ETV Bharat / bharat

Punjab New CM : পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সুখজিন্দর সিং - Sukhjinder Singh Randhawa

50 জনেরও বেশি বিধায়ক সমর্থন করায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন 62 বছর বয়সী তিনবারের বিধায়ক ও বিদায়ী মন্ত্রিসভার জেল ও সমবায় মন্ত্রী সুখজিন্দর সিং ৷

Punjab New CM
Punjab New CM
author img

By

Published : Sep 19, 2021, 3:25 PM IST

Updated : Sep 19, 2021, 7:50 PM IST

চণ্ডীগড়, 19 সেপ্টেম্বর : পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সুখজিন্দর সিং রনধাওয়া ৷ কংগ্রেস হাইকমান্ড তাঁর নামেই সিলমোহর দিয়েছে বলে এএনআই সূত্রে খবর ৷

গুরুদাসপুর জেলার 62 বছর বয়সী সুখজিন্দর সিং তিনবারের বিধায়ক ও বিদায়ী মন্ত্রিসভার জেল ও সমবায় মন্ত্রী ছিলেন ৷ তিনি দলের রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৷ তাঁর বাবা সন্তোখ সিং ছিলেন পঞ্জাব কংগ্রেসের দু‘বারের সভাপতি ৷ 50 জনেরও বেশি বিধায়ক সুখজিন্দরকে সমর্থন করেছেন ৷ তাই অন্যান্যদের থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে ৷

আগের দিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি মূল্যায়ন করতে ও অমরিন্দর সিংয়ের উত্তরসূরি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি দলীয় বৈঠক করেন ৷ সেদিনের বৈঠকে দলের বর্ষীয়ান নেত্রী অম্বিকা সোনি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল উপস্থিত ছিলেন ৷ যদিও আগামী বছর বিধানসভা নির্বাচন পর্যন্ত সোনিকে রাজ্যের অন্তর্বতী মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয় ৷ ক্যাপ্টেন অমরিন্দর এবং সিধু দুজনেই তাঁর প্রতি অত্যন্ত শ্রদ্ধা দেখিয়েছেন ৷ কিন্তু গান্ধিদের খুব কাছের এই প্রবীণ নেত্রী স্পষ্টতই জানিয়ে দেন যে, স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আগ্রহী নন ৷

আরও পড়ুন : Punjib Politics : অমরিন্দরের উত্তরসূরি কোনও জাঠ নাকি হিন্দু, দ্বিধায় কংগ্রেস

চণ্ডীগড়, 19 সেপ্টেম্বর : পঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সুখজিন্দর সিং রনধাওয়া ৷ কংগ্রেস হাইকমান্ড তাঁর নামেই সিলমোহর দিয়েছে বলে এএনআই সূত্রে খবর ৷

গুরুদাসপুর জেলার 62 বছর বয়সী সুখজিন্দর সিং তিনবারের বিধায়ক ও বিদায়ী মন্ত্রিসভার জেল ও সমবায় মন্ত্রী ছিলেন ৷ তিনি দলের রাজ্য কংগ্রেসের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ৷ তাঁর বাবা সন্তোখ সিং ছিলেন পঞ্জাব কংগ্রেসের দু‘বারের সভাপতি ৷ 50 জনেরও বেশি বিধায়ক সুখজিন্দরকে সমর্থন করেছেন ৷ তাই অন্যান্যদের থেকে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে তিনিই এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে ৷

আগের দিন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি মূল্যায়ন করতে ও অমরিন্দর সিংয়ের উত্তরসূরি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি দলীয় বৈঠক করেন ৷ সেদিনের বৈঠকে দলের বর্ষীয়ান নেত্রী অম্বিকা সোনি এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক কে.সি. ভেনুগোপাল উপস্থিত ছিলেন ৷ যদিও আগামী বছর বিধানসভা নির্বাচন পর্যন্ত সোনিকে রাজ্যের অন্তর্বতী মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয় ৷ ক্যাপ্টেন অমরিন্দর এবং সিধু দুজনেই তাঁর প্রতি অত্যন্ত শ্রদ্ধা দেখিয়েছেন ৷ কিন্তু গান্ধিদের খুব কাছের এই প্রবীণ নেত্রী স্পষ্টতই জানিয়ে দেন যে, স্বাস্থ্যগত সমস্যার কারণে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণে আগ্রহী নন ৷

আরও পড়ুন : Punjib Politics : অমরিন্দরের উত্তরসূরি কোনও জাঠ নাকি হিন্দু, দ্বিধায় কংগ্রেস

Last Updated : Sep 19, 2021, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.