ETV Bharat / bharat

Sukesh Chandrashekhar: আপকে 60 কোটি দেওয়ার অভিযোগ সত্যি, পাতিয়ালা কোর্টের বাইরে দাবি সুকেশের - ফ্রডস্টার চন্দ্রশেখর

আম আদমি পার্টিকে প্রটেকশন মানি এবং পার্টি ফান্ড মিলিয়ে 60 কোটি টাকা দিয়েছিলেন বলে আগেই অভিযোগ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar Claims to Give 60 Crore Rupees AAP) ৷ সেই সব অভিযোগ সত্যি বলে মঙ্গলবার জানালেন ফ্রডস্টার ৷

sukesh-chandrasekhar-claims-to-give-60-crore-rupees-aap-in-four-installments
sukesh-chandrasekhar-claims-to-give-60-crore-rupees-aap-in-four-installments
author img

By

Published : Dec 20, 2022, 7:32 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: আম আদমি পার্টিকে 4 দফায় 60 কোটি টাকা দিয়েছেন বলে দাবি করলেন প্রতারণার মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar Claims to Give 60 Crore Rupees AAP) ৷ মঙ্গলবার পাতিয়ালা হাউস আদালতে পেশ করা হয় সুকেশ চন্দ্রশেখরকে ৷ সেই সময় আদালতের বাইরে বেরিয়ে একথা বলেন ফ্রডস্টার চন্দ্রশেখর (Fraudster Chandrasekhar) ৷ এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain) বিরুদ্ধে আনা তাঁর সব অভিযোগ সত্যি বলে দাবি করেছেন সুকেশ ৷

সুকেশ দু’দিন আগে তাঁর আইনজীবীর মাধ্যমে সংবাদমাধ্যমকে চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিতে বলা হয়েছে, আম আদমি পার্টির সরকার এবং তার লোকজন অর্থাৎ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মন্ত্রী সত্যেন্দ্র জৈন-সহ জেল আধিকারিকরা তাঁকে চাপ দিচ্ছেন সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ৷ প্রসঙ্গত, তিনি অভিযোগ করেছিলেন, আম আদমি পার্টির সরকার তাঁকে একটি বিবৃতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ যেখানে তাঁকে বলতে বলা হয়েছে যে, এমসিডি নির্বাচনকে সামনে রেখে তিনি বিজেপির চাপে আপের বিরুদ্ধে চিঠিগুলি লিখেছেন ৷

এমনকি কয়েকদিন আগে এনিয়ে একটি চিঠিও লিখেছিলেন সুকেশ ৷ সেখানেও তিনি দাবি করেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে তাঁর আনা সব অভিযোগ সত্যি ৷ এমনকি সেই অভিযোগ কারও চাপে পড়ে তিনি করেননি ৷ এমনকি তাঁকে জেলের ভিতরে হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ প্রসঙ্গত, গত অক্টোবর-নভেম্বর মাসে সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়াল এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন সুকেশ ৷ যার তদন্তের দাবিতে উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকেও দু’টি চিঠি লিখেছিলেন সুকেশ ৷

আরও পড়ুন: জেলে ‘নিরাপদে’ থাকতে আপ-কে 10 কোটি টাকা দেওয়ার দাবি সুকেশের, ভিত্তিহীন বললেন কেজরিওয়াল

সুকেশ যে সময় ওই অভিযোগগুলি করেছিলেন, তখন দিল্লি পৌরনিগম নির্বাচনের প্রচার চলছিল ৷ তখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি যার জবাবে জানিয়েছিলেন, সুকেশ চন্দ্রশেখরের সব অভিযোগ ভিত্তিহীন ৷ এমনকি পুরো বিষয়টি বিজেপির নির্দেশে হচ্ছে বলে সেই সময় পালটা অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল ৷

এই অভিযোগের ভিত্তিতে প্রতারণা মামলায় জেলবন্দি সুকেশের বয়ান সংগ্রহ করে তদন্তকারী কমিটি ৷ গত 14 ও 15 নভেম্বর দিল্লির মণ্ডলী জেলে গিয়ে সুকেশ চন্দ্রশেখরের বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই বয়ান সুকেশ দাবি করেছিলেন যে, তিনি সত্যেন্দ্র জৈনকে নগদ 60 কোটি টাকা দিয়েছিলেন ৷ যার মধ্যে 10 কোটি টাকা নিরাপত্তার নাম করে এবং 50 কোটি টাকা দলীয় ফান্ডের জন্য নিয়েছিলেন সত্যেন্দ্র জৈন ৷ আর যার বদলে তাঁকে আপের তরফে রাজ্যসভার আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সুকেশ ৷ এমনকি চারবারে দিল্লির একটি খামার বাড়িতে সেই টাকা মন্ত্রীকে দিয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: আম আদমি পার্টিকে 4 দফায় 60 কোটি টাকা দিয়েছেন বলে দাবি করলেন প্রতারণার মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar Claims to Give 60 Crore Rupees AAP) ৷ মঙ্গলবার পাতিয়ালা হাউস আদালতে পেশ করা হয় সুকেশ চন্দ্রশেখরকে ৷ সেই সময় আদালতের বাইরে বেরিয়ে একথা বলেন ফ্রডস্টার চন্দ্রশেখর (Fraudster Chandrasekhar) ৷ এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain) বিরুদ্ধে আনা তাঁর সব অভিযোগ সত্যি বলে দাবি করেছেন সুকেশ ৷

সুকেশ দু’দিন আগে তাঁর আইনজীবীর মাধ্যমে সংবাদমাধ্যমকে চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিতে বলা হয়েছে, আম আদমি পার্টির সরকার এবং তার লোকজন অর্থাৎ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মন্ত্রী সত্যেন্দ্র জৈন-সহ জেল আধিকারিকরা তাঁকে চাপ দিচ্ছেন সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ৷ প্রসঙ্গত, তিনি অভিযোগ করেছিলেন, আম আদমি পার্টির সরকার তাঁকে একটি বিবৃতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ যেখানে তাঁকে বলতে বলা হয়েছে যে, এমসিডি নির্বাচনকে সামনে রেখে তিনি বিজেপির চাপে আপের বিরুদ্ধে চিঠিগুলি লিখেছেন ৷

এমনকি কয়েকদিন আগে এনিয়ে একটি চিঠিও লিখেছিলেন সুকেশ ৷ সেখানেও তিনি দাবি করেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে তাঁর আনা সব অভিযোগ সত্যি ৷ এমনকি সেই অভিযোগ কারও চাপে পড়ে তিনি করেননি ৷ এমনকি তাঁকে জেলের ভিতরে হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ প্রসঙ্গত, গত অক্টোবর-নভেম্বর মাসে সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়াল এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন সুকেশ ৷ যার তদন্তের দাবিতে উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকেও দু’টি চিঠি লিখেছিলেন সুকেশ ৷

আরও পড়ুন: জেলে ‘নিরাপদে’ থাকতে আপ-কে 10 কোটি টাকা দেওয়ার দাবি সুকেশের, ভিত্তিহীন বললেন কেজরিওয়াল

সুকেশ যে সময় ওই অভিযোগগুলি করেছিলেন, তখন দিল্লি পৌরনিগম নির্বাচনের প্রচার চলছিল ৷ তখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি যার জবাবে জানিয়েছিলেন, সুকেশ চন্দ্রশেখরের সব অভিযোগ ভিত্তিহীন ৷ এমনকি পুরো বিষয়টি বিজেপির নির্দেশে হচ্ছে বলে সেই সময় পালটা অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল ৷

এই অভিযোগের ভিত্তিতে প্রতারণা মামলায় জেলবন্দি সুকেশের বয়ান সংগ্রহ করে তদন্তকারী কমিটি ৷ গত 14 ও 15 নভেম্বর দিল্লির মণ্ডলী জেলে গিয়ে সুকেশ চন্দ্রশেখরের বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই বয়ান সুকেশ দাবি করেছিলেন যে, তিনি সত্যেন্দ্র জৈনকে নগদ 60 কোটি টাকা দিয়েছিলেন ৷ যার মধ্যে 10 কোটি টাকা নিরাপত্তার নাম করে এবং 50 কোটি টাকা দলীয় ফান্ডের জন্য নিয়েছিলেন সত্যেন্দ্র জৈন ৷ আর যার বদলে তাঁকে আপের তরফে রাজ্যসভার আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সুকেশ ৷ এমনকি চারবারে দিল্লির একটি খামার বাড়িতে সেই টাকা মন্ত্রীকে দিয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.