শান্তি ৷"

সুলভ ইন্টারন্যাশনালের অধীনে বিন্দেশ্বর পাঠকের হাত ধরেই ভারত জুড়ে সুলভ শৌচালয় ব্যবস্থা শুরু হয় ৷ তিনি কম খরচে এবং উপযুক্ত টয়লেট প্রযুক্তি তৈরি ও প্রয়োগ করতে শিখিয়েছেন । গত 50 বছরে তিনি মেথরদের মানবাধিকারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন । মেথরদের পুনর্বাসনের লক্ষ্যে এবং তাঁদের দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন ৷ পাশাপাশি মেথরদের বিকল্প কর্মসংস্থান প্রদানের লক্ষ্যে তার কাজ ব্যাপকভাবে প্রশংসা কুঁড়িয়েছে ।

আরও পড়ুন: স্বচ্ছ ভারত গড়তে মহাত্মার ভাবাদর্শই হাতিয়ার মোদির

বিন্দেশ্বর স্কুলে শৌচালয়ের প্রয়োজনীয়তাকে তুলে ধরেছিলেন । তাঁর নেতৃত্বে সুলভ ইন্টারন্যাশনাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারতের স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এমনকী সুলভ ইন্টারন্যাশনাল স্বচ্ছ ভারত অভিযান বাস্তবায়নের জন্য গান্ধি শান্তি পুরস্কারে ভূষিত হয় । সুলভ ইন্টারন্যাশনাল সমাজসেবার সঙ্গে যুক্ত সংস্থা ৷ যা শিক্ষার মাধ্যমে মানবাধিকার, পরিবেশ পরিচ্ছন্ন, বর্জ্য পরিষ্কার এবং সামাজিক সংস্কারের জন্য কাজ করে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.