ETV Bharat / bharat

Vikram-S: দেশের প্রথম বেসরকারি রকেট বিক্রম-এস-এর সফল উৎক্ষেপণ - ইসরো

ইসরোর (ISRO) লঞ্চপ্যাড থেকে সফল উৎক্ষেপণ হল ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি রকেট বিক্রম-এস (Successful launch of Indias First Private Spacecraft Vikram-S)-এর ৷

Successful launch of Indias First Private Spacecraft Vikram-S at Sriharikota ISRO
Successful launch of Indias First Private Spacecraft Vikram-S at Sriharikota ISRO
author img

By

Published : Nov 18, 2022, 1:30 PM IST

Updated : Nov 18, 2022, 2:12 PM IST

শ্রীহরিকোটা, 18 নভেম্বর: সফল উৎক্ষেপণ হল ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’ এর (Successful launch of Indias First Private Spacecraft Vikram-S) ৷ শ্রীহরিকোটায় ইসরোর (ISRO) লঞ্চপ্যাড থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়েছে ৷ স্কাইরুট এরোস্পেস নামে বেসরকারি ওই স্টার্টআপ সংস্থার তৈরি রকেটে 3টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে ৷ 6 মিটারের এই দীর্ঘ বিক্রম-এস রকেটটি ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক বিক্রম সারাভাইয়ের নামে তৈরি করা হয়েছে ৷ বিক্রম-এস উৎক্ষেপণের নাম রাখা হয়েছে ‘মিশন প্রারম্ভ’ ৷

এদিন বেলা সাড়ে 11টা নাগাদ শ্রীহরিকোটার ইসরোর লঞ্চপ্যাড থেকে বিক্রম-এস রকেটের সফল উৎক্ষেপণ হয় ৷ যে রকেটে পৃথিবীর কক্ষপথে 3টি ছোট স্যাটলাইট পাঠানো হয়েছে ৷ স্কাইরুট অ্যারোস্পেস নামে ওই বেসরকারি সংস্থা তৈরি বিক্রম-এস রকেটের নিয়ন্ত্রণ বর্তমানে ইসরোর বিজ্ঞানীদের হাতে ৷ এদিন ইসরোর মিশন কন্ট্রোল সেন্টার থেকে এই উৎক্ষেপণের সাফল্যের কথা ঘোষণা করেন দেশের স্পেস রেগুলেটরের চেয়ারম্যান পবন গোয়েঙ্কা ৷

তিনি বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মিশনের শুরুটা সাফল্যের সঙ্গেই করা গিয়েছে ৷ স্কাইরুট অ্যারোস্পেসের যাত্রা শুরু হল ৷ স্কাইরুট অ্যারোস্পেসের পরিকল্পনা অনুযায়ী, রকেটটি তার 121.2 কিলোমিটার রেঞ্জের মধ্যে 89.5 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ আর রকেটটি সংস্থার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে ৷’’

আরও পড়ুন: ‘বিক্রম-এস’, প্রথম ভারতীয় বেসরকারি রকেটের উৎক্ষেপণ 15 নভেম্বর

প্রসঙ্গত, এদিন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথরে এই মিশনের সূচনা করেন ৷ যেখানে রকেটের মধ্য দু’টি দেশীয় সংস্থার এবং একটি বিদেশি সংস্থার স্যাটলাইট রয়েছে ৷ ‘ফান-সেট’ নামে একটি 2.5 কেজি ওজনের পেলোড পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে চেন্নাইয়ে অবস্থিত অ্যারোস্পেস স্টার্টআপ সংস্থা ‘স্পেসকিডস’ ৷ যেটি তৈরি করেছেন ভারত, আমেরিকা, সিঙ্গাপোর এবং ইন্দোনেশিয়ার অ্যারোস্পেসের পড়ুয়ারা ৷ এটি একটি সাব-অর্বিটাল স্যাটলাইট ৷

শ্রীহরিকোটা, 18 নভেম্বর: সফল উৎক্ষেপণ হল ভারতের প্রথম বেসরকারি রকেট ‘বিক্রম-এস’ এর (Successful launch of Indias First Private Spacecraft Vikram-S) ৷ শ্রীহরিকোটায় ইসরোর (ISRO) লঞ্চপ্যাড থেকে এটিকে উৎক্ষেপণ করা হয়েছে ৷ স্কাইরুট এরোস্পেস নামে বেসরকারি ওই স্টার্টআপ সংস্থার তৈরি রকেটে 3টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে ৷ 6 মিটারের এই দীর্ঘ বিক্রম-এস রকেটটি ভারতের মহাকাশ বিজ্ঞানের জনক বিক্রম সারাভাইয়ের নামে তৈরি করা হয়েছে ৷ বিক্রম-এস উৎক্ষেপণের নাম রাখা হয়েছে ‘মিশন প্রারম্ভ’ ৷

এদিন বেলা সাড়ে 11টা নাগাদ শ্রীহরিকোটার ইসরোর লঞ্চপ্যাড থেকে বিক্রম-এস রকেটের সফল উৎক্ষেপণ হয় ৷ যে রকেটে পৃথিবীর কক্ষপথে 3টি ছোট স্যাটলাইট পাঠানো হয়েছে ৷ স্কাইরুট অ্যারোস্পেস নামে ওই বেসরকারি সংস্থা তৈরি বিক্রম-এস রকেটের নিয়ন্ত্রণ বর্তমানে ইসরোর বিজ্ঞানীদের হাতে ৷ এদিন ইসরোর মিশন কন্ট্রোল সেন্টার থেকে এই উৎক্ষেপণের সাফল্যের কথা ঘোষণা করেন দেশের স্পেস রেগুলেটরের চেয়ারম্যান পবন গোয়েঙ্কা ৷

তিনি বলেন, ‘‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, মিশনের শুরুটা সাফল্যের সঙ্গেই করা গিয়েছে ৷ স্কাইরুট অ্যারোস্পেসের যাত্রা শুরু হল ৷ স্কাইরুট অ্যারোস্পেসের পরিকল্পনা অনুযায়ী, রকেটটি তার 121.2 কিলোমিটার রেঞ্জের মধ্যে 89.5 কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়েছে ৷ আর রকেটটি সংস্থার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে ৷’’

আরও পড়ুন: ‘বিক্রম-এস’, প্রথম ভারতীয় বেসরকারি রকেটের উৎক্ষেপণ 15 নভেম্বর

প্রসঙ্গত, এদিন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথরে এই মিশনের সূচনা করেন ৷ যেখানে রকেটের মধ্য দু’টি দেশীয় সংস্থার এবং একটি বিদেশি সংস্থার স্যাটলাইট রয়েছে ৷ ‘ফান-সেট’ নামে একটি 2.5 কেজি ওজনের পেলোড পৃথিবীর কক্ষপথে পাঠিয়েছে চেন্নাইয়ে অবস্থিত অ্যারোস্পেস স্টার্টআপ সংস্থা ‘স্পেসকিডস’ ৷ যেটি তৈরি করেছেন ভারত, আমেরিকা, সিঙ্গাপোর এবং ইন্দোনেশিয়ার অ্যারোস্পেসের পড়ুয়ারা ৷ এটি একটি সাব-অর্বিটাল স্যাটলাইট ৷

Last Updated : Nov 18, 2022, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.