নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি : তৃণমূল নয়, তাঁর পুরনো দল কংগ্রেসেই ফিরলেন সদ্য বিধায়ক পদ এবং বিজেপি ছাড়া সুদীপ রায়বর্মন (Ex BJP Leader Sudip Roy Barman joins Congress) ৷ আজ সকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বাসভবনে যান তিনি (Ex-BJP Leader Sudip Roy Barman Meets Rahul Gandhi with His Close Associate) ৷ সঙ্গে ছিলেন আশিস কুমার সাহা ৷ তিনিও গতকাল সুদীপ রায়বর্মনের সঙ্গেই বিধায়ক পদ এবং বিজেপি ছেড়েছেন ৷ গতকালই তাঁরা দিল্লি চলে আসেন ৷ আজ সকালে রাহুল গান্ধির সঙ্গে দেখা করেই সুদীপ ও তাঁর অনুগামীরা কংগ্রেসে যোগ দেন ৷ যোগদানের সময় সেখানে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধিও উপস্থিত ছিলেন ৷
এ দিন কংগ্রেসে যোগ দিয়ে সাংবাদিকদের সমানে সুদীপ রায়বর্মন বলেন, অনেক বিধায়কই বিজেপি ছাড়ার জন্য তৈরি হয়ে রয়েছেন ৷ কিছু, পদ্ধতিগত সমস্যার কারণে তাঁরা এখনই বিজেপি ছাড়তে পারছেন না ৷ সকলের বিজেপির প্রতি মোহভঙ্গ হয়েছে বলে জানালেন সুদীপ রায়বর্মন ৷ পাশাপাশি আগামী বছর গুজরাত এবং হিমাচলপ্রদেশের সঙ্গে ত্রিপুরার বিধানসভা নির্বাচন করানো উচিত বলে দাবি করেছেন কংগ্রেসে ফেরা ত্রিপুরার এই হেভিওয়েট রাজনীতিক ৷
-
Many MLAs are ready but perhaps they want to wait for a few more months due to technicality. Everyone is disillusioned with the party. I feel Tripura can go to polls along with Gujarat & Himachal: Sudip Roy Barman after joining Congress pic.twitter.com/FAw1wrNPi5
— ANI (@ANI) February 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Many MLAs are ready but perhaps they want to wait for a few more months due to technicality. Everyone is disillusioned with the party. I feel Tripura can go to polls along with Gujarat & Himachal: Sudip Roy Barman after joining Congress pic.twitter.com/FAw1wrNPi5
— ANI (@ANI) February 8, 2022Many MLAs are ready but perhaps they want to wait for a few more months due to technicality. Everyone is disillusioned with the party. I feel Tripura can go to polls along with Gujarat & Himachal: Sudip Roy Barman after joining Congress pic.twitter.com/FAw1wrNPi5
— ANI (@ANI) February 8, 2022
সোমবারই গেরুয়া শিবিরের সঙ্গে তাঁর সব সম্পর্ক ত্যাগ করেছেন সুদীপ রায়বর্মন ৷ তিনি এবং তাঁর অনুগামী বলে পরিচিত আশিস কুমার সাহা ত্রিপুরা বিধানসভায় গিয়ে বিধায়ক পদে ইস্তফা দেন ৷ সুদীপ রায়বর্মন ত্রিপুরার রাজনীতিতে হেভিওয়েট বলে পরিচিত ৷ রাজনীতির হাতেখড়ি হয়েছিল কংগ্রেস থেকেই ৷ সেখান থেকে তৃণমূলে যোগ দেন ৷ তাঁর সঙ্গে আরও কয়েকজনও তৃণমূলে গিয়েছিলেন ৷ তার পর সেই বিধায়কদের নিয়েই তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন সুদীপ ৷ যখন তিনি ও তাঁর অনুগামীরা যে দলে গিয়েছেন, সেই দলই ত্রিপুরায় প্রধান বিরোধী দল হয়ে উঠেছে ৷
আরও পড়ুন : Sudip Roy Barman Quits BJP : ত্রিপুরা বিজেপিতে ভাঙন, অনুগামীকে নিয়ে দল ছাড়লেন সুদীপ
যদিও তার পর ত্রিপুরার রাজনীতিতে বদল আসে ৷ বাম জমানার অবসান ঘটিয়ে সরকার গড়ে বিজেপি ৷ মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব ৷ সুদীপ রায়বর্মনও মন্ত্রী হন ৷ কিন্তু এরপর সময় যত এগিয়েছে, ততই সুদীপ-বিপ্লবের দূরত্ব ক্রমশ বেড়েছে ৷ পরিস্থিতি এমন একটা জায়গায় চলে যায়, সুদীপ মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের অন্দরে ও বাইরে বিভিন্ন বিষয়ে সরব হন ৷
রাজনৈতিক মহল তখন থেকেই অনুমান করছিল যে, বিজেপি ছাড়বেন সুদীপ ৷ শেষ পর্যন্ত সোমবার সেটাই ঘটে ৷ তবে, সাম্প্রতিককালে ত্রিপুরার রাজনীতির সমীকরণ দেখে সুদীপ রায়বর্মনের তৃণমূলে ফেরার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল ৷ কিন্তু, সেই জল্পনায় জল ঢেলে এদিন রাহুল গান্ধির সঙ্গে দেখা করে কংগ্রেসে ফেরেন তিনি (Ex BJP Leader Sudip Roy Barman Arrive Residence of Rahul Gandhi in Delhi) ৷