ETV Bharat / bharat

Sukesh Chandrashekhar: আপকে 60 কোটি দেওয়ার অভিযোগ সত্যি, পাতিয়ালা কোর্টের বাইরে দাবি সুকেশের

আম আদমি পার্টিকে প্রটেকশন মানি এবং পার্টি ফান্ড মিলিয়ে 60 কোটি টাকা দিয়েছিলেন বলে আগেই অভিযোগ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar Claims to Give 60 Crore Rupees AAP) ৷ সেই সব অভিযোগ সত্যি বলে মঙ্গলবার জানালেন ফ্রডস্টার ৷

sukesh-chandrasekhar-claims-to-give-60-crore-rupees-aap-in-four-installments
sukesh-chandrasekhar-claims-to-give-60-crore-rupees-aap-in-four-installments
author img

By

Published : Dec 20, 2022, 7:32 PM IST

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: আম আদমি পার্টিকে 4 দফায় 60 কোটি টাকা দিয়েছেন বলে দাবি করলেন প্রতারণার মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar Claims to Give 60 Crore Rupees AAP) ৷ মঙ্গলবার পাতিয়ালা হাউস আদালতে পেশ করা হয় সুকেশ চন্দ্রশেখরকে ৷ সেই সময় আদালতের বাইরে বেরিয়ে একথা বলেন ফ্রডস্টার চন্দ্রশেখর (Fraudster Chandrasekhar) ৷ এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain) বিরুদ্ধে আনা তাঁর সব অভিযোগ সত্যি বলে দাবি করেছেন সুকেশ ৷

সুকেশ দু’দিন আগে তাঁর আইনজীবীর মাধ্যমে সংবাদমাধ্যমকে চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিতে বলা হয়েছে, আম আদমি পার্টির সরকার এবং তার লোকজন অর্থাৎ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মন্ত্রী সত্যেন্দ্র জৈন-সহ জেল আধিকারিকরা তাঁকে চাপ দিচ্ছেন সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ৷ প্রসঙ্গত, তিনি অভিযোগ করেছিলেন, আম আদমি পার্টির সরকার তাঁকে একটি বিবৃতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ যেখানে তাঁকে বলতে বলা হয়েছে যে, এমসিডি নির্বাচনকে সামনে রেখে তিনি বিজেপির চাপে আপের বিরুদ্ধে চিঠিগুলি লিখেছেন ৷

এমনকি কয়েকদিন আগে এনিয়ে একটি চিঠিও লিখেছিলেন সুকেশ ৷ সেখানেও তিনি দাবি করেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে তাঁর আনা সব অভিযোগ সত্যি ৷ এমনকি সেই অভিযোগ কারও চাপে পড়ে তিনি করেননি ৷ এমনকি তাঁকে জেলের ভিতরে হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ প্রসঙ্গত, গত অক্টোবর-নভেম্বর মাসে সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়াল এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন সুকেশ ৷ যার তদন্তের দাবিতে উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকেও দু’টি চিঠি লিখেছিলেন সুকেশ ৷

আরও পড়ুন: জেলে ‘নিরাপদে’ থাকতে আপ-কে 10 কোটি টাকা দেওয়ার দাবি সুকেশের, ভিত্তিহীন বললেন কেজরিওয়াল

সুকেশ যে সময় ওই অভিযোগগুলি করেছিলেন, তখন দিল্লি পৌরনিগম নির্বাচনের প্রচার চলছিল ৷ তখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি যার জবাবে জানিয়েছিলেন, সুকেশ চন্দ্রশেখরের সব অভিযোগ ভিত্তিহীন ৷ এমনকি পুরো বিষয়টি বিজেপির নির্দেশে হচ্ছে বলে সেই সময় পালটা অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল ৷

এই অভিযোগের ভিত্তিতে প্রতারণা মামলায় জেলবন্দি সুকেশের বয়ান সংগ্রহ করে তদন্তকারী কমিটি ৷ গত 14 ও 15 নভেম্বর দিল্লির মণ্ডলী জেলে গিয়ে সুকেশ চন্দ্রশেখরের বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই বয়ান সুকেশ দাবি করেছিলেন যে, তিনি সত্যেন্দ্র জৈনকে নগদ 60 কোটি টাকা দিয়েছিলেন ৷ যার মধ্যে 10 কোটি টাকা নিরাপত্তার নাম করে এবং 50 কোটি টাকা দলীয় ফান্ডের জন্য নিয়েছিলেন সত্যেন্দ্র জৈন ৷ আর যার বদলে তাঁকে আপের তরফে রাজ্যসভার আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সুকেশ ৷ এমনকি চারবারে দিল্লির একটি খামার বাড়িতে সেই টাকা মন্ত্রীকে দিয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷

নয়াদিল্লি, 20 ডিসেম্বর: আম আদমি পার্টিকে 4 দফায় 60 কোটি টাকা দিয়েছেন বলে দাবি করলেন প্রতারণার মামলায় জেলবন্দি সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrasekhar Claims to Give 60 Crore Rupees AAP) ৷ মঙ্গলবার পাতিয়ালা হাউস আদালতে পেশ করা হয় সুকেশ চন্দ্রশেখরকে ৷ সেই সময় আদালতের বাইরে বেরিয়ে একথা বলেন ফ্রডস্টার চন্দ্রশেখর (Fraudster Chandrasekhar) ৷ এমনকি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের (Satyendra Jain) বিরুদ্ধে আনা তাঁর সব অভিযোগ সত্যি বলে দাবি করেছেন সুকেশ ৷

সুকেশ দু’দিন আগে তাঁর আইনজীবীর মাধ্যমে সংবাদমাধ্যমকে চিঠি দিয়েছিলেন ৷ সেই চিঠিতে বলা হয়েছে, আম আদমি পার্টির সরকার এবং তার লোকজন অর্থাৎ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, মন্ত্রী সত্যেন্দ্র জৈন-সহ জেল আধিকারিকরা তাঁকে চাপ দিচ্ছেন সমস্ত অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য ৷ প্রসঙ্গত, তিনি অভিযোগ করেছিলেন, আম আদমি পার্টির সরকার তাঁকে একটি বিবৃতি দেওয়ার জন্য চাপ দিচ্ছে ৷ যেখানে তাঁকে বলতে বলা হয়েছে যে, এমসিডি নির্বাচনকে সামনে রেখে তিনি বিজেপির চাপে আপের বিরুদ্ধে চিঠিগুলি লিখেছেন ৷

এমনকি কয়েকদিন আগে এনিয়ে একটি চিঠিও লিখেছিলেন সুকেশ ৷ সেখানেও তিনি দাবি করেছিলেন, অরবিন্দ কেজরিওয়াল এবং মন্ত্রী সত্যেন্দ্র জৈনের বিরুদ্ধে তাঁর আনা সব অভিযোগ সত্যি ৷ এমনকি সেই অভিযোগ কারও চাপে পড়ে তিনি করেননি ৷ এমনকি তাঁকে জেলের ভিতরে হুমকি ও ভয় দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷ প্রসঙ্গত, গত অক্টোবর-নভেম্বর মাসে সত্যেন্দ্র জৈন, অরবিন্দ কেজরিওয়াল এবং জেল আধিকারিকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছিলেন সুকেশ ৷ যার তদন্তের দাবিতে উপ-রাজ্যপাল বিনয় কুমার সাক্সেনাকেও দু’টি চিঠি লিখেছিলেন সুকেশ ৷

আরও পড়ুন: জেলে ‘নিরাপদে’ থাকতে আপ-কে 10 কোটি টাকা দেওয়ার দাবি সুকেশের, ভিত্তিহীন বললেন কেজরিওয়াল

সুকেশ যে সময় ওই অভিযোগগুলি করেছিলেন, তখন দিল্লি পৌরনিগম নির্বাচনের প্রচার চলছিল ৷ তখন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সেই নিয়ে প্রশ্ন করা হয় ৷ তিনি যার জবাবে জানিয়েছিলেন, সুকেশ চন্দ্রশেখরের সব অভিযোগ ভিত্তিহীন ৷ এমনকি পুরো বিষয়টি বিজেপির নির্দেশে হচ্ছে বলে সেই সময় পালটা অভিযোগ করেন অরবিন্দ কেজরিওয়াল ৷

এই অভিযোগের ভিত্তিতে প্রতারণা মামলায় জেলবন্দি সুকেশের বয়ান সংগ্রহ করে তদন্তকারী কমিটি ৷ গত 14 ও 15 নভেম্বর দিল্লির মণ্ডলী জেলে গিয়ে সুকেশ চন্দ্রশেখরের বয়ান রেকর্ড করেন তদন্তকারী আধিকারিকরা ৷ সেই বয়ান সুকেশ দাবি করেছিলেন যে, তিনি সত্যেন্দ্র জৈনকে নগদ 60 কোটি টাকা দিয়েছিলেন ৷ যার মধ্যে 10 কোটি টাকা নিরাপত্তার নাম করে এবং 50 কোটি টাকা দলীয় ফান্ডের জন্য নিয়েছিলেন সত্যেন্দ্র জৈন ৷ আর যার বদলে তাঁকে আপের তরফে রাজ্যসভার আসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সুকেশ ৷ এমনকি চারবারে দিল্লির একটি খামার বাড়িতে সেই টাকা মন্ত্রীকে দিয়েছিলেন বলে তদন্তকারীদের জানিয়েছিলেন সুকেশ চন্দ্রশেখর ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.