ETV Bharat / bharat

Sukhvinder Singh Sukhu: হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর, শপথে উপস্থিত রাহুল-প্রিয়াঙ্কা

author img

By

Published : Dec 11, 2022, 3:51 PM IST

Updated : Dec 11, 2022, 5:35 PM IST

রবিবার হিমাচলপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Himachal Pradesh New CM) হিসাবে শপথ (Oath) নিলেন সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) ৷ উপস্থিত ছিলেন রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি, মল্লিকার্জুন খাড়গে-সহ অন্যরা ৷

Sukhvinder Singh Sukhu takes oath as Himachal Pradesh New CM
Sukhvinder Singh Sukhu: হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী সুখবিন্দর, শপথে উপস্থিত রাহুল, প্রিয়াঙ্কা

সিমলা, 11 ডিসেম্বর: নির্বাচনে (HP Assembly Election Result 2022) একক সংখ্য়াগরিষ্ঠতা পেলেও কংগ্রেসের কোন বিধায়ক হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছিল ৷ অবশেষে রবিবার আনুষ্ঠানিকভাবে মিটল সেই জটিলতা ৷ এদিন হিমাচলপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Himachal Pradesh New CM) হিসাবে শপথ (Oath) নিলেন সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) ৷ যদিও শনিবার সন্ধেবেলাতেই পরিষ্কার হয়ে যায়, দেবভূমির পরবর্তী প্রশাসনিক প্রধান হতে চলেছেন সুখবিন্দর ৷ হাইকম্য়ান্ডের সম্মতি পাওয়ার পরই মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) থেকে কয়েক ঘণ্টার বিরতি নেন রাহুল ৷ এছাড়াও প্রিয়াঙ্কা গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ দলের অন্য নেতারাও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হন ৷ শপথগ্রহণের আগে রবিবার সকালেই প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিংয়ের বাড়ি যান সুখবিন্দর ৷ নেত্রীকে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান তিনি ৷ প্রসঙ্গত, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সির অন্যতম দাবিদার ছিলেন এই প্রতিভা ৷

আরও পড়ুন: রাজস্থানে ফের শুরু ভারত জোড়ো যাত্রা, 13 কিমি হেঁটে হিমাচলের শপথ গ্রহণে হাজির রাহুল

সুখবিন্দর সিং সুখু কোনও রাজনৈতিক পরিবারের সন্তান নন ৷ সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি ৷ তবে, ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন ৷ দলের তরফে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয় ৷

এদিকে, সুখবিন্দরের ডেপুটি হিসাবে নিয়োগ করা হয়েছে মুকেশ অগ্নিহোত্রীকে (Mukesh Agnihotri) ৷ কংগ্রেসের এই রাজ্য নেতা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন ৷ তাঁকেই উপমুখ্যমন্ত্রী পদে নিয়োগ করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷ দলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এবং গোষ্ঠীবিবাদ এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

আসলে সুখবিন্দর বরাবরই রাজ্যের অন্যতম প্রভাবশালী কংগ্রেস নেতা প্রয়াত বীরভদ্র সিংয়ের কঠোর সমালোচক ৷ এদিকে, বীরভদ্রের স্ত্রী হলেন প্রতিভা ৷ মুকেশ অগ্নিহোত্রী আবার প্রতিভার পছন্দের মানুষ ৷ ফলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর এই জুটি দলকে আগামী দিনে বিব্রত করবে না বলেই আশা করছে কংগ্রেস হাইকম্যান্ড ৷ সেই উদ্দেশ্য কতটা সফল হয়, তার উত্তর দেবে সময় ৷

সিমলা, 11 ডিসেম্বর: নির্বাচনে (HP Assembly Election Result 2022) একক সংখ্য়াগরিষ্ঠতা পেলেও কংগ্রেসের কোন বিধায়ক হিমাচলের নয়া মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে বিস্তর জলঘোলা চলছিল ৷ অবশেষে রবিবার আনুষ্ঠানিকভাবে মিটল সেই জটিলতা ৷ এদিন হিমাচলপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী (Himachal Pradesh New CM) হিসাবে শপথ (Oath) নিলেন সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu) ৷ যদিও শনিবার সন্ধেবেলাতেই পরিষ্কার হয়ে যায়, দেবভূমির পরবর্তী প্রশাসনিক প্রধান হতে চলেছেন সুখবিন্দর ৷ হাইকম্য়ান্ডের সম্মতি পাওয়ার পরই মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ৷

এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি (Rahul Gandhi) ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, বিশেষ করে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যই 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Jodo Yatra) থেকে কয়েক ঘণ্টার বিরতি নেন রাহুল ৷ এছাড়াও প্রিয়াঙ্কা গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে-সহ দলের অন্য নেতারাও এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত হন ৷ শপথগ্রহণের আগে রবিবার সকালেই প্রদেশ কংগ্রেস সভানেত্রী প্রতিভা সিংয়ের বাড়ি যান সুখবিন্দর ৷ নেত্রীকে এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানান তিনি ৷ প্রসঙ্গত, হিমাচলপ্রদেশের মুখ্যমন্ত্রীর কুর্সির অন্যতম দাবিদার ছিলেন এই প্রতিভা ৷

আরও পড়ুন: রাজস্থানে ফের শুরু ভারত জোড়ো যাত্রা, 13 কিমি হেঁটে হিমাচলের শপথ গ্রহণে হাজির রাহুল

সুখবিন্দর সিং সুখু কোনও রাজনৈতিক পরিবারের সন্তান নন ৷ সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে তিনি ৷ তবে, ছাত্রজীবন থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়ে পড়েন ৷ দলের তরফে তাঁকে গুরুত্বপূর্ণ দায়িত্বও দেওয়া হয় ৷

এদিকে, সুখবিন্দরের ডেপুটি হিসাবে নিয়োগ করা হয়েছে মুকেশ অগ্নিহোত্রীকে (Mukesh Agnihotri) ৷ কংগ্রেসের এই রাজ্য নেতা বিদায়ী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন ৷ তাঁকেই উপমুখ্যমন্ত্রী পদে নিয়োগ করে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব ৷ দলে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে এবং গোষ্ঠীবিবাদ এড়াতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে ৷

আসলে সুখবিন্দর বরাবরই রাজ্যের অন্যতম প্রভাবশালী কংগ্রেস নেতা প্রয়াত বীরভদ্র সিংয়ের কঠোর সমালোচক ৷ এদিকে, বীরভদ্রের স্ত্রী হলেন প্রতিভা ৷ মুকেশ অগ্নিহোত্রী আবার প্রতিভার পছন্দের মানুষ ৷ ফলে মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর এই জুটি দলকে আগামী দিনে বিব্রত করবে না বলেই আশা করছে কংগ্রেস হাইকম্যান্ড ৷ সেই উদ্দেশ্য কতটা সফল হয়, তার উত্তর দেবে সময় ৷

Last Updated : Dec 11, 2022, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.