দিঘা ও নয়াদিল্লি, 28 মে : প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে থাকতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে দেখা করে ঘূর্ণিঝড়ের রিপোর্ট দিয়ে চলে এসেছেন ৷ কারণ, দিঘায় তাঁকে আসতেই হত ৷ সেই কারণেই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে থাকতে পারেননি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷
আর এরপর থেকেই কেন্দ্র-রাজ্য চাপানউতোর ফের একবার স্পষ্ট ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক এড়িয়ে যাওয়ার বেজায় অসন্তুষ্ট কেন্দ্রীয় সরকার ৷ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং টুইটারে লিখেছেন, "পশ্চিমবঙ্গে আজ যা ঘটেছে তা হতবাক করে দেওয়ার মত ৷ প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুধুমাত্র দু'জন ব্যক্তিত্বই নন, তাঁরা এক একটি প্রতিষ্ঠান ৷ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে যে ধরনের আচরণ করা হয়েছে, তা দুঃখজনক ৷ রাজনৈতিক মতপার্থক্যকে সাংবিধানিক দায়িত্ব থেকে বড় করে দেখা হচ্ছে ৷"
-
पश्चिम बंगाल का आज का घटनाक्रम स्तब्ध करने वाला है। मुख्यमंत्री व प्रधानमंत्री व्यक्ति नहीं संस्था है। दोनों जन सेवा का संकल्प और संविधान के प्रति निष्ठा की शपथ लेकर दायित्व ग्रहण करते हैं।
— Rajnath Singh (@rajnathsingh) May 28, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">पश्चिम बंगाल का आज का घटनाक्रम स्तब्ध करने वाला है। मुख्यमंत्री व प्रधानमंत्री व्यक्ति नहीं संस्था है। दोनों जन सेवा का संकल्प और संविधान के प्रति निष्ठा की शपथ लेकर दायित्व ग्रहण करते हैं।
— Rajnath Singh (@rajnathsingh) May 28, 2021पश्चिम बंगाल का आज का घटनाक्रम स्तब्ध करने वाला है। मुख्यमंत्री व प्रधानमंत्री व्यक्ति नहीं संस्था है। दोनों जन सेवा का संकल्प और संविधान के प्रति निष्ठा की शपथ लेकर दायित्व ग्रहण करते हैं।
— Rajnath Singh (@rajnathsingh) May 28, 2021
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে অনুপস্থিতির জন্য দিঘায় আসার কারণ বললেও সূত্রের খবর, নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর উপস্থিতি নিয়ে আপত্তি জানান মমতা ৷ রিভিউ মিটিং-এ কেন বিজেপি সাংসদ ও বিধায়করা থাকবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । জানিয়ে দেন, তিনি এই বৈঠকে উপস্থিত থাকবেন না ৷ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদাভাবে দেখা করার জন্য সময়ও চেয়ে নেন তিনি ৷