ETV Bharat / bharat

শ্লীলতাহানি থেকে বাঁচতে চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ 6 ছাত্রীর - শ্লীলতাহানি

Molestation in pickup van : দুষ্কৃতীদের বিকৃত লালসার শিকার 15 স্কুল পড়ুয়া ৷ গুজরাতের ঘটনা ৷ সম্ভ্রম বাঁচাতে পিকআপ ভ্যান থেকে ঝাঁপ দেয় 6 পডুয়া ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 7:04 AM IST

Updated : Jan 4, 2024, 1:47 PM IST

সানখেদা (গুজরাত), 3 জানুয়ারি: সম্ভ্রম বাঁচাতে চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ 6 ছাত্রীর ৷ নিয়ন্ত্রণ রাখতে না পেরে উলটে যায় পিকআপ ভ্যানটি ৷ ঝাঁপ দিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন 6 ছাত্রী ৷ গুরুতর জখম অবস্থায় ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ মঙ্গলবার গুজরাতের সানখেদা তালুকের ঘটনা ৷ ওই পড়ুয়ারা স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী ৷

পুলিশ সূত্রে খবর, গুজরাতের ছোটোদেপুর এলাকার (Chhotaudepur) স্কুল থেকে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন 15 ছাত্রী ৷ সেই সময়েই পিকআপ ভ্যানে আরও 5 ব্যক্তি ছিলেন ৷ অভিযোগ, ওই ব্যক্তিরাই ওই ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা করে ৷ শ্লীলতাহানি থেকে বাঁচতেই 6 জন ছাত্রী পিকআপ ভ্যান থেকে ঝাঁপ দিতে গিয়েই গুরুতর জখম হন ৷ এরপরই গাড়িতে থাকা আরও 9 জন পডুয়ার উপর চড়াও হয় দুষ্কৃ্তীরা ৷ তাদের সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করে ৷ নিজেদের বাঁচাতে পিকআপ ভ্যানে থাকা ওই 9 ছাত্রী চালকে গাড়ি থামাতে বলেন ৷ ছাত্রীদের কথায় কান না দিয়েই চালক পিকআপ ভ্যানের গতি আরও বাড়িয়ে দেন ৷ কিছুটা দূর যাওয়ার পরেই দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ভাসনা কলোনির কাছে উল্টে যায় ভ্যানটি ৷ গুরুতর আহত হয় গাড়িতে থাকা 9 ছাত্রী ৷

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় থানার পুলিশ ৷ 9জন ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পিকআপ ভ্যানের চালক অশ্বিন ভিলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে এখনও অধরা অন্য 4 অভিযুক্ত ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গেই, দশম শ্রেণির এক পড়ুয়া বলেন, "আমরা প্রায় 15 জন বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে বসেছিলাম, সেখানে আরও 4 ব্যক্তি ছিল ৷ তারা আমাদের উত্ত্যক্ত করলে আমরা ভয় পেয়ে পিকআপ ভ্যান থেকে ঝাঁপ দিয়েছিলাম ৷" নির্যাতিত এক ছাত্রীর অভিভাবক বলেন, "স্কুলে গাড়ির ব্যবস্থা নেই ৷ তাই পিকআপ ভ্যানে করে পড়ুরা যাতায়াত করত ৷ এদিন পিকআপ ভ্যানে ওই ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে 5 ব্যাক্তি ৷ নিজেদের বাঁচাতেই ঝাঁপ দেয় ছাত্রীরা ৷" ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা ৷

আরও পড়ুন:

  1. জন্ম দেওয়ার পরেই মৃত্যু নাবালিকা মা ও সন্তানের! ধর্ষণের মামলা দায়ের পুলিশের
  2. নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষক, নির্যাতিতাকে 8 ঘণ্টা বসিয়ে রাখল হাসপাতাল !
  3. মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু

সানখেদা (গুজরাত), 3 জানুয়ারি: সম্ভ্রম বাঁচাতে চলন্ত পিকআপ ভ্যান থেকে ঝাঁপ 6 ছাত্রীর ৷ নিয়ন্ত্রণ রাখতে না পেরে উলটে যায় পিকআপ ভ্যানটি ৷ ঝাঁপ দিয়ে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন 6 ছাত্রী ৷ গুরুতর জখম অবস্থায় ছাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ মঙ্গলবার গুজরাতের সানখেদা তালুকের ঘটনা ৷ ওই পড়ুয়ারা স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী ৷

পুলিশ সূত্রে খবর, গুজরাতের ছোটোদেপুর এলাকার (Chhotaudepur) স্কুল থেকে একটি পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছিলেন 15 ছাত্রী ৷ সেই সময়েই পিকআপ ভ্যানে আরও 5 ব্যক্তি ছিলেন ৷ অভিযোগ, ওই ব্যক্তিরাই ওই ছাত্রীদের শ্লীলতাহানির চেষ্টা করে ৷ শ্লীলতাহানি থেকে বাঁচতেই 6 জন ছাত্রী পিকআপ ভ্যান থেকে ঝাঁপ দিতে গিয়েই গুরুতর জখম হন ৷ এরপরই গাড়িতে থাকা আরও 9 জন পডুয়ার উপর চড়াও হয় দুষ্কৃ্তীরা ৷ তাদের সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করে ৷ নিজেদের বাঁচাতে পিকআপ ভ্যানে থাকা ওই 9 ছাত্রী চালকে গাড়ি থামাতে বলেন ৷ ছাত্রীদের কথায় কান না দিয়েই চালক পিকআপ ভ্যানের গতি আরও বাড়িয়ে দেন ৷ কিছুটা দূর যাওয়ার পরেই দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ভাসনা কলোনির কাছে উল্টে যায় ভ্যানটি ৷ গুরুতর আহত হয় গাড়িতে থাকা 9 ছাত্রী ৷

এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় থানার পুলিশ ৷ 9জন ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷ ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে পিকআপ ভ্যানের চালক অশ্বিন ভিলকে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে এখনও অধরা অন্য 4 অভিযুক্ত ৷ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গেই, দশম শ্রেণির এক পড়ুয়া বলেন, "আমরা প্রায় 15 জন বাড়িতে যাওয়ার জন্য গাড়িতে বসেছিলাম, সেখানে আরও 4 ব্যক্তি ছিল ৷ তারা আমাদের উত্ত্যক্ত করলে আমরা ভয় পেয়ে পিকআপ ভ্যান থেকে ঝাঁপ দিয়েছিলাম ৷" নির্যাতিত এক ছাত্রীর অভিভাবক বলেন, "স্কুলে গাড়ির ব্যবস্থা নেই ৷ তাই পিকআপ ভ্যানে করে পড়ুরা যাতায়াত করত ৷ এদিন পিকআপ ভ্যানে ওই ছাত্রীদের সঙ্গে অভব্য আচরণ করে 5 ব্যাক্তি ৷ নিজেদের বাঁচাতেই ঝাঁপ দেয় ছাত্রীরা ৷" ঘটনাটি প্রকাশ্যে আসতেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা ৷

আরও পড়ুন:

  1. জন্ম দেওয়ার পরেই মৃত্যু নাবালিকা মা ও সন্তানের! ধর্ষণের মামলা দায়ের পুলিশের
  2. নাবালিকাকে ধর্ষণে অভিযুক্ত গৃহশিক্ষক, নির্যাতিতাকে 8 ঘণ্টা বসিয়ে রাখল হাসপাতাল !
  3. মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু
Last Updated : Jan 4, 2024, 1:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.