সিকার (রাজস্থান), 4 সেপ্টেম্বর: সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা বা নিট (NEET) এর জন্য প্রস্তুতিরত এক পড়ুয়া সোমবার আত্মহত্যা করে ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের সিকার জেলায় ৷ জানা গিয়েছেন, 16 বছর বয়সি পড়ুয়ার বাড়ি কারোলি জেলায় হলেও সে সিকারের একটি কোচিং ইন্সটিটিউটে ভরতি হয়েছিল নিট পরীক্ষার প্রস্তুতি নিতে ৷ কদিন আগে রাখির জন্য বাড়িতে যায় ৷ তিন দিন আগে সে বাড়ি থেকে সিকারে ফিরেছিল ৷ কোচিংয়ে সে ক্লাসও শুরু করে ৷ কিন্তু সোমবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷
জানা গিয়েছে, সিকারে ভীর তেজাজি নামক একটি হস্টেলে থাকছিল ওই পড়ুয়া ৷ এদিন দুপুর 12টা নাগাদ খাওয়া দাওয়ার পর সে নিজের ঘরে চলে যায় ৷ কিছুক্ষণ পর তার এক বন্ধু তাকে ডাকতে যায় ৷ কিন্তু অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় সন্দেহ হয় ৷ এরপর খবর দেওয়া হয় হস্টেলের আধিকারিকদের ৷ হস্টেল মালিক এসে দরজা ভেঙে ঘরে ঠুকে দেখেন ওই পড়ুয়া গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে ৷ পুলিশ এসে দেহটি উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য ৷
আরও পড়ুন: তিন কন্যাসন্তানকে গলা কেটে হত্যার চেষ্টা ! উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ
জানা গিয়েছে, সিকারের কোনও কোচিং সেন্টারে পড়তে এসে এইভাবে আত্মঘাতী হওয়ার ঘটনা এই প্রথম ৷ কোচিং নগরী বলে পরিচিত রাজস্থানের অপর শহর কোটাতে অবশ্য এই ধরনের ঘটনা আগেও ঘটেছে ৷ এমনকি কোটায় বড় পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে আসা পড়ুয়াদের মধ্যে আত্মহত্যার ঘটনা মাঝে এতটাই বেড়ে যায় যে, পুলিশ সেখানকার বিভিন্ন হস্টেলের ওয়ার্ডেন, মেস কর্মীদের নির্দেশ দিয়েছে কোনও পড়ুয়ার মধ্যে অবসাদের লক্ষণ দেখা যাচ্ছে কি না সেদিকে নজর রাখতে ৷ এর জন্য 'দরওয়াজে পে দস্তক' নামে একটি প্রচার কর্মসূচিও শুরু করেছে পুলিশ ৷